নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরের পর প্রাপ্ত অর্থ শেয়ারবাজারে লগ্নি করেন। লাভের আশায় বিভিন্ন উৎস থেকে ঋণ করে মোট ২৫ লাখ টাকার শেয়ার কেনেন বীর মুক্তিযোদ্ধার সন্তান কাওছার আহমেদ। কিন্তু লাভের মুখ তো দেখেনইনি, উল্টো এখন ঋণের জালে দিশেহারা।
এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে অতিরিক্ত ঘুমে ওষুধ খেয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বসেছিলেন কাওছার। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে গণমাধ্যমকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে তাঁকে নিয়ে গেছেন।
কাওছার আহমেদ দাবি করেন, শেয়ারবাজারে বিনিয়োগ করে পথে বসে গেছেন। প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করে বলেন, ২০০৮ সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর নিয়ে পেনশনের সব অর্থ শেয়ার ব্যবসায় বিনিয়োগ করেন। স্বজনদের কাছ থেকে সমপরিমাণ টাকা ঋণ নিয়ে বিনিয়োগ করেন। সম্প্রতি শেয়ার মার্কেটে ২৫ লাখ টাকা খোয়ান। এ ছাড়া বিভিন্নজনের কাছ থেকে ধার নেওয়া ৪০ লাখ টাকার বিপরীতে প্রতি মাসে ৬০ হাজার টাকা করে সুদ দিতে হচ্ছে। সব মিলিয়ে শেয়ার মার্কেটে ৬৫ লাখ টাকা খুইয়ে দিশেহারা হয়ে পড়েছেন। শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। সব যন্ত্রণা থেকে মুক্তি পেতে ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন।
ঋণের বোঝা থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন তিনি। তাঁর কাছ থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশে হাতে লেখা একটি দীর্ঘ চিঠি উদ্ধার করা হয়েছে। চিঠিতে প্রধানমন্ত্রীকে ‘মা’ সম্বোধন করেছেন। একটি কপি তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ে জমা দিয়েছেন।
কাওছার আহমেদের বাড়ি কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায়।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে দায়িত্বরত শাহবাগ থানার পেট্রল ইন্সপেক্টর আবুল বাশার বলেন, ‘প্রেসক্লাব চত্বর থেকে অসুস্থ কাওছারের কাছ থেকে ১০ পাতার মতো ঘুমের ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাঁর শারীরিক ও মানসিক অসুস্থতা বিবেচনায় পুলিশভ্যানে করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখান থেকে পরিবারের সদস্যদের মাধ্যমে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
কাওছার আহমেদের মেয়ে তেজগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী জুঁথি আক্তার বলে, তারা দুই বোন, এক ভাই। ভাই চট্টগ্রাম মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন।
জুঁথি বলেন, ‘আমরা একটা সুখী পারবার ছিলাম। কিন্তু বাবা শেয়ার মার্কেট ব্যবসায় দেউলিয়া হওয়ায় স্বজনেরাও মুখ ফিরিয়ে নিয়েছে। একজন মুক্তিযোদ্ধার সন্তান সব খুইয়ে প্রায় প্রতিদিন মুঠো মুঠো ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন। দুশ্চিন্তায় ঘরে মা-ও অসুস্থ।’
বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরের পর প্রাপ্ত অর্থ শেয়ারবাজারে লগ্নি করেন। লাভের আশায় বিভিন্ন উৎস থেকে ঋণ করে মোট ২৫ লাখ টাকার শেয়ার কেনেন বীর মুক্তিযোদ্ধার সন্তান কাওছার আহমেদ। কিন্তু লাভের মুখ তো দেখেনইনি, উল্টো এখন ঋণের জালে দিশেহারা।
এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে অতিরিক্ত ঘুমে ওষুধ খেয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বসেছিলেন কাওছার। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে গণমাধ্যমকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে তাঁকে নিয়ে গেছেন।
কাওছার আহমেদ দাবি করেন, শেয়ারবাজারে বিনিয়োগ করে পথে বসে গেছেন। প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করে বলেন, ২০০৮ সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর নিয়ে পেনশনের সব অর্থ শেয়ার ব্যবসায় বিনিয়োগ করেন। স্বজনদের কাছ থেকে সমপরিমাণ টাকা ঋণ নিয়ে বিনিয়োগ করেন। সম্প্রতি শেয়ার মার্কেটে ২৫ লাখ টাকা খোয়ান। এ ছাড়া বিভিন্নজনের কাছ থেকে ধার নেওয়া ৪০ লাখ টাকার বিপরীতে প্রতি মাসে ৬০ হাজার টাকা করে সুদ দিতে হচ্ছে। সব মিলিয়ে শেয়ার মার্কেটে ৬৫ লাখ টাকা খুইয়ে দিশেহারা হয়ে পড়েছেন। শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। সব যন্ত্রণা থেকে মুক্তি পেতে ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন।
ঋণের বোঝা থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন তিনি। তাঁর কাছ থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশে হাতে লেখা একটি দীর্ঘ চিঠি উদ্ধার করা হয়েছে। চিঠিতে প্রধানমন্ত্রীকে ‘মা’ সম্বোধন করেছেন। একটি কপি তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ে জমা দিয়েছেন।
কাওছার আহমেদের বাড়ি কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায়।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে দায়িত্বরত শাহবাগ থানার পেট্রল ইন্সপেক্টর আবুল বাশার বলেন, ‘প্রেসক্লাব চত্বর থেকে অসুস্থ কাওছারের কাছ থেকে ১০ পাতার মতো ঘুমের ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাঁর শারীরিক ও মানসিক অসুস্থতা বিবেচনায় পুলিশভ্যানে করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখান থেকে পরিবারের সদস্যদের মাধ্যমে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
কাওছার আহমেদের মেয়ে তেজগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী জুঁথি আক্তার বলে, তারা দুই বোন, এক ভাই। ভাই চট্টগ্রাম মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন।
জুঁথি বলেন, ‘আমরা একটা সুখী পারবার ছিলাম। কিন্তু বাবা শেয়ার মার্কেট ব্যবসায় দেউলিয়া হওয়ায় স্বজনেরাও মুখ ফিরিয়ে নিয়েছে। একজন মুক্তিযোদ্ধার সন্তান সব খুইয়ে প্রায় প্রতিদিন মুঠো মুঠো ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন। দুশ্চিন্তায় ঘরে মা-ও অসুস্থ।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫