নাঈমুল হাসান, ইজতেমা ময়দান থেকে
টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমা। আজ শনিবার বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চ থেকে যৌতুক বিহীন বিয়ে পড়ানো হয়।
যৌতুক বিহীন বিয়ে পড়ান ভারতের মাওলানা জুহাইরুল হাসান। এবার ৭২ জোড়া যৌতুক বিহীন বিয়ে পড়ানো হয়।
বিশ্ব ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিয়ে পড়ানোর আগে জুহাইরুল হাসান বলেন, ‘ইসলাম শুধু যৌতুক প্রথার বিরোধীই নয়, বিয়ে-শাদির ক্ষেত্রে সব ধরনের অপচয়েরও বিপক্ষে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই বিয়েই সর্বাধিক বরকতময়, যে বিয়েতে ব্যয় খুব সামান্যই হয়। তবে কোনো ধরনের চাপ ও শর্ত ছাড়া কন্যাপক্ষ খুশিমনে বরকে বা বরপক্ষকে কিছু দিলে তা যৌতুক হবে না, বরং তা উপহার বা হাদিয়া হিসেবে গণ্য হবে।’
ময়দানে যৌতুক বিহীন বিয়ে করেছেন দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার আবুল বাশার। তিনি গাজীপুর সদর এলাকার একটি মসজিদে ইমামতি করেন। আজ রংপুর জেলার মিঠাপুকুর থানার মার্জিয়া আক্তারের সঙ্গে যৌতুক বিহীন বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি।
আবুল বাশার বলেন, ‘পঁচিশ দিন আগে পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত হয়। আজ যৌতুক বিহীন বিয়ে করলাম। কনের পক্ষ থেকে তাঁর বাবা এসেছেন। ২ লাখ ২৫ হাজার টাকা দেনমোহর ধার্য করে বিয়ে সম্পন্ন হয়েছে। দেনমোহরের টাকা পরিশোধ করিনি।’
এর আগে দুপুরে বিয়ের জন্য বর ও কনের তালিকা নেয়া হয়। বিয়ের আগে বাদ আসর বিয়ের খুতবা দেওয়া হয়। বয়ান শেষে ওইসব বর ও কনের অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে উপস্থিত বর-কনের স্বজনদের ও মুসল্লিদের মধ্যে খেজুর বিতরণ করা হয়।
উল্লেখ, আগামী ৪ ফেব্রুয়ারি আখেরী মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম ধাপের সমাপ্তি ঘটবে। মাঝে চার দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইজতেমার দ্বিতীয় ধাপ।
টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমা। আজ শনিবার বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চ থেকে যৌতুক বিহীন বিয়ে পড়ানো হয়।
যৌতুক বিহীন বিয়ে পড়ান ভারতের মাওলানা জুহাইরুল হাসান। এবার ৭২ জোড়া যৌতুক বিহীন বিয়ে পড়ানো হয়।
বিশ্ব ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিয়ে পড়ানোর আগে জুহাইরুল হাসান বলেন, ‘ইসলাম শুধু যৌতুক প্রথার বিরোধীই নয়, বিয়ে-শাদির ক্ষেত্রে সব ধরনের অপচয়েরও বিপক্ষে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই বিয়েই সর্বাধিক বরকতময়, যে বিয়েতে ব্যয় খুব সামান্যই হয়। তবে কোনো ধরনের চাপ ও শর্ত ছাড়া কন্যাপক্ষ খুশিমনে বরকে বা বরপক্ষকে কিছু দিলে তা যৌতুক হবে না, বরং তা উপহার বা হাদিয়া হিসেবে গণ্য হবে।’
ময়দানে যৌতুক বিহীন বিয়ে করেছেন দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার আবুল বাশার। তিনি গাজীপুর সদর এলাকার একটি মসজিদে ইমামতি করেন। আজ রংপুর জেলার মিঠাপুকুর থানার মার্জিয়া আক্তারের সঙ্গে যৌতুক বিহীন বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি।
আবুল বাশার বলেন, ‘পঁচিশ দিন আগে পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত হয়। আজ যৌতুক বিহীন বিয়ে করলাম। কনের পক্ষ থেকে তাঁর বাবা এসেছেন। ২ লাখ ২৫ হাজার টাকা দেনমোহর ধার্য করে বিয়ে সম্পন্ন হয়েছে। দেনমোহরের টাকা পরিশোধ করিনি।’
এর আগে দুপুরে বিয়ের জন্য বর ও কনের তালিকা নেয়া হয়। বিয়ের আগে বাদ আসর বিয়ের খুতবা দেওয়া হয়। বয়ান শেষে ওইসব বর ও কনের অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে উপস্থিত বর-কনের স্বজনদের ও মুসল্লিদের মধ্যে খেজুর বিতরণ করা হয়।
উল্লেখ, আগামী ৪ ফেব্রুয়ারি আখেরী মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম ধাপের সমাপ্তি ঘটবে। মাঝে চার দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইজতেমার দ্বিতীয় ধাপ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে