নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর হলিক্রস কলেজের নবম শ্রেণির ছাত্রী পারপিতা ফাইহার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রনালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)।
আজ বুধবার আজকের পত্রিকা এ তথ্য নিশ্চিত করেন ডিআইএ পরিচালক অধ্যাপক অলিউল্লাহ্ মো. আজমতগীর। তিনি বলেন, হলিক্রস কলেজের এক শিক্ষার্থীর (পারপিতা ফাইহা) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ডিআইএর উপ-পরিচালক ড. রেহানা খাতুনকে প্রধান করে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির আরেক সদস্য শিক্ষা পরিদর্শক মো. দেলোয়ার হোসেন। কমিটি আজ থেকেই কাজ শুরু করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পারপিতার একাধিক সহপাঠী অভিযোগ করেন উচ্চতর গণিতে ফেল করার অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে পারপিতা। তারা বলেন, এ বছর প্রথম সাময়িকী পরীক্ষায় উচ্চতর গণিতে সি ও ডি শাখার ১০২ জনের মধ্যে ৩৫ জন ফেল করেছে। আর দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ফেল করেছে ৫৫ জন। দুই পরীক্ষায়ই পারপিতা ফেল করে। কারণ সে গণিত শিক্ষক শোভন রোজারিও-এর কাছে প্রাইভেট পড়েনি।
এ অভিযোগ সর্ম্পকে বক্তব্য জানতে একাধিকবার শোভন রোজারিওকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
এ ঘটনায় বুধবার সকালে কলেজ কৃর্তপক্ষের কাছে আনুষ্ঠানিক বক্তব্য জানতে চান কয়েকজন অভিভাবক। এরপর অধ্যক্ষের পক্ষে বিষয়টি নিয়ে গণমাধ্যম কর্মী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন সিনিয়র শিক্ষক শিখা রায়। তিনি পারপিতা ফাইহার মৃত্যুর ঘটনায় গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন সঠিক নয় বলে দাবি করেন। তিনি বলেন, গণমাধ্যমে বলা হচ্ছে ফাইহা নবম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছিল। যা সঠিক নয়। সে হলিক্রস কলেজে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। ৭ম শ্রেণির পরীক্ষায় সে ২৭ তম স্থান অর্জন করে। এরপর করোনার কারণে আমরা সব পরীক্ষা নেইনি। অষ্টম শ্রেণিতে সে পরীক্ষায় ৩২ তম স্থান করে। সে প্রথম স্থানে কখনোই আসেনি। যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক।
পরীক্ষায় ফেলের অপমান সইতে না পেরে পারপিতা ছাদ থেকে লাফ দিয়েছে বলে যে অভিযোগ উঠেছে এ প্রসঙ্গে তিনি বলেন, যে অভিযোগটি উঠেছে তা খতিয়ে দেখা হবে। আমাদের প্রশাসন অনেক স্বচ্ছ। অভিভাবকেরা চাইলেই শিক্ষক ও প্রধান শিক্ষকের সঙ্গে সহজেই দেখা করতে পারেন। তারপরও আমরা অভিযোগটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি। তদন্ত করে অভিযোগ প্রমানিত হলে তারা ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান। তিনি বলেন, ওই ছাত্রীর পরিবার মরদেহ দাফন করতে গ্রামের বাড়ি নোয়াখালী গেছে। ফিরে আসলে হয়তো মামলা হতে পারে।
এরআগে গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে রাজধানীর তেজগাঁও রেলস্টেশন রোডের নন্দন রোকেয়া নামের ১২ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে নবম শ্রেণির ছাত্রী পারপিতা ফাইহা (১৪)। পরে স্থানীয়রা ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। অভিযোগ উঠে পরীক্ষায় ফেলের অপমান সইতে না পেরে সে এমন ঘটনা ঘটিয়েছে।
রাজধানীর হলিক্রস কলেজের নবম শ্রেণির ছাত্রী পারপিতা ফাইহার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রনালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)।
আজ বুধবার আজকের পত্রিকা এ তথ্য নিশ্চিত করেন ডিআইএ পরিচালক অধ্যাপক অলিউল্লাহ্ মো. আজমতগীর। তিনি বলেন, হলিক্রস কলেজের এক শিক্ষার্থীর (পারপিতা ফাইহা) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ডিআইএর উপ-পরিচালক ড. রেহানা খাতুনকে প্রধান করে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির আরেক সদস্য শিক্ষা পরিদর্শক মো. দেলোয়ার হোসেন। কমিটি আজ থেকেই কাজ শুরু করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পারপিতার একাধিক সহপাঠী অভিযোগ করেন উচ্চতর গণিতে ফেল করার অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে পারপিতা। তারা বলেন, এ বছর প্রথম সাময়িকী পরীক্ষায় উচ্চতর গণিতে সি ও ডি শাখার ১০২ জনের মধ্যে ৩৫ জন ফেল করেছে। আর দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ফেল করেছে ৫৫ জন। দুই পরীক্ষায়ই পারপিতা ফেল করে। কারণ সে গণিত শিক্ষক শোভন রোজারিও-এর কাছে প্রাইভেট পড়েনি।
এ অভিযোগ সর্ম্পকে বক্তব্য জানতে একাধিকবার শোভন রোজারিওকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
এ ঘটনায় বুধবার সকালে কলেজ কৃর্তপক্ষের কাছে আনুষ্ঠানিক বক্তব্য জানতে চান কয়েকজন অভিভাবক। এরপর অধ্যক্ষের পক্ষে বিষয়টি নিয়ে গণমাধ্যম কর্মী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন সিনিয়র শিক্ষক শিখা রায়। তিনি পারপিতা ফাইহার মৃত্যুর ঘটনায় গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন সঠিক নয় বলে দাবি করেন। তিনি বলেন, গণমাধ্যমে বলা হচ্ছে ফাইহা নবম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছিল। যা সঠিক নয়। সে হলিক্রস কলেজে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। ৭ম শ্রেণির পরীক্ষায় সে ২৭ তম স্থান অর্জন করে। এরপর করোনার কারণে আমরা সব পরীক্ষা নেইনি। অষ্টম শ্রেণিতে সে পরীক্ষায় ৩২ তম স্থান করে। সে প্রথম স্থানে কখনোই আসেনি। যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক।
পরীক্ষায় ফেলের অপমান সইতে না পেরে পারপিতা ছাদ থেকে লাফ দিয়েছে বলে যে অভিযোগ উঠেছে এ প্রসঙ্গে তিনি বলেন, যে অভিযোগটি উঠেছে তা খতিয়ে দেখা হবে। আমাদের প্রশাসন অনেক স্বচ্ছ। অভিভাবকেরা চাইলেই শিক্ষক ও প্রধান শিক্ষকের সঙ্গে সহজেই দেখা করতে পারেন। তারপরও আমরা অভিযোগটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি। তদন্ত করে অভিযোগ প্রমানিত হলে তারা ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান। তিনি বলেন, ওই ছাত্রীর পরিবার মরদেহ দাফন করতে গ্রামের বাড়ি নোয়াখালী গেছে। ফিরে আসলে হয়তো মামলা হতে পারে।
এরআগে গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে রাজধানীর তেজগাঁও রেলস্টেশন রোডের নন্দন রোকেয়া নামের ১২ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে নবম শ্রেণির ছাত্রী পারপিতা ফাইহা (১৪)। পরে স্থানীয়রা ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। অভিযোগ উঠে পরীক্ষায় ফেলের অপমান সইতে না পেরে সে এমন ঘটনা ঘটিয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫