নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রায় দেড় মাস পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। যাতে সম্পাদক পদে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবী আব্দুন নূর দুলালকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সম্পাদক পদে পুনরায় ভোট গণনা শেষে বুধবার রাত ১০টার দিকে এই ফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা করেন আওয়ামী লীগ সমর্থকদের ঘোষণা করা নতুন নির্বাচন পরিচালনা উপকমিটির প্রধান মো. অজি উল্লাহ। এদিকে ফল ঘোষণাকে কেন্দ্র করে বুধবার বিকেলে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতি হয়েছে।
ফলে সাধারণ সম্পাদক পদে আওয়ামীপন্থী আব্দুন নূর দুলাল ২ হাজার ৮৯১ এবং বিএনপিপন্থী রুহুল কুদ্দুস কাজল ২ হাজার ৮৪৬ ভোট পেয়েছেণ বলে ঘোষণা দেওয়া হয়। এতে সভাপতি, সাধারণ সম্পাদক, দুজন সহসভাপতি এবং ৩ জন সদস্য আওয়ামীপন্থী প্যানেল থেকে এবং দুজন সহসম্পাদক, কোষাধ্যক্ষ এবং চারজন সদস্য বিএনপি প্যানেল থেকে নির্বাচিত হয়েছে বলা ঘোষণা দেয় আওয়ামী লীগ সমর্থকদের নতুন নির্বাচন পরিচালনা উপকমিটি। ফল ঘোষণার পরই প্যানেলের নির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামীপন্থী আইনজীবীরা।
এদিকে ফল ঘোষণার বিষয়ে বর্তমান সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘তাঁরা জোর করে সম্পাদকের কক্ষ দখলে নিয়েছে। এই উপকমিটির কোনো বৈধতা নেই। তাঁদের ঘোষণার কোনো মূল্য নেই। এটা জাতির জন্য কলঙ্ক। আমি বারের সম্পাদক হিসেবে লজ্জিত। আইনজীবীরা এই অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ জানাবে এবং যথাযথ ব্যবস্থা নেবেন।’
এর আগে বিকেলে ফল ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতি হয়েছে। ভাঙচুর করা হয় জানালার কাচ। আইনজীবী সমিতি ভবনের তৃতীয় তলায় সম্মেলনকক্ষের সামনে এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীদের নেতা মো. অজি উল্লাহর নেতৃত্বে নির্বাচন পরিচালনাসংক্রান্ত নতুন উপকমিটি গঠনের পর বুধবার বেলা সাড়ে ৩টার দিকে তাঁরা সম্মেলনকক্ষের তালা ভেঙে প্রবেশ করে সম্পাদক পদের ভোট গণনা শুরু করেন। এ সময় বিএনপি-সমর্থক আইনজীবীরা বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে বিএনপি-সমর্থক কয়েকজন আইনজীবী ওই কক্ষের জানালার কাচ ভাঙচুর করেন। দ্রুত সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশ প্রহরায় ভোট গণনা করা হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৫ ও ১৬ মার্চ। ভোট গণনা শেষে ১৭ মার্চ রাতে ফল ঘোষণা করতে গেলে সম্পাদক পদে ভোট পুনরায় গণনার দাবি তোলেন আওয়ামীপন্থী আইনজীবীরা। প্রধান নির্বাচন কমিশনার অভিযোগ নাকচ করে ফলাফল ঘোষণা করতে চাইলে হট্টগোলের সৃষ্টি হয়। ওই সময় আব্দুন নূর দুলাল লিখিতভাবে ভোট পুনরায় গণনার আবেদনও করেন।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ৮ হাজার ৬২৩ জন। আর দুই দিনে ভোট দিয়েছেন ৫ হাজার ৯৮২জন। মূলত সম্পাদক পদে ভোটের হিসাব নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। ভোট গণনার সময় আওয়ামী পন্থি আইনজীবীদের সাদা প্যানেলের প্রার্থী আব্দুন নূর দুলালের সমর্থকরা প্রধান নির্বাচন কমিশনার এ.ওয়াই মশিউজ্জামানের সঙ্গে খারাপ আচরণ করলে ওই সময়ই পদত্যাগপত্র দেন তিনি। আর এতেই আটকে যায় ভোটের ফল ঘোষণা।
সুপ্রিম কোর্ট বারের ইতিহাসে এই ঘটনাকে নজীরবিহীন হিসেবে উল্লেখ করেন আইনজীবীরা। জানা যায়, ১৭ মার্চ দিবাগত রাত ১টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের ভোট গণনা শেষ হয়। তাতে দেখা যায় সভাপতিসহ ৬টি পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল এগিয়ে। আর সম্পাদকসহ ৮টি পদে বিএনপি সমর্থিত নীল প্যানেল।
প্রায় দেড় মাস পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। যাতে সম্পাদক পদে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবী আব্দুন নূর দুলালকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সম্পাদক পদে পুনরায় ভোট গণনা শেষে বুধবার রাত ১০টার দিকে এই ফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা করেন আওয়ামী লীগ সমর্থকদের ঘোষণা করা নতুন নির্বাচন পরিচালনা উপকমিটির প্রধান মো. অজি উল্লাহ। এদিকে ফল ঘোষণাকে কেন্দ্র করে বুধবার বিকেলে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতি হয়েছে।
ফলে সাধারণ সম্পাদক পদে আওয়ামীপন্থী আব্দুন নূর দুলাল ২ হাজার ৮৯১ এবং বিএনপিপন্থী রুহুল কুদ্দুস কাজল ২ হাজার ৮৪৬ ভোট পেয়েছেণ বলে ঘোষণা দেওয়া হয়। এতে সভাপতি, সাধারণ সম্পাদক, দুজন সহসভাপতি এবং ৩ জন সদস্য আওয়ামীপন্থী প্যানেল থেকে এবং দুজন সহসম্পাদক, কোষাধ্যক্ষ এবং চারজন সদস্য বিএনপি প্যানেল থেকে নির্বাচিত হয়েছে বলা ঘোষণা দেয় আওয়ামী লীগ সমর্থকদের নতুন নির্বাচন পরিচালনা উপকমিটি। ফল ঘোষণার পরই প্যানেলের নির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামীপন্থী আইনজীবীরা।
এদিকে ফল ঘোষণার বিষয়ে বর্তমান সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘তাঁরা জোর করে সম্পাদকের কক্ষ দখলে নিয়েছে। এই উপকমিটির কোনো বৈধতা নেই। তাঁদের ঘোষণার কোনো মূল্য নেই। এটা জাতির জন্য কলঙ্ক। আমি বারের সম্পাদক হিসেবে লজ্জিত। আইনজীবীরা এই অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ জানাবে এবং যথাযথ ব্যবস্থা নেবেন।’
এর আগে বিকেলে ফল ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতি হয়েছে। ভাঙচুর করা হয় জানালার কাচ। আইনজীবী সমিতি ভবনের তৃতীয় তলায় সম্মেলনকক্ষের সামনে এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীদের নেতা মো. অজি উল্লাহর নেতৃত্বে নির্বাচন পরিচালনাসংক্রান্ত নতুন উপকমিটি গঠনের পর বুধবার বেলা সাড়ে ৩টার দিকে তাঁরা সম্মেলনকক্ষের তালা ভেঙে প্রবেশ করে সম্পাদক পদের ভোট গণনা শুরু করেন। এ সময় বিএনপি-সমর্থক আইনজীবীরা বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে বিএনপি-সমর্থক কয়েকজন আইনজীবী ওই কক্ষের জানালার কাচ ভাঙচুর করেন। দ্রুত সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশ প্রহরায় ভোট গণনা করা হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৫ ও ১৬ মার্চ। ভোট গণনা শেষে ১৭ মার্চ রাতে ফল ঘোষণা করতে গেলে সম্পাদক পদে ভোট পুনরায় গণনার দাবি তোলেন আওয়ামীপন্থী আইনজীবীরা। প্রধান নির্বাচন কমিশনার অভিযোগ নাকচ করে ফলাফল ঘোষণা করতে চাইলে হট্টগোলের সৃষ্টি হয়। ওই সময় আব্দুন নূর দুলাল লিখিতভাবে ভোট পুনরায় গণনার আবেদনও করেন।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ৮ হাজার ৬২৩ জন। আর দুই দিনে ভোট দিয়েছেন ৫ হাজার ৯৮২জন। মূলত সম্পাদক পদে ভোটের হিসাব নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। ভোট গণনার সময় আওয়ামী পন্থি আইনজীবীদের সাদা প্যানেলের প্রার্থী আব্দুন নূর দুলালের সমর্থকরা প্রধান নির্বাচন কমিশনার এ.ওয়াই মশিউজ্জামানের সঙ্গে খারাপ আচরণ করলে ওই সময়ই পদত্যাগপত্র দেন তিনি। আর এতেই আটকে যায় ভোটের ফল ঘোষণা।
সুপ্রিম কোর্ট বারের ইতিহাসে এই ঘটনাকে নজীরবিহীন হিসেবে উল্লেখ করেন আইনজীবীরা। জানা যায়, ১৭ মার্চ দিবাগত রাত ১টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের ভোট গণনা শেষ হয়। তাতে দেখা যায় সভাপতিসহ ৬টি পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল এগিয়ে। আর সম্পাদকসহ ৮টি পদে বিএনপি সমর্থিত নীল প্যানেল।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫