Ajker Patrika

যাত্রাবাড়ীতে যুবক নিহত: শেখ হাসিনাসহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যাত্রাবাড়ীতে যুবক নিহত: শেখ হাসিনাসহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় মো. শাওন তালুকদার (২১) নামে এক যুবক নিহত হন। সেই ঘটনায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালতে নিহতের খালাতো ভাই মো. আব্দুল হালিম এ মামলা করেন। 

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ ঘটনা নিয়ে আগে কোনো মামলা বা জিডি হয়েছে কিনা তা তদন্ত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেন। 

বাদীপক্ষের আইনজীবী জহিরুল হাসান মুকুল এসব তথ্য নিশ্চিত করেছেন। 

মামলায় অন্য যাদের আসামি করা হয়েছে তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন—সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি পুলিশ প্রধান হারুন অর রশিদ, সাবেক অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু প্রমুখ। এছাড়া অজ্ঞাতপরিচয় ২০০-৩০০ জন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীকে এতে আসামি করা হয়েছে। 

মামলায় বলা হয়েছে, গত ৫ আগস্ট দুপুর ২টা ৩০ মিনিটের দিকে নিজ কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন নিহত মো. শাওন তালুকদার। পথে যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী মাদ্রাসা রোড সুফিয়া প্লাজার সামনে গুলিবিদ্ধ হন তিনি। এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মামলায় অভিযোগ করা হয়েছে আরজিতে বর্ণিত আসামিদের নির্দেশে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এবং পুলিশ সদস্যরা পরিকল্পিতভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল-সমাবেশে গুলি চালায়। এই ঘটনায় শাওনসহ অনেকেই আহত ও নিহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত