Ajker Patrika

প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে প্রেমিক জিম্মি, উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৪: ৪৪
প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে প্রেমিক জিম্মি, উদ্ধার করল পুলিশ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়। সেই পরিচয়ের সূত্র ধরেই প্রেমের সম্পর্ক। এরপর সেই প্রেমিকার সঙ্গে দেখা করতে আশুলিয়ার বাইপাইল এলাকায় যান প্রেমিক সোলায়মান হক (২৪)। তবে সেই দেখা সুখের হয়নি। প্রেমিকা তাঁর প্রেমিককে জিম্মি করে চান মুক্তিপণের টাকা। পরে প্রেমিকের বন্ধুর মাধ্যমে খবর পায় পুলিশ। এরপর উদ্ধার করা হয় প্রেমিককে। 

আজ বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছেন জাতীয় জরুরি সেবা সেলের পরিদর্শক আনোয়ার সাত্তার। গতকাল মঙ্গলবার জিম্মি অবস্থায় ওই তরুণকে উদ্ধার করা হয়। 

আনোয়ার সাত্তার জানান, ‘মঙ্গলবার দুপুরে এক তরুণ জাতীয় জরুরি সেবা সেল ৯৯৯-এ ফোন করে জানান, তাঁর বন্ধু সোলায়মান প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকায় গিয়েছিলেন। পরে তাঁর বন্ধুর ফোন থেকে কল দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে, টাকা পাঠানোর জন্য একটি বিকাশ নম্বর দেওয়া হয়েছে। টাকা না পাঠালে জিম্মি সোলায়মানকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। অপহরণকারীরা যখন তাঁকে ফোন করেছিল, তখন তাঁর বন্ধুকে মারধর করার শব্দ শুনতে পাচ্ছিলেন বলে জানান অভিযোগকারী তরুণ।’ 

 ৯৯৯-এ কল করা তরুণ আরও জানান, ‘জিম্মি হওয়ার আগে তাঁর বন্ধু হোয়াটসআপে অবস্থানের গুগল লোকেশন পাঠিয়েছিলেন। সে অনুযায়ী কলার জানান, তাঁর বন্ধু আশুলিয়া থানার বাইপাইল ন্যাশনাল ব্যাংকের পেছনে একটি ভবনে জিম্মি আছেন।’ 

আনোয়ার সাত্তার আরও জানান, ‘৯৯৯ সেলের কলটেকার কনস্টেবল মো. রেজোয়ান মিয়া কলটি রিসিভ করেছিলেন। কনস্টেবল রেজোয়ান তাৎক্ষণিকভাবে আশুলিয়া থানার ডিউটি অফিসারকে বিষয়টি জানান এবং কনফারেন্সের মাধ্যমে কথা বলিয়ে দেন। পরে এসআই শাহরিয়ার রুবেল কলার ও সংশ্লিষ্ট সবার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে পুলিশ দ্রুত কাজ শুরু করে।’ 

 ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে আশুলিয়া থানার পুলিশের একটি দল দ্রুত ঘটনাৎস্থলে যায়। পরে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শ্যামলেন্দু ঘোষের নেতৃত্বে আশুলিয়ার বাইপাল এলাকার গাজীরচটে তাহের পাটোয়ারীর বাড়ি ‘কুসুম ভিলা’য় গিয়ে জিম্মি করে রাখা বাড়িটি চিহ্নিত করেন। এরপর বাড়িটিতে অভিযান চালিয়ে ভুক্তভোগী মো. সোলায়মান হককে (২৪) উদ্ধার করা হয়। 

প্রেমিক সোলায়মানকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে লিপি বেগম (২৭) ও সীমা বেগম (২৫) নামের দুই বোনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বাবার নাম ইউসুফ আলী। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁদের দুই সহযোগী পালিয়ে যায়। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত