Ajker Patrika

যাত্রীর জ্যাকেটের ভেতরে মিলল ২ কোটি টাকার স্বর্ণ

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিবেদক
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০২: ২৬
যাত্রীর জ্যাকেটের ভেতরে মিলল ২ কোটি টাকার স্বর্ণ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ রিপন নামের এক যাত্রীর কাছ থেকে ২ কোটি টাকা মূল্যের স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ। সৌদি এয়ারলাইনের এসভি-৮০৪ ফ্লাইটে ওই যাত্রী বুধবার রাত ১১টা ১২ মিনিটে দাম্মাম থেকে ঢাকায় আসেন। পরে রাত ১২টার দিকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে কাস্টমস। এ সময় তাঁর কাছ থেকে ২৫টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ২ কেজি ৯০০ গ্রাম। 

এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিমের উপ-কমিশনার (ডিসি) মো. সানোয়ারুল কবীর জানান, গোপন তথ্যের ভিত্তিতে রিপন নামের সৌদি ফেরত এক যাত্রীর কাছ থেকে ২ কোটি টাকা মূল্যের ২ কেজি ৯০০ গ্রাম ওজনের স্বর্ণ জব্দ করা হয়েছে। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করা হয়েছে। 

তিনি বলেন, আটককালে যাত্রীর হাতে থাকা হুডি জ্যাকেটের হাতা থেকে ২৫টি বারে এসব স্বর্ণ পাওয়া যায়। ওই যাত্রীর বাড়ি কুমিল্লা জেলায়। 

এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে শুল্ক আইন ও ফৌজদারি আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এই কাস্টমস কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত