নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমআরটি লাইন-৬-এর ওপর দিয়ে ৫১টি ভবনে টানা হয়েছে ইন্টারনেট ও ডিশের তার। মেট্রোরেলের রুটের অ্যালাইনমেন্টের ভায়াডাক্ট ও ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর দিয়ে অতিক্রম করা এসব তার ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের জন্য চিঠি দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। তবে সেই চিঠি এখনো হাতে পায়নি ইন্টারনেট ও কেব্ল অপারেটররা। চিঠি হাতে না পেলেও কাজ শুরু করেছেন তাঁরা।
আজ শনিবার কেব্ল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এ বি এম সাইফুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, তাঁদের যাঁরা সদস্য আছেন তাঁদের বলা হয়েছে। যদি কারও তার থাকে, তবে সেটি যেন সরিয়ে নেন। না হলে যে আইনগত ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে। এর দায়ভার অ্যাসোসিয়েশন নিতে পারবে না।
সাইফুল হোসেন বলেন, তাঁদের অপারেটররা বেশির ভাগ তার সরিয়ে নিয়েছেন। এখন যে তার আছে সেগুলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. ইমদাদুল হক বলেন, তারা গণমাধ্যমের মাধ্যমে চিঠি সম্পর্কে জেনেছেন। এখনো চিঠি হাতে পাননি।
ইমদাদুল হক বলেন, তাঁদের এই ব্যাপারে কোনো দ্বিমত নেই যে তাঁরা তার সরাবেন না। যেহেতু তারা (এমআরটি-৬) বলেছে সেই পরিপ্রেক্ষিতে কাজ শুরু করা হয়েছে। সদস্যদের জানানো হয়েছে, কারও এমন তার থাকলে তা সরিয়ে নিতে। তবে সময় আর একটু বেশি লাগবে।
ইমদাদুল হক বলেন, ১০ থেকে ১৫টি ভবনে তাঁদের তার থাকতে পারে। ২৪ ঘণ্টায় এটা সম্ভব না। শুক্র ও শনিবার এমনিতে বন্ধ। পাশাপাশি কিছু বিষয় আছে। ইচ্ছা করলেই আন্ডারগ্রাউন্ড কেব্ল পাওয়া যাবে না। বিকল্পব্যবস্থায় ওভারহেড কেব্ল দিয়ে সরিয়ে নিতে হবে। সেই প্রক্রিয়া চলছে।
সময়ের ব্যাপারে মেট্রোরেল কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে কি না—এমন প্রশ্নে ইমদাদুল হক বলেন, ‘শুক্রবার রাতেই জানতে পেরেছি। ফরমাল যে চিঠি পাঠিয়েছে, সেটি আমাদের হাতে এখনো পৌঁছায়নি। মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। এরপরেই কাজ শুরু হয়েছে। আমাদের পক্ষ থেকে কাল (রোববার) তাঁদের জানানো হবে।’
এর আগে ২৮ মার্চ বৃহস্পতিবার এই বিষয়ে কেব্ল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এ বি এম সাইফুল হোসেন ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. ইমদাদুল হক বরাবর চিঠি দেয় এমআরটি-৬-এর প্রকল্প পরিচালক মো. আফতাব উদ্দিন তালুকদার।
চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক সমীক্ষায় দেখা গেছে, ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬-এর রুট অ্যালাইনমেন্টের ভায়াডাক্ট ও ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর দিয়ে ৫১টি ভবনে ইন্টারনেট ও ডিশের তার টানা হয়েছে। এসব তার যেকোনো মুহূর্তে ছিঁড়ে মেট্রোরেলের ভায়াডাক্ট ও ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর পড়ে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। আসন্ন বর্ষা মৌসুমে এ ধরনের দুর্ঘটনার আশঙ্কা আরও বেশি। এমআরটি লাইন-৬-এর ডিপো এলাকা, স্টেশন, রুট অ্যালাইনমেন্ট এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই)।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমআরটি লাইন-৬-এর ওপর দিয়ে ৫১টি ভবনে টানা হয়েছে ইন্টারনেট ও ডিশের তার। মেট্রোরেলের রুটের অ্যালাইনমেন্টের ভায়াডাক্ট ও ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর দিয়ে অতিক্রম করা এসব তার ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের জন্য চিঠি দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। তবে সেই চিঠি এখনো হাতে পায়নি ইন্টারনেট ও কেব্ল অপারেটররা। চিঠি হাতে না পেলেও কাজ শুরু করেছেন তাঁরা।
আজ শনিবার কেব্ল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এ বি এম সাইফুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, তাঁদের যাঁরা সদস্য আছেন তাঁদের বলা হয়েছে। যদি কারও তার থাকে, তবে সেটি যেন সরিয়ে নেন। না হলে যে আইনগত ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে। এর দায়ভার অ্যাসোসিয়েশন নিতে পারবে না।
সাইফুল হোসেন বলেন, তাঁদের অপারেটররা বেশির ভাগ তার সরিয়ে নিয়েছেন। এখন যে তার আছে সেগুলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. ইমদাদুল হক বলেন, তারা গণমাধ্যমের মাধ্যমে চিঠি সম্পর্কে জেনেছেন। এখনো চিঠি হাতে পাননি।
ইমদাদুল হক বলেন, তাঁদের এই ব্যাপারে কোনো দ্বিমত নেই যে তাঁরা তার সরাবেন না। যেহেতু তারা (এমআরটি-৬) বলেছে সেই পরিপ্রেক্ষিতে কাজ শুরু করা হয়েছে। সদস্যদের জানানো হয়েছে, কারও এমন তার থাকলে তা সরিয়ে নিতে। তবে সময় আর একটু বেশি লাগবে।
ইমদাদুল হক বলেন, ১০ থেকে ১৫টি ভবনে তাঁদের তার থাকতে পারে। ২৪ ঘণ্টায় এটা সম্ভব না। শুক্র ও শনিবার এমনিতে বন্ধ। পাশাপাশি কিছু বিষয় আছে। ইচ্ছা করলেই আন্ডারগ্রাউন্ড কেব্ল পাওয়া যাবে না। বিকল্পব্যবস্থায় ওভারহেড কেব্ল দিয়ে সরিয়ে নিতে হবে। সেই প্রক্রিয়া চলছে।
সময়ের ব্যাপারে মেট্রোরেল কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে কি না—এমন প্রশ্নে ইমদাদুল হক বলেন, ‘শুক্রবার রাতেই জানতে পেরেছি। ফরমাল যে চিঠি পাঠিয়েছে, সেটি আমাদের হাতে এখনো পৌঁছায়নি। মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। এরপরেই কাজ শুরু হয়েছে। আমাদের পক্ষ থেকে কাল (রোববার) তাঁদের জানানো হবে।’
এর আগে ২৮ মার্চ বৃহস্পতিবার এই বিষয়ে কেব্ল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এ বি এম সাইফুল হোসেন ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. ইমদাদুল হক বরাবর চিঠি দেয় এমআরটি-৬-এর প্রকল্প পরিচালক মো. আফতাব উদ্দিন তালুকদার।
চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক সমীক্ষায় দেখা গেছে, ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬-এর রুট অ্যালাইনমেন্টের ভায়াডাক্ট ও ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর দিয়ে ৫১টি ভবনে ইন্টারনেট ও ডিশের তার টানা হয়েছে। এসব তার যেকোনো মুহূর্তে ছিঁড়ে মেট্রোরেলের ভায়াডাক্ট ও ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর পড়ে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। আসন্ন বর্ষা মৌসুমে এ ধরনের দুর্ঘটনার আশঙ্কা আরও বেশি। এমআরটি লাইন-৬-এর ডিপো এলাকা, স্টেশন, রুট অ্যালাইনমেন্ট এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই)।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৫ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৫ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৫ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৫ দিন আগে