নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসন্ন রমজান মাসে কম দামে মাছ, গরু, খাসি, মুরগির মাংস, দুধ এবং ডিম সুলভ মূল্যে সরবরাহ করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আজ রোববার রাজধানীর খামারবাড়িতে প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।
কম দামে পাওয়া যাবে যেসব পণ্য:
এ কর্মসূচির আওতায় তরল দুধ প্রতি লিটার ৮০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৬০০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৯০০ টাকা, ড্রেসড ব্রয়লার প্রতি কেজি ২৫০ টাকা এবং ডিম প্রতিটি ৯.১৭ টাকা (১ ডজন ১১০ টাকা) দরে বিক্রয় করা হবে।
এ ছাড়া মৎস্য অধিদপ্তরের উদ্যোগে রুই মাছ ১৪০ টাকা, পাঙাশ ১৩০ টাকা, তেলাপিয়া ১৩০ টাকা, পাবদা ৩৩০ টাকা, ফিশ ফিলেট (রেডি টু কুক) ৩৫০ টাকা কেজি দরে ঢাকা মহানগরের আটটি স্থানে পাওয়া যাবে।
রমজানের প্রথম দিন থেকে শুরু হয়ে ২৮ রমজান পর্যন্ত এই ভ্রাম্যমাণ বিপণনব্যবস্থা রাজধানী ঢাকার ২৫টি স্থানে পরিচালিত হবে। এ ছাড়া স্থায়ী বাজারে আরও পাঁচটি স্থানসহ মোট ৩০টি পয়েন্টে এই বিক্রয় ব্যবস্থা চালু থাকবে।
ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রগুলো হলো:
(১) নতুনবাজার (বাড্ডা)
(২) কড়াইল বস্তি (বনানী)
(৩) খামারবাড়ী (ফার্মগেট)
(৪) আজিমপুর মাতৃসদন (আজিমপুর)
(৫) গাবতলী
(৬) দিয়াবাড়ী (উত্তরা)
(৭) জাপান গার্ডেন সিটি (মোহাম্মদপুর)
(৮) ষাট ফুট রোড (মিরপুর)
(৯) খিলগাঁও (রেল ক্রসিংয়ের দক্ষিণে)
(১০) সচিবালয়ের পাশে (আব্দুল গনি রোড)
(১১) সেগুন বাগিচা (কাঁচাবাজার)
(১২) আরামবাগ (মতিঝিল)
(১৩) রামপুরা
(১৪) কালশি (মিরপুর)
(১৫) যাত্রাবাড়ী (মানিকনগর গলির মুখে)
(১৬) বসিলা (মোহাম্মদপুর)
(১৭) হাজারীবাগ (সেকশন)
(১৮) লুকাস (নাখালপাড়া)
(১৯) আরামবাগ (মতিঝিল)
(২০) কামরাঙ্গীরচর চর
(২১) মিরপুর ১০
(২২) কল্যাণপুর (ঝিলপাড়া)
(২৩) তেজগাঁও
(২৪) পুরান ঢাকা (বঙ্গবাজার)
(২৫) কাকরাইল।
স্থায়ী বাজারঃ
(১) মিরপুর শাহ আলী বাজার
(২) মোহাম্মদপুর কৃষি মার্কেট
(৩) নতুন বাজার (১০০ ফুট)
(৪) কমলাপুর
(৫) কাজি আলাউদ্দিন রোড (আনন্দবাজার)।
মাছ পাওয়া যাবে যে ৮টি স্থানে:
ফার্মগেট (বঙ্গবন্ধু চত্বর)
মিরপুর-১ (ইদগাহ মাঠ)
সেগুনবাগিচা বাজার
মেরুল বাড্ডা বাজার
মুগদাপাড়া (মদিনাবাগ বাজার)
যাত্রাবাড়ী (দয়াল ভরসা মার্কেট)
মতিঝিল (বাংলাদেশ ব্যাংকের পাশে) এবং পলাশী মোড়।
প্রাণীজাত পণ্যগুলো বিক্রয়ের জন্য সুসজ্জিত পিকআপ কুলভ্যান ব্যবহার করা হবে। প্রতিটি বিক্রয় কেন্দ্রে সকাল ৯টার মধ্যে প্রাণীজাত পণ্য নিয়ে কুল ভ্যানগুলো পৌঁছে যাবে এবং সকাল ১০টা থেকে বিক্রয় শুরু হবে।
আসন্ন রমজান মাসে কম দামে মাছ, গরু, খাসি, মুরগির মাংস, দুধ এবং ডিম সুলভ মূল্যে সরবরাহ করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আজ রোববার রাজধানীর খামারবাড়িতে প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।
কম দামে পাওয়া যাবে যেসব পণ্য:
এ কর্মসূচির আওতায় তরল দুধ প্রতি লিটার ৮০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৬০০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৯০০ টাকা, ড্রেসড ব্রয়লার প্রতি কেজি ২৫০ টাকা এবং ডিম প্রতিটি ৯.১৭ টাকা (১ ডজন ১১০ টাকা) দরে বিক্রয় করা হবে।
এ ছাড়া মৎস্য অধিদপ্তরের উদ্যোগে রুই মাছ ১৪০ টাকা, পাঙাশ ১৩০ টাকা, তেলাপিয়া ১৩০ টাকা, পাবদা ৩৩০ টাকা, ফিশ ফিলেট (রেডি টু কুক) ৩৫০ টাকা কেজি দরে ঢাকা মহানগরের আটটি স্থানে পাওয়া যাবে।
রমজানের প্রথম দিন থেকে শুরু হয়ে ২৮ রমজান পর্যন্ত এই ভ্রাম্যমাণ বিপণনব্যবস্থা রাজধানী ঢাকার ২৫টি স্থানে পরিচালিত হবে। এ ছাড়া স্থায়ী বাজারে আরও পাঁচটি স্থানসহ মোট ৩০টি পয়েন্টে এই বিক্রয় ব্যবস্থা চালু থাকবে।
ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রগুলো হলো:
(১) নতুনবাজার (বাড্ডা)
(২) কড়াইল বস্তি (বনানী)
(৩) খামারবাড়ী (ফার্মগেট)
(৪) আজিমপুর মাতৃসদন (আজিমপুর)
(৫) গাবতলী
(৬) দিয়াবাড়ী (উত্তরা)
(৭) জাপান গার্ডেন সিটি (মোহাম্মদপুর)
(৮) ষাট ফুট রোড (মিরপুর)
(৯) খিলগাঁও (রেল ক্রসিংয়ের দক্ষিণে)
(১০) সচিবালয়ের পাশে (আব্দুল গনি রোড)
(১১) সেগুন বাগিচা (কাঁচাবাজার)
(১২) আরামবাগ (মতিঝিল)
(১৩) রামপুরা
(১৪) কালশি (মিরপুর)
(১৫) যাত্রাবাড়ী (মানিকনগর গলির মুখে)
(১৬) বসিলা (মোহাম্মদপুর)
(১৭) হাজারীবাগ (সেকশন)
(১৮) লুকাস (নাখালপাড়া)
(১৯) আরামবাগ (মতিঝিল)
(২০) কামরাঙ্গীরচর চর
(২১) মিরপুর ১০
(২২) কল্যাণপুর (ঝিলপাড়া)
(২৩) তেজগাঁও
(২৪) পুরান ঢাকা (বঙ্গবাজার)
(২৫) কাকরাইল।
স্থায়ী বাজারঃ
(১) মিরপুর শাহ আলী বাজার
(২) মোহাম্মদপুর কৃষি মার্কেট
(৩) নতুন বাজার (১০০ ফুট)
(৪) কমলাপুর
(৫) কাজি আলাউদ্দিন রোড (আনন্দবাজার)।
মাছ পাওয়া যাবে যে ৮টি স্থানে:
ফার্মগেট (বঙ্গবন্ধু চত্বর)
মিরপুর-১ (ইদগাহ মাঠ)
সেগুনবাগিচা বাজার
মেরুল বাড্ডা বাজার
মুগদাপাড়া (মদিনাবাগ বাজার)
যাত্রাবাড়ী (দয়াল ভরসা মার্কেট)
মতিঝিল (বাংলাদেশ ব্যাংকের পাশে) এবং পলাশী মোড়।
প্রাণীজাত পণ্যগুলো বিক্রয়ের জন্য সুসজ্জিত পিকআপ কুলভ্যান ব্যবহার করা হবে। প্রতিটি বিক্রয় কেন্দ্রে সকাল ৯টার মধ্যে প্রাণীজাত পণ্য নিয়ে কুল ভ্যানগুলো পৌঁছে যাবে এবং সকাল ১০টা থেকে বিক্রয় শুরু হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫