নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তামাকবিরোধী প্রচারণা বৃদ্ধি, আইন বাস্তবায়ন, প্রয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে সচেতন করা, তামাক কোম্পানিগুলোকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতসহ বেশ কিছু দাবি জানিয়েছে বাংলাদেশ তামাকবিরোধী জোট ও ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি)।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ তামাকবিরোধী জোট আয়োজিত এক মতবিনিময় সভায় এসব দাবি জানানো হয়।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে স্কুল-কলেজের আশপাশে তামাকপণ্য বিক্রির পয়েন্ট অব সেলগুলো বন্ধ ও নিয়ন্ত্রণ, প্রকাশ্যে ধূমপানের জন্য জরিমানা, তামাকের সহজলভ্যতা কমানো, ক্রয়মূল্য বৃদ্ধি, প্যাকেট ভেঙে বিক্রি বন্ধ, শক্ত নীতি আর আইন প্রয়োগ ও বাস্তবায়ন, চলচ্চিত্র ও বিজ্ঞাপনে তামাকবিরোধী প্রচারণা চালানো।
সর্বোপরি শুধু স্কুল-কলেজের বাচ্চাদের বিড়ি-সিগারেট থেকে দূরে রাখা নয়, পুরো তরুণ সমাজকে যেকোনো ধরনের তামাকপণ্য ও মাদকদ্রব্য থেকে বিরত রাখার জন্য কঠোর আইন প্রয়োগ ও তার বাস্তবায়ন।
ডব্লিউবিবির প্রকল্প কর্মকর্তা সামিউল হাসান সজীব বলেন, ‘সরাসরি তামাক আসক্তির কারণে পৃথিবীতে ৮০ লাখ মানুষ মৃত্যুবরণ করে। তামাকজনিত রোগব্যাধি, চিকিৎসার ব্যয় ও অন্যান্য আনুষঙ্গিক কারণে বাংলাদেশের বাৎসরিক অর্থনৈতিক ক্ষতি ৩০ হাজার ৫৭০ কোটি টাকা।’
গ্লোবাল অ্যাডাল্টস টোব্যাকো সার্ভের (গ্যাটস) ২০১৭ সালের তথ্যমতে, বাংলাদেশে ১৫ ও এর বেশি বয়সী ৩ কোটি ৭৮ লাখ (৩৫ দশমিক ৩ শতাংশ) মানুষ নানান উপায়ে তামাকের ব্যবহার করে থাকে।
ডব্লিউবিবির পরিচালক গাউস পিয়ারী বলেন, ‘মাদক থেকে আমাদের পরের প্রজন্মকে দূরে রাখতে তামাক নিয়ন্ত্রণ করতেই হবে। এর বিকল্প কিছু নেই। তামাকের ওপরে উচ্চ করারোপের দাবি জানাচ্ছি।’
সভায় সভাপতিত্ব করেন মোজাফফর হোসেন পল্টু। তিনি বলেন, ‘তামাকের কারণে স্বাস্থ্য খাতে কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে। এই দিকটিও বিবেচনায় আনতে হবে। সরকারি আমলারা কি সরকারবিরোধী কাজ করেন? সরকার যদি সিদ্ধান্ত নেয় তামাকমুক্ত জাতি গঠনের, তাহলে আমলাদের উচিত সরকারকে সাহায্য করা। পাশাপাশি তামাকবিরোধী সব জাতীয় ও স্থানীয় সংগঠনকে আরও জোরালো ভূমিকা রাখার দাবি জানাই।’
তামাকবিরোধী প্রচারণা বৃদ্ধি, আইন বাস্তবায়ন, প্রয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে সচেতন করা, তামাক কোম্পানিগুলোকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতসহ বেশ কিছু দাবি জানিয়েছে বাংলাদেশ তামাকবিরোধী জোট ও ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি)।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ তামাকবিরোধী জোট আয়োজিত এক মতবিনিময় সভায় এসব দাবি জানানো হয়।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে স্কুল-কলেজের আশপাশে তামাকপণ্য বিক্রির পয়েন্ট অব সেলগুলো বন্ধ ও নিয়ন্ত্রণ, প্রকাশ্যে ধূমপানের জন্য জরিমানা, তামাকের সহজলভ্যতা কমানো, ক্রয়মূল্য বৃদ্ধি, প্যাকেট ভেঙে বিক্রি বন্ধ, শক্ত নীতি আর আইন প্রয়োগ ও বাস্তবায়ন, চলচ্চিত্র ও বিজ্ঞাপনে তামাকবিরোধী প্রচারণা চালানো।
সর্বোপরি শুধু স্কুল-কলেজের বাচ্চাদের বিড়ি-সিগারেট থেকে দূরে রাখা নয়, পুরো তরুণ সমাজকে যেকোনো ধরনের তামাকপণ্য ও মাদকদ্রব্য থেকে বিরত রাখার জন্য কঠোর আইন প্রয়োগ ও তার বাস্তবায়ন।
ডব্লিউবিবির প্রকল্প কর্মকর্তা সামিউল হাসান সজীব বলেন, ‘সরাসরি তামাক আসক্তির কারণে পৃথিবীতে ৮০ লাখ মানুষ মৃত্যুবরণ করে। তামাকজনিত রোগব্যাধি, চিকিৎসার ব্যয় ও অন্যান্য আনুষঙ্গিক কারণে বাংলাদেশের বাৎসরিক অর্থনৈতিক ক্ষতি ৩০ হাজার ৫৭০ কোটি টাকা।’
গ্লোবাল অ্যাডাল্টস টোব্যাকো সার্ভের (গ্যাটস) ২০১৭ সালের তথ্যমতে, বাংলাদেশে ১৫ ও এর বেশি বয়সী ৩ কোটি ৭৮ লাখ (৩৫ দশমিক ৩ শতাংশ) মানুষ নানান উপায়ে তামাকের ব্যবহার করে থাকে।
ডব্লিউবিবির পরিচালক গাউস পিয়ারী বলেন, ‘মাদক থেকে আমাদের পরের প্রজন্মকে দূরে রাখতে তামাক নিয়ন্ত্রণ করতেই হবে। এর বিকল্প কিছু নেই। তামাকের ওপরে উচ্চ করারোপের দাবি জানাচ্ছি।’
সভায় সভাপতিত্ব করেন মোজাফফর হোসেন পল্টু। তিনি বলেন, ‘তামাকের কারণে স্বাস্থ্য খাতে কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে। এই দিকটিও বিবেচনায় আনতে হবে। সরকারি আমলারা কি সরকারবিরোধী কাজ করেন? সরকার যদি সিদ্ধান্ত নেয় তামাকমুক্ত জাতি গঠনের, তাহলে আমলাদের উচিত সরকারকে সাহায্য করা। পাশাপাশি তামাকবিরোধী সব জাতীয় ও স্থানীয় সংগঠনকে আরও জোরালো ভূমিকা রাখার দাবি জানাই।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে