নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংবিধানের পঞ্চদশ সংশোধনের পর কোনো বিকল্প সরকার গঠনের সুযোগ অবশিষ্ট নেই। তাই নির্বাচনের ক্ষেত্রে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন ছাড়া আর কোনো উপায় নেই। নির্বাচন কমিশন স্বাধীন কি না, তা নিয়ে বিতর্ক আছে। এটি সুষ্ঠু নির্বাচনের পথে প্রধান এবং একমাত্র অন্তরায়।
আজ বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সরকারের প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন এবং সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবিতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন দলের চেয়ারম্যান ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।
সংবাদ সম্মেলনে ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, ‘সংবিধান অনুযায়ী সরকার নির্বাচন পরিচালনা করবে না। নির্বাচনের সার্বিক কর্মকাণ্ড পরিচালিত হবে সরকারের প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত একটি স্বাধীন ও শক্তিশালী স্বয়ংসম্পূর্ণ নির্বাচন কমিশন দ্বারা। তবে দেশের নির্বাচন কমিশনকে স্বাধীন বলা হলেও মূলত এটি স্বাধীন কি না, তা নিয়ে প্রচণ্ড বিতর্ক আছে। আর এটি হচ্ছে সুষ্ঠু নির্বাচনের পথে প্রধান এবং একমাত্র অন্তরায়।’
গণতান্ত্রিক সংস্কৃতির মূল চালিকা শক্তি হচ্ছে নির্বাচন—এ কথা জানিয়ে মোজাদ্দেদী বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ। তবেই ভোটাধিকার প্রয়োগে বিঘ্নতা হয় না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দেশের বৃহত্তম দুটি দলের রশি টানাটানি রাজনৈতিক অঙ্গনে ক্রমাগত উত্তাপ সৃষ্টি করছে। নির্বাচনকে কেন্দ্র করে উভয় পক্ষের রাজপথ দখলের অসম প্রতিযোগিতা এবং পাল্টাপাল্টি অবস্থান রাজনৈতিক অঙ্গনকে সংঘাতময় করে তুলেছে।’
এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে পাঁচটি প্রস্তাব তুলে ধরে সংগঠনটি। এগুলো হলো—নির্বাচন কমিশনকে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নির্বাহী ক্ষমতা প্রদান করা; নির্বাচন কমিশনকে সরকারের নির্বাহী বিভাগের আওতামুক্ত রাখা; কমিশনের সুবিধার্থে সামরিক, আধা-সামরিক ও আইন প্রয়োগকারী বাহিনী সরবরাহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাধ্য থাকা; কমিশনের নির্দেশে সব রেডিও, টেলিভিশন, মিডিয়া ও কর্তৃপক্ষ প্রচারে বাধ্য থাকা; এতৎসংক্রান্ত আইনের একটি চূড়ান্ত খসড়া প্রণয়ন করে অধ্যাদেশ আকারে জারি করে এটা বলবৎ করে এবং পরে সংসদে অনুমোদন করা।’
এক প্রশ্নের জবাবে বাহাদুর শাহ বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন সরকারের প্রভাবমুক্ত হতে হবে। সংবিধান তাদের অনেক ক্ষমতা দিয়েছে, কিন্তু সেই ক্ষমতার প্রয়োগ তারা করতে পারছে না।’
পঞ্চদশ সংশোধনী প্রসঙ্গে বাহাদুর শাহ বলেন, ‘এটি সম্পর্কে আদালত রায় দিয়েছেন। এ সম্পর্কে কিছু বললে আদালত অবমাননা হতে পারে।’
সংবিধান মোতাবেক নির্বাচন কমিশনকে সরকারের প্রভাবমুক্ত রেখে সম্পূর্ণ নির্বাহী ক্ষমতা প্রদান করা হলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সামগ্রিক জটিলতা নিরসন অধিকতর সম্ভব জানিয়ে কর্মসূচি ঘোষণা করে বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, ‘ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে আগামী ২৬ আগস্ট সকাল ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সরকারের প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন এবং সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবিতে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব জয়নুল আবেদীন জুবাইর, ভাইস চেয়ারম্যান আলাউদ্দীন জিহাদী, ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম আখতারী, সিনিয়র যুগ্ম মহাসচিব খাজা আরিফুর রহমান তাহেরী, যুগ্ম মহাসচিব মোশাররফ হোসেন হেলালী, যুগ্ম মহাসচিব স ম হামেদ হোসাইন, যুগ্ম মহাসচিব এইচ এম মুজিবুল হক শাকুর, সাংগঠনিক সচিব তরিকুল হাসান লিংকন ও দপ্তর সম্পাদক এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম।
সংবিধানের পঞ্চদশ সংশোধনের পর কোনো বিকল্প সরকার গঠনের সুযোগ অবশিষ্ট নেই। তাই নির্বাচনের ক্ষেত্রে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন ছাড়া আর কোনো উপায় নেই। নির্বাচন কমিশন স্বাধীন কি না, তা নিয়ে বিতর্ক আছে। এটি সুষ্ঠু নির্বাচনের পথে প্রধান এবং একমাত্র অন্তরায়।
আজ বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সরকারের প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন এবং সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবিতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন দলের চেয়ারম্যান ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।
সংবাদ সম্মেলনে ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, ‘সংবিধান অনুযায়ী সরকার নির্বাচন পরিচালনা করবে না। নির্বাচনের সার্বিক কর্মকাণ্ড পরিচালিত হবে সরকারের প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত একটি স্বাধীন ও শক্তিশালী স্বয়ংসম্পূর্ণ নির্বাচন কমিশন দ্বারা। তবে দেশের নির্বাচন কমিশনকে স্বাধীন বলা হলেও মূলত এটি স্বাধীন কি না, তা নিয়ে প্রচণ্ড বিতর্ক আছে। আর এটি হচ্ছে সুষ্ঠু নির্বাচনের পথে প্রধান এবং একমাত্র অন্তরায়।’
গণতান্ত্রিক সংস্কৃতির মূল চালিকা শক্তি হচ্ছে নির্বাচন—এ কথা জানিয়ে মোজাদ্দেদী বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ। তবেই ভোটাধিকার প্রয়োগে বিঘ্নতা হয় না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দেশের বৃহত্তম দুটি দলের রশি টানাটানি রাজনৈতিক অঙ্গনে ক্রমাগত উত্তাপ সৃষ্টি করছে। নির্বাচনকে কেন্দ্র করে উভয় পক্ষের রাজপথ দখলের অসম প্রতিযোগিতা এবং পাল্টাপাল্টি অবস্থান রাজনৈতিক অঙ্গনকে সংঘাতময় করে তুলেছে।’
এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে পাঁচটি প্রস্তাব তুলে ধরে সংগঠনটি। এগুলো হলো—নির্বাচন কমিশনকে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নির্বাহী ক্ষমতা প্রদান করা; নির্বাচন কমিশনকে সরকারের নির্বাহী বিভাগের আওতামুক্ত রাখা; কমিশনের সুবিধার্থে সামরিক, আধা-সামরিক ও আইন প্রয়োগকারী বাহিনী সরবরাহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাধ্য থাকা; কমিশনের নির্দেশে সব রেডিও, টেলিভিশন, মিডিয়া ও কর্তৃপক্ষ প্রচারে বাধ্য থাকা; এতৎসংক্রান্ত আইনের একটি চূড়ান্ত খসড়া প্রণয়ন করে অধ্যাদেশ আকারে জারি করে এটা বলবৎ করে এবং পরে সংসদে অনুমোদন করা।’
এক প্রশ্নের জবাবে বাহাদুর শাহ বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন সরকারের প্রভাবমুক্ত হতে হবে। সংবিধান তাদের অনেক ক্ষমতা দিয়েছে, কিন্তু সেই ক্ষমতার প্রয়োগ তারা করতে পারছে না।’
পঞ্চদশ সংশোধনী প্রসঙ্গে বাহাদুর শাহ বলেন, ‘এটি সম্পর্কে আদালত রায় দিয়েছেন। এ সম্পর্কে কিছু বললে আদালত অবমাননা হতে পারে।’
সংবিধান মোতাবেক নির্বাচন কমিশনকে সরকারের প্রভাবমুক্ত রেখে সম্পূর্ণ নির্বাহী ক্ষমতা প্রদান করা হলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সামগ্রিক জটিলতা নিরসন অধিকতর সম্ভব জানিয়ে কর্মসূচি ঘোষণা করে বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, ‘ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে আগামী ২৬ আগস্ট সকাল ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সরকারের প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন এবং সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবিতে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব জয়নুল আবেদীন জুবাইর, ভাইস চেয়ারম্যান আলাউদ্দীন জিহাদী, ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম আখতারী, সিনিয়র যুগ্ম মহাসচিব খাজা আরিফুর রহমান তাহেরী, যুগ্ম মহাসচিব মোশাররফ হোসেন হেলালী, যুগ্ম মহাসচিব স ম হামেদ হোসাইন, যুগ্ম মহাসচিব এইচ এম মুজিবুল হক শাকুর, সাংগঠনিক সচিব তরিকুল হাসান লিংকন ও দপ্তর সম্পাদক এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৪ দিন আগে