নিজস্ব প্রতিবেদক
ঢাকা: এক সপ্তাহ আগেও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে শয্যা খালি না থাকায় রোগী ফেরত দিতে হয়েছে। তবে এখন রোগীর চাপ কমেছে। তিন ভাগের একভাগেরও বেশি শয্যা খালি রয়েছে। ফলে রোগী ভর্তি করাতে আর সমস্যা হচ্ছে না।
আজ বুধবার সরেজমিনে করোনা ইউনিটে গিয়ে দেখা যায়, রোগীর চাপ নেই। অনেক শয্যা খালি। তবে খোঁজ নিয়ে জানা যায়, খালি নেই নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) কোনো শয্যা। সেখানে শয্যা পেতে এখনো অপেক্ষমাণ থাকতে হচ্ছে দীর্ঘ সময়।
হাসপাতালের টিকিট কাউন্টার থেকে জানা যায়, আজ সারাদিনে ১০ জন করোনা রোগী ভর্তি হয়েছে। যেখানে এক সপ্তাহ আগেও ৩০ থেকে ৩৫ জন রোগী থাকতো।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, করোনা ইউনিটে অনেক শয্যা খালি আছে। মৃত্যুর সংখ্যাও অনেক কমেছে।
সরকারের পক্ষ থেকে লকডাউন দেওয়াতে আক্রান্তের সংখ্যা কমেছে উল্লেখ করে নাজমু্ল হক বলেন, ঘরের বাইরে, শপিংমলে ভিড় না করলে সংক্রমণ আরো কমে যাবে। সীমিত আকারে সবকিছু চলছে। খুব প্রয়োজন না হলে মার্কেটে যাবেন না।
হাসপাতালের করোনা ইউনিটের বর্তমান পরিস্থিতি জানতে চাইলে নাজমুল হক বলেন, আমাদের হাসপাতালে কোভিড রোগীদের জন্য মোট ৮০০ শয্যা রয়েছে। যেখানে বর্তমানে রোগী ভর্তি আছে ৫১২ জন। উন্নত চিকিৎসার জন্য রয়েছে ২০টি আইসিইউ ও ৪০টি হাইডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিউ)।
যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুতি রয়েছে উল্লেখ করে ঢামেক হাসপাতালের পরিচালক বলেন, আমাদের পর্যাপ্ত পরিমানে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা রয়েছে যা দিয়ে অনেক আইসিইউ রোগীকে সাপোর্ট দেওয়া হচ্ছে। ফ্রি শয্যা ও কোভিড–১৯–এর কারণে হাসপাতালে আইসিইউের চাহিদাও বেড়েছে। এ কারণে এখানে শয্যা খালি পেতে অপেক্ষা করতে হচ্ছে।
ঢাকা: এক সপ্তাহ আগেও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে শয্যা খালি না থাকায় রোগী ফেরত দিতে হয়েছে। তবে এখন রোগীর চাপ কমেছে। তিন ভাগের একভাগেরও বেশি শয্যা খালি রয়েছে। ফলে রোগী ভর্তি করাতে আর সমস্যা হচ্ছে না।
আজ বুধবার সরেজমিনে করোনা ইউনিটে গিয়ে দেখা যায়, রোগীর চাপ নেই। অনেক শয্যা খালি। তবে খোঁজ নিয়ে জানা যায়, খালি নেই নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) কোনো শয্যা। সেখানে শয্যা পেতে এখনো অপেক্ষমাণ থাকতে হচ্ছে দীর্ঘ সময়।
হাসপাতালের টিকিট কাউন্টার থেকে জানা যায়, আজ সারাদিনে ১০ জন করোনা রোগী ভর্তি হয়েছে। যেখানে এক সপ্তাহ আগেও ৩০ থেকে ৩৫ জন রোগী থাকতো।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, করোনা ইউনিটে অনেক শয্যা খালি আছে। মৃত্যুর সংখ্যাও অনেক কমেছে।
সরকারের পক্ষ থেকে লকডাউন দেওয়াতে আক্রান্তের সংখ্যা কমেছে উল্লেখ করে নাজমু্ল হক বলেন, ঘরের বাইরে, শপিংমলে ভিড় না করলে সংক্রমণ আরো কমে যাবে। সীমিত আকারে সবকিছু চলছে। খুব প্রয়োজন না হলে মার্কেটে যাবেন না।
হাসপাতালের করোনা ইউনিটের বর্তমান পরিস্থিতি জানতে চাইলে নাজমুল হক বলেন, আমাদের হাসপাতালে কোভিড রোগীদের জন্য মোট ৮০০ শয্যা রয়েছে। যেখানে বর্তমানে রোগী ভর্তি আছে ৫১২ জন। উন্নত চিকিৎসার জন্য রয়েছে ২০টি আইসিইউ ও ৪০টি হাইডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিউ)।
যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুতি রয়েছে উল্লেখ করে ঢামেক হাসপাতালের পরিচালক বলেন, আমাদের পর্যাপ্ত পরিমানে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা রয়েছে যা দিয়ে অনেক আইসিইউ রোগীকে সাপোর্ট দেওয়া হচ্ছে। ফ্রি শয্যা ও কোভিড–১৯–এর কারণে হাসপাতালে আইসিইউের চাহিদাও বেড়েছে। এ কারণে এখানে শয্যা খালি পেতে অপেক্ষা করতে হচ্ছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২১ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২১ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২১ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২১ দিন আগে