নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোরবানির ঈদের তিন দিনের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকা থেকে প্রায় ৫২ হাজার টন বর্জ্য অপসারণ করা হয়েছে। গতকাল সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করলেও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আরও দুই দিন এ কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
গত শনিবার (৭ জুন) ঈদের দিন সকালে নামাজের পরপরই রাজধানীর অলিতে-গলিতে কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুতের কাজ শুরু হয়। দুপুরের আগেই রাস্তায় জমা পশুবর্জ্য অপসারণে মাঠে নামেন দুই সিটি করপোরেশনের কর্মীরা। ঈদের দ্বিতীয় দিন রোববার এবং তৃতীয় দিন সোমবারও ঢাকার বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাই করা হয়েছে।
জানা গেছে, ঢাকার দুই সিটি করপোরেশনে এবার পশু কোরবানি হয়েছে ৬ লাখ ৩২ হাজার ৮৩৪টি। এর মধ্যে উত্তর সিটিতে ৪ লাখ ৬৬ হাজার ৮০টি এবং দক্ষিণ সিটিতে ১ লাখ ৬৬ হাজার ৭৫৪টি পশু কোরবানি হয়েছে।
দক্ষিণে বর্জ্য অপসারণ সমাপ্তি ঘোষণা
ঈদের তৃতীয় দিন গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ সমাপ্তি ঘোষণা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকেলে রাজধানীর ওয়াসা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য অপসারণের কর্মযজ্ঞের সমাপ্তি ঘোষণা করেছেন প্রশাসক মো. শাহজাহান মিয়া।
ডিএনসিসি প্রশাসক বলেন, পবিত্র ঈদুল আজহার প্রথম ও দ্বিতীয় দিনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৭৫টি ওয়ার্ড থেকে শতভাগ কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। তৃতীয় দিন পর্যন্ত মোট ৩১ হাজার ২২৬ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে। এ বছর বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা ছিল ৩০ হাজার মেট্রিকটন। অর্থাৎ লক্ষ্যমাত্রার অধিক বর্জ্য নির্ধারিত সময়ের আগেই অপসারণ করা সম্ভব হয়েছে।
শাহজাহান মিয়া আরও বলেন, ডিএসসিসির অস্থায়ী ইজারাকৃত ৮টি পশুর হাটের মধ্যে ৮টি হাটের বাঁশের খুঁটি, ভাসমান ও উড়ন্ত ময়লা অপসারণ করা হয়েছে। হাটের সামগ্রিক বর্জ্য অপসারণ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে আশা করা যায় দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে।
উত্তরে চলছে বর্জ্য অপসারণ
ঈদুল আজহার তিন দিনে ২০ হাজার ৮৮৯ টন কোরবানির পশু বর্জ্য অপসারণের পর, আরও দুই দিন এ কাজ চালিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল সোমবার ডিএনসিসি নগর ভবনে আয়োজিত কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ক সংবাদ সম্মেলনে প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, সোমবার ঈদুল আজহার তৃতীয় দিনে কোরবানির বর্জ্য অপসারণের কাজ শেষ করার পরিকল্পনা থাকলেও তা মঙ্গল ও বুধবার পর্যন্ত চলমান থাকবে।
ডিএনসিসি প্রশাসক আরও বলেন, ‘প্রথম দিনের আগে আমরা এস্টিমেট (ধারণা) করেছিলাম এবার প্রায় ২০ হাজার টন ময়লা উৎপাদন করা হবে। সোমবার পর্যন্ত ২০ হাজার ৮৮৯ টন বর্জ্য উৎপাদিত হয়েছে, যেটা আমরা কালেক্ট করতে পেরেছি এবং ল্যান্ডফিলে ডাম্প করতে পেরেছি।’
আজ মঙ্গলবার পর্যন্ত বর্জ্য অপসারণের হালনাগাদ তথ্য জানতে চাইলে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এ বি এম সামসুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ডিএনসিসির বিভিন্ন এলাকায় বর্জ্য অপসারণের কাজ চলছে। গতকাল সোমবার সংবাদ সম্মেলনে বর্জ্য অপসারণের পরিসংখ্যান দেওয়া হয়েছে, আজকে নতুন করে পরিসংখ্যান দিতে চাই না।’
কোরবানির ঈদের তিন দিনের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকা থেকে প্রায় ৫২ হাজার টন বর্জ্য অপসারণ করা হয়েছে। গতকাল সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করলেও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আরও দুই দিন এ কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
গত শনিবার (৭ জুন) ঈদের দিন সকালে নামাজের পরপরই রাজধানীর অলিতে-গলিতে কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুতের কাজ শুরু হয়। দুপুরের আগেই রাস্তায় জমা পশুবর্জ্য অপসারণে মাঠে নামেন দুই সিটি করপোরেশনের কর্মীরা। ঈদের দ্বিতীয় দিন রোববার এবং তৃতীয় দিন সোমবারও ঢাকার বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাই করা হয়েছে।
জানা গেছে, ঢাকার দুই সিটি করপোরেশনে এবার পশু কোরবানি হয়েছে ৬ লাখ ৩২ হাজার ৮৩৪টি। এর মধ্যে উত্তর সিটিতে ৪ লাখ ৬৬ হাজার ৮০টি এবং দক্ষিণ সিটিতে ১ লাখ ৬৬ হাজার ৭৫৪টি পশু কোরবানি হয়েছে।
দক্ষিণে বর্জ্য অপসারণ সমাপ্তি ঘোষণা
ঈদের তৃতীয় দিন গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ সমাপ্তি ঘোষণা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকেলে রাজধানীর ওয়াসা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য অপসারণের কর্মযজ্ঞের সমাপ্তি ঘোষণা করেছেন প্রশাসক মো. শাহজাহান মিয়া।
ডিএনসিসি প্রশাসক বলেন, পবিত্র ঈদুল আজহার প্রথম ও দ্বিতীয় দিনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৭৫টি ওয়ার্ড থেকে শতভাগ কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। তৃতীয় দিন পর্যন্ত মোট ৩১ হাজার ২২৬ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে। এ বছর বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা ছিল ৩০ হাজার মেট্রিকটন। অর্থাৎ লক্ষ্যমাত্রার অধিক বর্জ্য নির্ধারিত সময়ের আগেই অপসারণ করা সম্ভব হয়েছে।
শাহজাহান মিয়া আরও বলেন, ডিএসসিসির অস্থায়ী ইজারাকৃত ৮টি পশুর হাটের মধ্যে ৮টি হাটের বাঁশের খুঁটি, ভাসমান ও উড়ন্ত ময়লা অপসারণ করা হয়েছে। হাটের সামগ্রিক বর্জ্য অপসারণ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে আশা করা যায় দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে।
উত্তরে চলছে বর্জ্য অপসারণ
ঈদুল আজহার তিন দিনে ২০ হাজার ৮৮৯ টন কোরবানির পশু বর্জ্য অপসারণের পর, আরও দুই দিন এ কাজ চালিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল সোমবার ডিএনসিসি নগর ভবনে আয়োজিত কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ক সংবাদ সম্মেলনে প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, সোমবার ঈদুল আজহার তৃতীয় দিনে কোরবানির বর্জ্য অপসারণের কাজ শেষ করার পরিকল্পনা থাকলেও তা মঙ্গল ও বুধবার পর্যন্ত চলমান থাকবে।
ডিএনসিসি প্রশাসক আরও বলেন, ‘প্রথম দিনের আগে আমরা এস্টিমেট (ধারণা) করেছিলাম এবার প্রায় ২০ হাজার টন ময়লা উৎপাদন করা হবে। সোমবার পর্যন্ত ২০ হাজার ৮৮৯ টন বর্জ্য উৎপাদিত হয়েছে, যেটা আমরা কালেক্ট করতে পেরেছি এবং ল্যান্ডফিলে ডাম্প করতে পেরেছি।’
আজ মঙ্গলবার পর্যন্ত বর্জ্য অপসারণের হালনাগাদ তথ্য জানতে চাইলে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এ বি এম সামসুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ডিএনসিসির বিভিন্ন এলাকায় বর্জ্য অপসারণের কাজ চলছে। গতকাল সোমবার সংবাদ সম্মেলনে বর্জ্য অপসারণের পরিসংখ্যান দেওয়া হয়েছে, আজকে নতুন করে পরিসংখ্যান দিতে চাই না।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে