নিজস্ব প্রতিবেদক
ঢাকা: অর্থ ও মানবপাচারের দায়ে কুয়েতের আদালতে দণ্ডপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের এমপি পদ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ এবং উপনির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এই খারিজ আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নওরোজ মো. রাসেল চৌধুরী আজকের পত্রিকাকে জানান, পাপুলের পক্ষে তাঁর বোন নুরুন্নাহার বেগমের করা এই রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান পাপুলের পক্ষে শুনানিতে অংশ নেন।
গত ২২ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের সদস্য পদ বাতিল করা হয়। সংসদ সচিবালয় এ সংক্রান্ত এই প্রজ্ঞাপন জারি করে। তার আগে লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে আগামী ২১ জুন ভোট গ্রহণের তারিখ ধার্য করে নির্বাচন কমিশন। দুটি প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে মার্চে রিট আবেদন করেন নুরুন্নাহার বেগম।
গত ২৮ জানুয়ারি কাজী শহিদ ইসলাম পাপুলকে অর্থ ও মানব পাচারের দায়ে চার বছরের সশ্রম কারাদণ্ড দেন কুয়েতের একটি আদালত। পাশাপাশি তাকে ১৯ লাখ কুয়েতের রিয়াল বা ৫৩ কোটি টাকা জরিমানাও করা হয়। স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে কোনো সংসদ সদস্যের বিদেশে গ্রেপ্তার ও দণ্ডিত হওয়ার পর পদ হারানোর ঘটনা এটাই প্রথম।
২০২০ সালের ৬ জুন রাতে কুয়েতের বাসা থেকে পাপুলকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁর বিচার হয়।
রিট আবেদনে বলা হয়, পাপুলের একটি আদালতে শাস্তি হয়েছে। কিন্তু উচ্চ আদালতে আপিল করা হয়েছে। শাস্তি বহাল নাও থাকতে পারে। তা ছাড়া এদেশে কোনো ফোজদারি আদালত তাঁকে শাস্তি দেননি। কাজেই সংসদ সদস্যপদ খারিজ হওয়ার প্রজ্ঞাপন আইনগতভাবে বৈধ নয়।
ঢাকা: অর্থ ও মানবপাচারের দায়ে কুয়েতের আদালতে দণ্ডপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের এমপি পদ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ এবং উপনির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এই খারিজ আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নওরোজ মো. রাসেল চৌধুরী আজকের পত্রিকাকে জানান, পাপুলের পক্ষে তাঁর বোন নুরুন্নাহার বেগমের করা এই রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান পাপুলের পক্ষে শুনানিতে অংশ নেন।
গত ২২ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের সদস্য পদ বাতিল করা হয়। সংসদ সচিবালয় এ সংক্রান্ত এই প্রজ্ঞাপন জারি করে। তার আগে লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে আগামী ২১ জুন ভোট গ্রহণের তারিখ ধার্য করে নির্বাচন কমিশন। দুটি প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে মার্চে রিট আবেদন করেন নুরুন্নাহার বেগম।
গত ২৮ জানুয়ারি কাজী শহিদ ইসলাম পাপুলকে অর্থ ও মানব পাচারের দায়ে চার বছরের সশ্রম কারাদণ্ড দেন কুয়েতের একটি আদালত। পাশাপাশি তাকে ১৯ লাখ কুয়েতের রিয়াল বা ৫৩ কোটি টাকা জরিমানাও করা হয়। স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে কোনো সংসদ সদস্যের বিদেশে গ্রেপ্তার ও দণ্ডিত হওয়ার পর পদ হারানোর ঘটনা এটাই প্রথম।
২০২০ সালের ৬ জুন রাতে কুয়েতের বাসা থেকে পাপুলকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁর বিচার হয়।
রিট আবেদনে বলা হয়, পাপুলের একটি আদালতে শাস্তি হয়েছে। কিন্তু উচ্চ আদালতে আপিল করা হয়েছে। শাস্তি বহাল নাও থাকতে পারে। তা ছাড়া এদেশে কোনো ফোজদারি আদালত তাঁকে শাস্তি দেননি। কাজেই সংসদ সদস্যপদ খারিজ হওয়ার প্রজ্ঞাপন আইনগতভাবে বৈধ নয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৩ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৩ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৩ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৩ দিন আগে