ঢাবি সংবাদদাতা
গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের পুনর্বাসন, ক্ষতিপূরণসহ বেশ কিছু দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ২টার পর শাহবাগ থেকে বাংলামোটর অভিমুখী সড়ক অবরোধ করে তারা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মনসুর বলেন, বেলা ২টার পর থেকে আহত ব্যক্তিরা এবং তাদের পরিবারের সদস্যরা বেশ কিছু দাবি নিয়ে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনে সড়কে অবস্থান করছে। মোড়ের অন্য লেনগুলো দিয়ে যান চলাচল করছে।
ওসি খালেদ মনসুর বলেন, ‘আমরা তাদের সড়ক ছাড়ার অনুরোধ করছি এবং বোঝানোর চেষ্টা করছি। কিন্তু তারা এখন পর্যন্ত সড়ক ছাড়েনি।’
আন্দোলনকারীরা আহতদের চিকিৎসার চিকিৎসাব্যবস্থা নিয়ে বলছেন, সরকার এ, বি এবং সি—এই তিনটি ক্যাটাগরি করে আহতদের চিকিৎসা দিচ্ছে। সি ক্যাটাগরিতে ‘এ’ এবং ‘বি’ এর মতো সুবিধা রাখা হয়নি।
আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে—আহতদের দুইটি ক্যাটাগরিতে বিবেচনা করতে হবে। ছাত্র আন্দোলনে যারা স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছে, তাদের মাসিক ২০ হাজার টাকা ভাতা, এককালীন ভাতা এবং পরিবারে দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি বা আধা সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
আহতদের মধ্যে যারা কিছুটা সুস্থ হয়ে গেছে এবং কর্মক্ষম আছে, তাদের মাসিক ১৫ হাজার টাকা এবং এককালীন ভাতার ব্যবস্থা এবং সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
তাদের দাবির মধ্যে আরও রয়েছে, গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করা। যেখানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনো হুমকি, হয়রানি বা হত্যাচেষ্টা হলে সর্বোচ্চ শাস্তির বিধান থাকতে হবে।
এ ছাড়া আহত ও শহীদ পরিবারের সদস্যদের মানসিক কাউন্সেলিং, হয়রানি প্রতিরোধ এবং সমস্যা সমাধানের জন্য টোল ফ্রি হটলাইন চালুর দাবিও জানায় আন্দোলনকারীরা।
গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের পুনর্বাসন, ক্ষতিপূরণসহ বেশ কিছু দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ২টার পর শাহবাগ থেকে বাংলামোটর অভিমুখী সড়ক অবরোধ করে তারা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মনসুর বলেন, বেলা ২টার পর থেকে আহত ব্যক্তিরা এবং তাদের পরিবারের সদস্যরা বেশ কিছু দাবি নিয়ে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনে সড়কে অবস্থান করছে। মোড়ের অন্য লেনগুলো দিয়ে যান চলাচল করছে।
ওসি খালেদ মনসুর বলেন, ‘আমরা তাদের সড়ক ছাড়ার অনুরোধ করছি এবং বোঝানোর চেষ্টা করছি। কিন্তু তারা এখন পর্যন্ত সড়ক ছাড়েনি।’
আন্দোলনকারীরা আহতদের চিকিৎসার চিকিৎসাব্যবস্থা নিয়ে বলছেন, সরকার এ, বি এবং সি—এই তিনটি ক্যাটাগরি করে আহতদের চিকিৎসা দিচ্ছে। সি ক্যাটাগরিতে ‘এ’ এবং ‘বি’ এর মতো সুবিধা রাখা হয়নি।
আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে—আহতদের দুইটি ক্যাটাগরিতে বিবেচনা করতে হবে। ছাত্র আন্দোলনে যারা স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছে, তাদের মাসিক ২০ হাজার টাকা ভাতা, এককালীন ভাতা এবং পরিবারে দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি বা আধা সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
আহতদের মধ্যে যারা কিছুটা সুস্থ হয়ে গেছে এবং কর্মক্ষম আছে, তাদের মাসিক ১৫ হাজার টাকা এবং এককালীন ভাতার ব্যবস্থা এবং সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
তাদের দাবির মধ্যে আরও রয়েছে, গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করা। যেখানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনো হুমকি, হয়রানি বা হত্যাচেষ্টা হলে সর্বোচ্চ শাস্তির বিধান থাকতে হবে।
এ ছাড়া আহত ও শহীদ পরিবারের সদস্যদের মানসিক কাউন্সেলিং, হয়রানি প্রতিরোধ এবং সমস্যা সমাধানের জন্য টোল ফ্রি হটলাইন চালুর দাবিও জানায় আন্দোলনকারীরা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৪ দিন আগে