নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালর আজ রোববার সকালে ভোট দিয়েছেন রাজধানীর হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে। এরপর তিনি আরও কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফিরে সাংবাদিকদের তিনি জানান, একটি প্রার্থীর পোলিং এজেন্ট ছাড়া বাকি প্রার্থীদের এজেন্ট দেখেননি।
সিইসি যে কেন্দ্রে ভোট দিয়েছেন, সেই কেন্দ্রের প্রসঙ্গ টেনে বলেন, ‘আসলে মনে হচ্ছে, প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ প্রার্থী যাঁরা, তাঁদের পোলিং এজেন্ট দেওয়ার সামর্থ্য নেই।’ পোলিং এজেন্ট কেন্দ্রে থাকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘আমরা খুব জোর দিয়ে বলেছিলাম, প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হতে হলে কেন্দ্রে অবশ্যই প্রত্যেক প্রার্থীর পোলিং এজেন্ট থাকতে হবে। আমি যেগুলো পেয়েছি, সবাই একই দলের। বাদবাকি প্রার্থীদের কোনো লোকজন দেখি নাই।’
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘মাত্র (ভোট) শুরু হয়েছে। ভোটার উপস্থিতি আশা করি আরও বাড়বে। প্রতিটি সেন্টারে আমি খোঁজ নিয়েছি। ভোট হয়েছে অল্প অল্প। কোথাও ২৫টি কোথাও ৪০টি।’
হরতাল-সহিংসতার কারণে ভোটে প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এটা আমি বলতে পারব না। আমরা শুধু ভোটটা ম্যানেজ করছি। ভোটাররা কীভাবে প্রতিক্রিয়া দেখাবেন, সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না।’
এর আগে হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে সিইসি সাংবাদিকদের বলেন, ‘মানুষের মধ্যে ভোট নিয়ে অনাস্থা কেটে যাক, সেটাই প্রত্যাশা। নির্বাচন কমিশনের কাজ ভোট আয়োজন করা। কে ভোট দিতে এল, কে এল না, তা দেখার নয়। সহিংসতার বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে।’ এ সময় তিনি ভোটের স্বচ্ছতা তুলে ধরার আহ্বান জানান গণমাধ্যমকর্মীদের প্রতি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালর আজ রোববার সকালে ভোট দিয়েছেন রাজধানীর হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে। এরপর তিনি আরও কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফিরে সাংবাদিকদের তিনি জানান, একটি প্রার্থীর পোলিং এজেন্ট ছাড়া বাকি প্রার্থীদের এজেন্ট দেখেননি।
সিইসি যে কেন্দ্রে ভোট দিয়েছেন, সেই কেন্দ্রের প্রসঙ্গ টেনে বলেন, ‘আসলে মনে হচ্ছে, প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ প্রার্থী যাঁরা, তাঁদের পোলিং এজেন্ট দেওয়ার সামর্থ্য নেই।’ পোলিং এজেন্ট কেন্দ্রে থাকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘আমরা খুব জোর দিয়ে বলেছিলাম, প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হতে হলে কেন্দ্রে অবশ্যই প্রত্যেক প্রার্থীর পোলিং এজেন্ট থাকতে হবে। আমি যেগুলো পেয়েছি, সবাই একই দলের। বাদবাকি প্রার্থীদের কোনো লোকজন দেখি নাই।’
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘মাত্র (ভোট) শুরু হয়েছে। ভোটার উপস্থিতি আশা করি আরও বাড়বে। প্রতিটি সেন্টারে আমি খোঁজ নিয়েছি। ভোট হয়েছে অল্প অল্প। কোথাও ২৫টি কোথাও ৪০টি।’
হরতাল-সহিংসতার কারণে ভোটে প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এটা আমি বলতে পারব না। আমরা শুধু ভোটটা ম্যানেজ করছি। ভোটাররা কীভাবে প্রতিক্রিয়া দেখাবেন, সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না।’
এর আগে হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে সিইসি সাংবাদিকদের বলেন, ‘মানুষের মধ্যে ভোট নিয়ে অনাস্থা কেটে যাক, সেটাই প্রত্যাশা। নির্বাচন কমিশনের কাজ ভোট আয়োজন করা। কে ভোট দিতে এল, কে এল না, তা দেখার নয়। সহিংসতার বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে।’ এ সময় তিনি ভোটের স্বচ্ছতা তুলে ধরার আহ্বান জানান গণমাধ্যমকর্মীদের প্রতি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫