প্রতিনিধি, মিটফোর্ড
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে অনিয়মের শেষ নেই। প্রকাশ্যেই এখানে চলে দালালদের বাণিজ্য। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট সংগ্রহ করতে হয় রোগীদের। আর এটিকে পুঁজি করেই ব্যবসা চালায় দালালেরা। তাঁদের চা-নাশতার টাকা দিলেই মেলে লাইনে দাঁড়ানো থেকে মুক্তি। যারা টাকা দিতে পারেন না তাঁদের লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা।
হাসপাতালে সকাল সাড়ে ৮টায় আউটডোর চালু হয়। এর আগে থেকেই টিকিট সংগ্রহের জন্য লাইনে দাঁড়ান রোগীরা। টিকিট সংগ্রহের পর রোগী কোন বিভাগের চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেবেন সেটি নির্ধারণের জন্য আরেকটি কাউন্টারের সামনে লাইনে দাঁড়াতে হয়। এরপর নির্দিষ্ট বিভাগের চিকিৎসকের কক্ষের সামনে গিয়ে আবারও দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘ লাইনে। এই তিন কাউন্টারে কেটে যায় কয়েক ঘণ্টা।
চিকিৎসক দেখানোর পর এবার রিপোর্ট পরীক্ষা-নিরীক্ষা করানোর পালা। কিন্তু রিপোর্ট পরীক্ষা-নিরীক্ষা করাতে এসে পড়তে হয় আরেক ভোগান্তিতে। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে পরীক্ষা-নিরীক্ষার ল্যাব ও টাকা জমা দেওয়ার কাউন্টার বন্ধ হয়ে যায়। ফলে চিকিৎসক দেখাতে কেটে একদিন আবার রিপোর্টের জন্য আসতে হয় অন্য আরেকদিন। আর কোনো রোগী যদি হাসপাতালে ভর্তি হতে চায় তাহলে তাঁর চিকিৎসার আওতায় আসতে প্রায় এক সপ্তাহ সময় লেগে যায়।
ভর্তি হওয়ার পরে ভোগান্তির আরেক পর্ব শুরু হয়। গেন্ডারিয়া থেকে আগত আগত দোলা (৪০) নামের এক মহিলা জানান, কিডনির সমস্যার কারণে তাঁর ভাইকে মেডিসিন বিভাগের ওয়ার্ডে ভর্তি করা হয়। ওষুধ পরিবর্তন করতে নিচে নামলে টাকা ছাড়া ভেতরে আর প্রবেশ করতে দেওয়া হয় না। বিভিন্ন অজুহাতে বাইরেই দাঁড় করিয়ে রাখা হয়।
সেখানকার চিকিৎসকেরা বলেছেন, হাসপাতাল কর্তৃপক্ষের নির্ধারিত ওই নিয়মের কারণে রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন। রোগী ভোগান্তি কমাতে আউটডোর ব্যবস্থাপনার পরিবর্তন করতে হবে।
ডিউটিরত আনসার মিজানুর ও আলাউদ্দিনের সঙ্গে আলাপকালে তাঁরা জানান, আগের চেয়ে আউটডোরের কাউন্টারের সংখ্যা কমে গেছে।
মিটফোর্ড হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রাশিদ উন নবী বলেন, লকডাউনে সারা দেশের পরিস্থিতি যেমন আমরা তার ব্যতিক্রম নই। আউটডোর কাউন্টারের উন্নয়নের লক্ষ্যে মেরামত চলছে। কিছুদিনের মধ্যেই তা ঠিক হয়ে যাবে। দালালদের দৌরাত্ম্য ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত সক্রিয় রয়েছে।
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে অনিয়মের শেষ নেই। প্রকাশ্যেই এখানে চলে দালালদের বাণিজ্য। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট সংগ্রহ করতে হয় রোগীদের। আর এটিকে পুঁজি করেই ব্যবসা চালায় দালালেরা। তাঁদের চা-নাশতার টাকা দিলেই মেলে লাইনে দাঁড়ানো থেকে মুক্তি। যারা টাকা দিতে পারেন না তাঁদের লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা।
হাসপাতালে সকাল সাড়ে ৮টায় আউটডোর চালু হয়। এর আগে থেকেই টিকিট সংগ্রহের জন্য লাইনে দাঁড়ান রোগীরা। টিকিট সংগ্রহের পর রোগী কোন বিভাগের চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেবেন সেটি নির্ধারণের জন্য আরেকটি কাউন্টারের সামনে লাইনে দাঁড়াতে হয়। এরপর নির্দিষ্ট বিভাগের চিকিৎসকের কক্ষের সামনে গিয়ে আবারও দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘ লাইনে। এই তিন কাউন্টারে কেটে যায় কয়েক ঘণ্টা।
চিকিৎসক দেখানোর পর এবার রিপোর্ট পরীক্ষা-নিরীক্ষা করানোর পালা। কিন্তু রিপোর্ট পরীক্ষা-নিরীক্ষা করাতে এসে পড়তে হয় আরেক ভোগান্তিতে। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে পরীক্ষা-নিরীক্ষার ল্যাব ও টাকা জমা দেওয়ার কাউন্টার বন্ধ হয়ে যায়। ফলে চিকিৎসক দেখাতে কেটে একদিন আবার রিপোর্টের জন্য আসতে হয় অন্য আরেকদিন। আর কোনো রোগী যদি হাসপাতালে ভর্তি হতে চায় তাহলে তাঁর চিকিৎসার আওতায় আসতে প্রায় এক সপ্তাহ সময় লেগে যায়।
ভর্তি হওয়ার পরে ভোগান্তির আরেক পর্ব শুরু হয়। গেন্ডারিয়া থেকে আগত আগত দোলা (৪০) নামের এক মহিলা জানান, কিডনির সমস্যার কারণে তাঁর ভাইকে মেডিসিন বিভাগের ওয়ার্ডে ভর্তি করা হয়। ওষুধ পরিবর্তন করতে নিচে নামলে টাকা ছাড়া ভেতরে আর প্রবেশ করতে দেওয়া হয় না। বিভিন্ন অজুহাতে বাইরেই দাঁড় করিয়ে রাখা হয়।
সেখানকার চিকিৎসকেরা বলেছেন, হাসপাতাল কর্তৃপক্ষের নির্ধারিত ওই নিয়মের কারণে রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন। রোগী ভোগান্তি কমাতে আউটডোর ব্যবস্থাপনার পরিবর্তন করতে হবে।
ডিউটিরত আনসার মিজানুর ও আলাউদ্দিনের সঙ্গে আলাপকালে তাঁরা জানান, আগের চেয়ে আউটডোরের কাউন্টারের সংখ্যা কমে গেছে।
মিটফোর্ড হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রাশিদ উন নবী বলেন, লকডাউনে সারা দেশের পরিস্থিতি যেমন আমরা তার ব্যতিক্রম নই। আউটডোর কাউন্টারের উন্নয়নের লক্ষ্যে মেরামত চলছে। কিছুদিনের মধ্যেই তা ঠিক হয়ে যাবে। দালালদের দৌরাত্ম্য ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত সক্রিয় রয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২০ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২০ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২০ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২০ দিন আগে