নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলমান কঠোর বিধিনিষেধের ১৫তম দিন চলছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়াই রাজধানীর সড়কে অন্যান্য দিনের তুলনায় যানবাহনের চাপ কিছুটা কম রয়েছে। তবে প্রয়োজন ছাড়া অকারণে মানুষ বাইরে আসছে। গলির মধ্যেও রয়েছে মানুষের অবাধ চলাচল।
শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন সড়কে ঘুরে এমন চিত্র দেখা যায়। ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম থাকলেও, সড়কে আজ চলছে রিকশা , মোটরসাইকেল ও পণ্যবাহী যানবাহন। পুলিশের চেক পোস্টগুলোও সাপ্তাহিক ছুটির দিনে কিছুটা ঢিলেঢালা। বেশির ভাগ অফিস বন্ধ থাকায় সড়কে অফিসগামী যাত্রীদের ও খুব একটা ভিড় লক্ষ্য করা যায়নি।
তা ছাড়া রাজধানীতে ঢোকার প্রবেশপথগুলোতে ঢাকার বাইরে থেকে আসা মানুষের ভিড় রয়েছে। গাবতলী আমিনবাজার ব্রিজ দিয়ে আজও মানুষ ঢাকায় প্রবেশ করছে বলে জানা গেছে।
বাড্ডা এলাকায় সিএনজির জন্য পরিবার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় নিলুফার বেগমকে। বিধিনিষেধের মধ্যে কোথায় যাচ্ছেন জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, 'পরিবার নিয়ে উত্তরায় বোনের বাসায় যাচ্ছি। ওখানে পারিবারিক একটি অনুষ্ঠান আছে আজ, তাই যাচ্ছি। করোনাকে সঙ্গে নিয়ে আমাদের চলতে হবে। করোনার কারণে সব কাজ বাদ দিয়ে ঘরে বসে থাকলেও জীবন চলবে না। তা ছাড়া লকডাউনে বাসায় বন্দী থাকতে থাকতে বাচ্চারাও বিরক্ত হয়ে গেছে।'
বাইরে আসা সোলায়মান হক নামের এক ব্যক্তির সঙ্গে কথা হলে তিনি বলেন, 'তেজগাঁও ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করি। যেহেতু জরুরি সেবার সঙ্গে জড়িত এবং শুক্রবারেও কাজ চলে। তাই বাইরে এসেছি অফিসে যাওয়ার জন্য। তবে সড়কে অন্যান্য দিন অনেক মানুষ থাকলেও আজ কিছুটা ফাঁকা। কোন ঝামেলা ছাড়াই তেজগাঁও যাওয়ার জন্য রিকশা পেয়ে গেছি। অন্যান্যদিন অফিস টাইমে রিকশা পাওয়া যায় না।'
সড়কের মোড়ে মোড়ে যাত্রী না থাকায় অবসর বসে থাকতে দেখা গেছে রিকশাচালকদের। রাইড শেয়ারিং সার্ভিসের মোটরসাইকেল চালদেরও যাত্রীদের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
রিকশাচালক রহিম আলির সঙ্গে কথা হলে তিনি বলেন, 'অন্যান্য দিন সকাল বেলায় ৫০০-৬০০ টাকা আয় করা যায়। কিন্তু আজ শুক্রবার যাত্রী নেই বললেই চলে। এখন পর্যন্ত তেমন কোন ভাড়া পাইনি।
এদিকে, রাস্তায় যানবাহন ও মানুষের চাপ কম থাকায় কোথাও কোথাও কিছুটা ঢিলেঢালাভাব রয়েছে পুলিশের চেকপোস্ট। আবার কিছু এলাকায় পুলিশেকে আজ বেশ কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে। রামপুরা পুলিশ চেকপোস্টের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ সাকিব বলেন, 'এমনিতেই আজ শুক্রবার বেশির ভাগ অফিস বন্ধ। ফলে আজ সড়কে যানবাহন ও মানুষের চাপ কিছুটা। তার পরেও কিছু মানুষ বাইরে আসছেন। বাইরে আসলেই চেকপোস্টের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যারা কারণ ছাড়া বাইয়ে আসছেন তাদের বোঝানোর চেষ্টা করছি। তবে যারা বাইরে আসার পেছনে মিথ্যা যুক্তি দিচ্ছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি'।
করোনা সংক্রমণ বাড়তে থাকায় গত ২৩ জুলাই থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধ যা ৫ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও। পরিস্থিতির উন্নতি না হওয়াই চলমান বিধিনিষেধ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সরকার।
চলমান কঠোর বিধিনিষেধের ১৫তম দিন চলছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়াই রাজধানীর সড়কে অন্যান্য দিনের তুলনায় যানবাহনের চাপ কিছুটা কম রয়েছে। তবে প্রয়োজন ছাড়া অকারণে মানুষ বাইরে আসছে। গলির মধ্যেও রয়েছে মানুষের অবাধ চলাচল।
শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন সড়কে ঘুরে এমন চিত্র দেখা যায়। ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম থাকলেও, সড়কে আজ চলছে রিকশা , মোটরসাইকেল ও পণ্যবাহী যানবাহন। পুলিশের চেক পোস্টগুলোও সাপ্তাহিক ছুটির দিনে কিছুটা ঢিলেঢালা। বেশির ভাগ অফিস বন্ধ থাকায় সড়কে অফিসগামী যাত্রীদের ও খুব একটা ভিড় লক্ষ্য করা যায়নি।
তা ছাড়া রাজধানীতে ঢোকার প্রবেশপথগুলোতে ঢাকার বাইরে থেকে আসা মানুষের ভিড় রয়েছে। গাবতলী আমিনবাজার ব্রিজ দিয়ে আজও মানুষ ঢাকায় প্রবেশ করছে বলে জানা গেছে।
বাড্ডা এলাকায় সিএনজির জন্য পরিবার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় নিলুফার বেগমকে। বিধিনিষেধের মধ্যে কোথায় যাচ্ছেন জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, 'পরিবার নিয়ে উত্তরায় বোনের বাসায় যাচ্ছি। ওখানে পারিবারিক একটি অনুষ্ঠান আছে আজ, তাই যাচ্ছি। করোনাকে সঙ্গে নিয়ে আমাদের চলতে হবে। করোনার কারণে সব কাজ বাদ দিয়ে ঘরে বসে থাকলেও জীবন চলবে না। তা ছাড়া লকডাউনে বাসায় বন্দী থাকতে থাকতে বাচ্চারাও বিরক্ত হয়ে গেছে।'
বাইরে আসা সোলায়মান হক নামের এক ব্যক্তির সঙ্গে কথা হলে তিনি বলেন, 'তেজগাঁও ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করি। যেহেতু জরুরি সেবার সঙ্গে জড়িত এবং শুক্রবারেও কাজ চলে। তাই বাইরে এসেছি অফিসে যাওয়ার জন্য। তবে সড়কে অন্যান্য দিন অনেক মানুষ থাকলেও আজ কিছুটা ফাঁকা। কোন ঝামেলা ছাড়াই তেজগাঁও যাওয়ার জন্য রিকশা পেয়ে গেছি। অন্যান্যদিন অফিস টাইমে রিকশা পাওয়া যায় না।'
সড়কের মোড়ে মোড়ে যাত্রী না থাকায় অবসর বসে থাকতে দেখা গেছে রিকশাচালকদের। রাইড শেয়ারিং সার্ভিসের মোটরসাইকেল চালদেরও যাত্রীদের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
রিকশাচালক রহিম আলির সঙ্গে কথা হলে তিনি বলেন, 'অন্যান্য দিন সকাল বেলায় ৫০০-৬০০ টাকা আয় করা যায়। কিন্তু আজ শুক্রবার যাত্রী নেই বললেই চলে। এখন পর্যন্ত তেমন কোন ভাড়া পাইনি।
এদিকে, রাস্তায় যানবাহন ও মানুষের চাপ কম থাকায় কোথাও কোথাও কিছুটা ঢিলেঢালাভাব রয়েছে পুলিশের চেকপোস্ট। আবার কিছু এলাকায় পুলিশেকে আজ বেশ কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে। রামপুরা পুলিশ চেকপোস্টের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ সাকিব বলেন, 'এমনিতেই আজ শুক্রবার বেশির ভাগ অফিস বন্ধ। ফলে আজ সড়কে যানবাহন ও মানুষের চাপ কিছুটা। তার পরেও কিছু মানুষ বাইরে আসছেন। বাইরে আসলেই চেকপোস্টের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যারা কারণ ছাড়া বাইয়ে আসছেন তাদের বোঝানোর চেষ্টা করছি। তবে যারা বাইরে আসার পেছনে মিথ্যা যুক্তি দিচ্ছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি'।
করোনা সংক্রমণ বাড়তে থাকায় গত ২৩ জুলাই থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধ যা ৫ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও। পরিস্থিতির উন্নতি না হওয়াই চলমান বিধিনিষেধ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সরকার।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২২ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২২ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২২ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২২ দিন আগে