Ajker Patrika

ঢাকা-আরিচা মহাসড়কে তল্লাশি, আটক অর্ধশতাধিক 

নিজস্ব প্রতিবেদক, সাভার
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১৪: ৩৮
ঢাকা-আরিচা মহাসড়কে তল্লাশি, আটক অর্ধশতাধিক 

ঢাকায় আজকের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ইসলামপুর ও সাভারের আমিনবাজারসহ বিরুলিয়া, জিরানি ও জিরাবোতে পুলিশের তল্লাশিচৌকি বসানো হয়েছে। দুপুর পর্যন্ত এসব তল্লাশিচৌকি থেকে জিজ্ঞাসাবাদের জন্য অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে জিজ্ঞাসাবাদে নাশকতার সঙ্গে জড়িত থাকার সংশ্লিষ্টতা না পাওয়া গেলে তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসব চৌকি থেকে যানবাহনগুলোতে তল্লাশি চালানো হচ্ছে।

শুক্রবার সকাল থেকে সরেজমিনে দেখা গেছে, আমিনবাজারে তল্লাশিচৌকি বসানো হয়েছে ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে। এই তল্লাশিচৌকিতে ঢাকাগামী যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ি থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেউ সন্তোষজনক উত্তর দিতে না পারলেই তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আমিনবাজার তল্লাশিচৌকি থেকে পুলিশ অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করে সাভার থানায় নিয়ে গেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিষয়ে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনে তল্লাশি পুলিশের নিয়মিত কাজ। তবে আজ দুই দলের কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য তল্লাশি জোরদার করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত