নিজস্ব প্রতিবেদক
ঢাকা: চলমান লকডাউনে মার্কেট, শপিং মল খোলা। সেখানে ঈদের কেনাকাটা করতে ভিড় করছেন মানুষজন। তাঁদের শপিংয়ে যাওয়ার বড় ভরসা ব্যক্তিগত গাড়ি, রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা।
আর সুযোগটা ভালোভাবেই কাজে লাগাচ্ছেন অটোরিকশার চালকেরা। এই বাহনটি এখন যাত্রী নিয়ে ছুটছে দ্বিগুণ গতিতে। কারণ সড়কে সেভাবে গাড়ির ভিড় নেই। তাতে চালকেরা আগের চেয়ে আয় করছেন বেশি।
খিলগাঁও পুলিশ ফাঁড়ি থেকে এমন তিনজন যাত্রী নিয়ে মহাখালীর উদ্দেশে রওনা দেয় একটি সিএনজিচালিত অটোরিকশা। একজন মধ্য বাড্ডায় যাবেন ৩০ টাকা, দুজন যাবেন ১৪০ টাকায় মহাখালী।
রামপুরা ব্রিজ থেকে জনপ্রতি ১০০ টাকা করে চারজন যাত্রী নিয়ে আব্দুল্লাহপুর যাচ্ছে আরেকটি সিএনজিচালিত অটোরিকশা। রামপুরা থেকে আব্দুল্লাহপুরে অটোরিকশার স্বাভাবিক রিজার্ভ ভাড়া ২০০-২৫০ টাকা। আলাদা আলাদা একাধিক যাত্রী হওয়ায় পর সেই ভাড়া দাঁড়াচ্ছে ৪০০ টাকা, যা আগের তুলনায় প্রায় দ্বিগুণ। তবুও চালকেরা বলছেন ভিন্ন কথা।
অটোরিকশাচালক রনি বলেন, ‘হাফ বেলা ৫০০ জমা দেওন লাগে। দুই দিন হইল মানুষ একটু বেশি বাইর হইতাছে। ভাড়া জমা দিয়া ছয়–সাত শ ট্যাকা থাকে। আপনাগো কাছে যেমন মনে হইতাছে, তেমন না। খুব বেশি হইলে এক হাজার ট্যাকা হয়। এইডা আগেও হইত।’
বাস বা অন্য গণপরিবহন না থাকায় যাত্রীদের যেতেই হচ্ছে। উপায় নেই। পারভেজ নামের একজন যাত্রী বললেন, ‘বাস তো বন্ধ। যাইতে তো হবে। সে জন্য এমনেই যাইতাছি। বাসে হইলে ৪০ ট্যাকায় যাইতে পারতাম। কিন্তু এহন ১০০ ট্যাকায় যাইতে হইতাছে। তাও আবার চাপাচাপি কইরা।’
ঢাকার বাইরে থেকে মানুষ ঢুকছে না। তাই রিজার্ভ ভাড়া তেমন হচ্ছে না বলে বলছেন অটোরিকশাচালক রেজাউল। লোকাল ভাড়া নেবেন না বলে রেজাউল বলেন ‘রিজার্ভ যাত্রী না পাইলে লস। লোকাল যাত্রী বাসের ভাড়ায় যাইতে চায়। আর লোকাল যাত্রীর জন্যে চিল্লাইতে হয়। রোজা থাইকা চিল্লাইতে ভালো লাগে না।’ তাঁর এই কথার সঙ্গে বাস্তবতার পুরোটা মিল নেই। রাস্তায় চালকেরা যাত্রী ডাকতে থাকেন, একপর্যায়ে দর–কষাকষির মাধ্যমেই ঠিক হয় যাত্রা। তবে বাস্তবতা হলো, রেজাউলের কথা শেষ হতে না–হতেই বাংলামোটরের একজন যাত্রী পেয়েও গেলেন তিনি।
সিএনজিচালিত অটোরিকশায় চলাচলে সামাজিক দূরত্ব তো দূরের কথা, গাঁ ঘেষে বসছেন একে অপরের অচেনা যাত্রীরা। যাত্রী বসছেন চালকের পাশেও। মাসুম নামের এক যাত্রী বলছিলেন, ‘আমরা তো মাস্ক পরছি, আমার করোনা পজিটিভ না। সামাজিক দূরত্ব মানতে গেলে ঘরে বন্দী থাকা লাগব। বাইরে এমন হইবই।’ তার পাশেই বসা প্রাইভেট একটি প্রতিষ্ঠানে চাকরিরত স্বাধীন বলছেন, ‘সামর্থ্য অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে আমাদের চলতে হবে। কিন্তু সবার সামর্থ্য তো এক না। তাই এমন বাস্তবতা।’
ঢাকা: চলমান লকডাউনে মার্কেট, শপিং মল খোলা। সেখানে ঈদের কেনাকাটা করতে ভিড় করছেন মানুষজন। তাঁদের শপিংয়ে যাওয়ার বড় ভরসা ব্যক্তিগত গাড়ি, রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা।
আর সুযোগটা ভালোভাবেই কাজে লাগাচ্ছেন অটোরিকশার চালকেরা। এই বাহনটি এখন যাত্রী নিয়ে ছুটছে দ্বিগুণ গতিতে। কারণ সড়কে সেভাবে গাড়ির ভিড় নেই। তাতে চালকেরা আগের চেয়ে আয় করছেন বেশি।
খিলগাঁও পুলিশ ফাঁড়ি থেকে এমন তিনজন যাত্রী নিয়ে মহাখালীর উদ্দেশে রওনা দেয় একটি সিএনজিচালিত অটোরিকশা। একজন মধ্য বাড্ডায় যাবেন ৩০ টাকা, দুজন যাবেন ১৪০ টাকায় মহাখালী।
রামপুরা ব্রিজ থেকে জনপ্রতি ১০০ টাকা করে চারজন যাত্রী নিয়ে আব্দুল্লাহপুর যাচ্ছে আরেকটি সিএনজিচালিত অটোরিকশা। রামপুরা থেকে আব্দুল্লাহপুরে অটোরিকশার স্বাভাবিক রিজার্ভ ভাড়া ২০০-২৫০ টাকা। আলাদা আলাদা একাধিক যাত্রী হওয়ায় পর সেই ভাড়া দাঁড়াচ্ছে ৪০০ টাকা, যা আগের তুলনায় প্রায় দ্বিগুণ। তবুও চালকেরা বলছেন ভিন্ন কথা।
অটোরিকশাচালক রনি বলেন, ‘হাফ বেলা ৫০০ জমা দেওন লাগে। দুই দিন হইল মানুষ একটু বেশি বাইর হইতাছে। ভাড়া জমা দিয়া ছয়–সাত শ ট্যাকা থাকে। আপনাগো কাছে যেমন মনে হইতাছে, তেমন না। খুব বেশি হইলে এক হাজার ট্যাকা হয়। এইডা আগেও হইত।’
বাস বা অন্য গণপরিবহন না থাকায় যাত্রীদের যেতেই হচ্ছে। উপায় নেই। পারভেজ নামের একজন যাত্রী বললেন, ‘বাস তো বন্ধ। যাইতে তো হবে। সে জন্য এমনেই যাইতাছি। বাসে হইলে ৪০ ট্যাকায় যাইতে পারতাম। কিন্তু এহন ১০০ ট্যাকায় যাইতে হইতাছে। তাও আবার চাপাচাপি কইরা।’
ঢাকার বাইরে থেকে মানুষ ঢুকছে না। তাই রিজার্ভ ভাড়া তেমন হচ্ছে না বলে বলছেন অটোরিকশাচালক রেজাউল। লোকাল ভাড়া নেবেন না বলে রেজাউল বলেন ‘রিজার্ভ যাত্রী না পাইলে লস। লোকাল যাত্রী বাসের ভাড়ায় যাইতে চায়। আর লোকাল যাত্রীর জন্যে চিল্লাইতে হয়। রোজা থাইকা চিল্লাইতে ভালো লাগে না।’ তাঁর এই কথার সঙ্গে বাস্তবতার পুরোটা মিল নেই। রাস্তায় চালকেরা যাত্রী ডাকতে থাকেন, একপর্যায়ে দর–কষাকষির মাধ্যমেই ঠিক হয় যাত্রা। তবে বাস্তবতা হলো, রেজাউলের কথা শেষ হতে না–হতেই বাংলামোটরের একজন যাত্রী পেয়েও গেলেন তিনি।
সিএনজিচালিত অটোরিকশায় চলাচলে সামাজিক দূরত্ব তো দূরের কথা, গাঁ ঘেষে বসছেন একে অপরের অচেনা যাত্রীরা। যাত্রী বসছেন চালকের পাশেও। মাসুম নামের এক যাত্রী বলছিলেন, ‘আমরা তো মাস্ক পরছি, আমার করোনা পজিটিভ না। সামাজিক দূরত্ব মানতে গেলে ঘরে বন্দী থাকা লাগব। বাইরে এমন হইবই।’ তার পাশেই বসা প্রাইভেট একটি প্রতিষ্ঠানে চাকরিরত স্বাধীন বলছেন, ‘সামর্থ্য অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে আমাদের চলতে হবে। কিন্তু সবার সামর্থ্য তো এক না। তাই এমন বাস্তবতা।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫