Ajker Patrika

এক দিনে ডেঙ্গুতে রেকর্ড শনাক্ত ও ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এক দিনে ডেঙ্গুতে রেকর্ড শনাক্ত ও ভর্তি

ডেঙ্গুর দাপট কিছুতেই কমছে না। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে রেকর্ডসংখ্যক রোগী। এ সময়ে তিনজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুম। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ৩৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৪৬ জন ঢাকার বাইরের। এর আগে গত ১৭ আগস্ট সর্বোচ্চ ৩২৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। 

এর আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ২৯৫ জন। এদের মধ্যে ঢাকায় ২৫০ জন ও ঢাকার বাইরে ৪৫ জন ছিল। গত মাসের ৩১ দিনে দেশে মোট ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ৬৯৮ জন। আর চলতি সেপ্টেম্বরের দুদিনেই রোগী শনাক্ত হয়েছে ৬২৫ জন। গত জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ১২ জন, আগস্টে ৩৩ জন ও সেপ্টেম্বরে তিনজনসহ মোট ৪৮ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন ১০ হাজার ৯৮১ জন রোগী। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ৬৬৮ জন। 

গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৩ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৪০ জন, ঢাকা শিশু হাসপাতালে ১৪ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দুজন ও পিলখানায় তিনজন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। 

কীটতত্ত্ব বিশেষজ্ঞেরা বলছেন, আগামী দুই সপ্তাহ ডেঙ্গুর প্রকোপ বাড়বে। এ সময় মশক নিধন কার্যক্রম চলমান রাখতে হবে এবং ডেডিকেটড হাসপাতালগুলোকে উপযুক্ত চিকিৎসাবান্ধব হিসেবে তৈরি করতে হবে। 

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ডেঙ্গু চিকিৎসায় ডেডিকেটেড হাসপাতাল তৈরি করা হয়েছে। সেখানে সব ধরনের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। 

সারা দেশে, বিশেষ করে ঢাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ায় উদ্বেগ বাড়ছে নগরবাসীর মধ্যে। গত শনিবার শাহবাগে ১৭টি পরিবেশবাদী সংগঠন ডেঙ্গুর প্রকোপ রোধে মানববন্ধন করে। আর গত রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সামনে এডিসের লার্ভা নিয়ে উপস্থিত হয় নগরবাসী। ডেঙ্গুর প্রকোপ কমাতে সিটি করপোরেশন দায়িত্ব পালন করলেও তাদের ভূমিকা নিয়ে নগরবাসীর অভিযোগের শেষ নেই। তবে স্বাস্থ্য অধিদপ্তর ছয়টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত রেখেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত