নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য সরকার দলীয় প্রার্থীদের পক্ষ থেকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা। তারা বলেন, রাজবাড়ী বালিয়াকান্দি থানার বহরমপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সংখ্যালঘু ভোটারদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে। যাতে করে তারা ভোট কেন্দ্র না যায়।
আজ শুক্রবার রাজধানীর সেগুনবাগিচা বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি সুধাংশু চন্দ্র বিশ্বাস বলেন, আমরা সংবাদমাধ্যমে জানতে পেরেছি কে কোরআন রেখেছে। কে নিয়েছে আমরা দেখেছি, শুনেছি। বর্তমান সরকার কি এত দুর্বল? যে এই ঘটনা দেশব্যাপী ছড়িয়ে পরতে পারে। সেটা তাদের কাছে কোনো খবর আসল না, তারা জানতেও পারল না। না সরকার জেগে ঘুমিয়ে ছিল, যে এদের ওপর অত্যাচার হোক। এদের ওপর অত্যাচার হলে এরা দেশে ছেড়ে চলে যাবে। এদের দোকান দখল করতে পারব, এদের পুকুরে মাছ ধরতে পারব, এদের সম্পদ আমরা ভোগ করতে পারব। এরা চলে গেলেই ভালো হয়। তাহলে এখন কি সরকারের মধ্যে আরেকটি সরকার লুকিয়ে আছে। সরকারকে হিন্দু (আমাদের) নিয়ে ভাবতে হবে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে সরকারকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। আমরা ভবিষ্যতে কীভাবে চলব সেটা আমরা আলোচনা করে ঠিক করব।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দাস সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এতে সভাপতিত্ব করেন হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি সুধাংশু চন্দ্র বিশ্বাস।
প্রশাসনের সদিচ্ছা থাকলে এই ঘটনা এড়ানো যেত বলে দাবি করেন হিন্দু মহাজোটের নেতারা। তারা বলেন, প্রশাসনের মধ্যেই লুকিয়ে আছে এই ঘটনার সঙ্গে জড়িত একটি চক্র। সরকার দীর্ঘদিন ধরে সংখ্যালঘু নির্যাতনের প্রশ্নে নমনীয় আচরণের কারণে আজকের এই অবস্থা সৃষ্টি হয়েছে। আজকে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এটা আমাদের বাঁচা মরার লড়াই, অস্তিত্বের লড়াই।
লিখিত বক্তব্যে তারা বলেন, এর আগে রাতের আঁধারে মন্দির ভাঙা হতো। আর এখন রাতে নয় দিনে মন্দির ভাঙা হচ্ছে। এতেই বোঝা যায় বর্তমান সরকারের সংখ্যালঘু নির্যাতন বন্ধে আন্তরিকতার অভাব আছে। ঘটনা ঘটার পরে সরকরের পক্ষ থেকে সম্প্রীতি মিছিল হিন্দু সম্প্রদায়ের সঙ্গে প্রহসন ছাড়া কিছুই নয়। আপনারা খোঁজ নিয়ে দেখেন এই সম্প্রীতি মিছিলের মধ্যেও লুকিয়ে থাকতে পারে আগুন ও প্রতিমা ভাঙা সন্ত্রাসীরা।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন লিখিত বক্তব্য দিয়ে নির্লজ্জভাবে সত্যকে আড়াল করে তখন বিচারের আশা আমাদের কাছে হাস্যকর। অসত্য বলা সত্যকে মিথ্যা রূপান্তরিত করা মিথ্যাকে প্রতিষ্ঠিত করার সমান বলে মনে করি। সহায়ক ভূমিকা পালন করে। দেশের নাগরিক হিসেবে তার (পররাষ্ট্রমন্ত্রী) বক্তব্য আমরা ক্ষুব্ধ ও লজ্জিত।
সংবাদ সম্মেলনে থেকে সরকারের কাছে চার দাবি জানান হয়-সংখ্যালঘু সুরক্ষা আইন ও কমিশন গঠন করতে হবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশ জুড়ে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক সময়ে ভয়াবহতম সাম্প্রদায়িক আক্রমণের বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনালকে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করতে হবে। আর মন্দির ও বসত বাড়ি সরকারি খরচে পুন:স্থাপন করতে হবে। নিহত পরিবারকে ৫০ লাখ এবং আহত পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতি পূরণ দিতে হবে।
সাম্প্রতিক সময়ের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়ে আপনাদের তদন্ত কমিটির রিপোর্টে কাদের সংশ্লিষ্টতা পেয়েছেন এমন এক প্রশ্নের জবাবে তারা বলেন, সংখ্যালঘু নির্যাতনের সময় বাংলাদেশের সকল রাজনৈতিক দল এক হয়ে যায়। তবে এর মধ্যে সরকার দলীয় লোকজনের প্রভাব থাকে বেশি।
আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য সরকার দলীয় প্রার্থীদের পক্ষ থেকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা। তারা বলেন, রাজবাড়ী বালিয়াকান্দি থানার বহরমপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সংখ্যালঘু ভোটারদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে। যাতে করে তারা ভোট কেন্দ্র না যায়।
আজ শুক্রবার রাজধানীর সেগুনবাগিচা বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি সুধাংশু চন্দ্র বিশ্বাস বলেন, আমরা সংবাদমাধ্যমে জানতে পেরেছি কে কোরআন রেখেছে। কে নিয়েছে আমরা দেখেছি, শুনেছি। বর্তমান সরকার কি এত দুর্বল? যে এই ঘটনা দেশব্যাপী ছড়িয়ে পরতে পারে। সেটা তাদের কাছে কোনো খবর আসল না, তারা জানতেও পারল না। না সরকার জেগে ঘুমিয়ে ছিল, যে এদের ওপর অত্যাচার হোক। এদের ওপর অত্যাচার হলে এরা দেশে ছেড়ে চলে যাবে। এদের দোকান দখল করতে পারব, এদের পুকুরে মাছ ধরতে পারব, এদের সম্পদ আমরা ভোগ করতে পারব। এরা চলে গেলেই ভালো হয়। তাহলে এখন কি সরকারের মধ্যে আরেকটি সরকার লুকিয়ে আছে। সরকারকে হিন্দু (আমাদের) নিয়ে ভাবতে হবে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে সরকারকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। আমরা ভবিষ্যতে কীভাবে চলব সেটা আমরা আলোচনা করে ঠিক করব।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দাস সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এতে সভাপতিত্ব করেন হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি সুধাংশু চন্দ্র বিশ্বাস।
প্রশাসনের সদিচ্ছা থাকলে এই ঘটনা এড়ানো যেত বলে দাবি করেন হিন্দু মহাজোটের নেতারা। তারা বলেন, প্রশাসনের মধ্যেই লুকিয়ে আছে এই ঘটনার সঙ্গে জড়িত একটি চক্র। সরকার দীর্ঘদিন ধরে সংখ্যালঘু নির্যাতনের প্রশ্নে নমনীয় আচরণের কারণে আজকের এই অবস্থা সৃষ্টি হয়েছে। আজকে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এটা আমাদের বাঁচা মরার লড়াই, অস্তিত্বের লড়াই।
লিখিত বক্তব্যে তারা বলেন, এর আগে রাতের আঁধারে মন্দির ভাঙা হতো। আর এখন রাতে নয় দিনে মন্দির ভাঙা হচ্ছে। এতেই বোঝা যায় বর্তমান সরকারের সংখ্যালঘু নির্যাতন বন্ধে আন্তরিকতার অভাব আছে। ঘটনা ঘটার পরে সরকরের পক্ষ থেকে সম্প্রীতি মিছিল হিন্দু সম্প্রদায়ের সঙ্গে প্রহসন ছাড়া কিছুই নয়। আপনারা খোঁজ নিয়ে দেখেন এই সম্প্রীতি মিছিলের মধ্যেও লুকিয়ে থাকতে পারে আগুন ও প্রতিমা ভাঙা সন্ত্রাসীরা।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন লিখিত বক্তব্য দিয়ে নির্লজ্জভাবে সত্যকে আড়াল করে তখন বিচারের আশা আমাদের কাছে হাস্যকর। অসত্য বলা সত্যকে মিথ্যা রূপান্তরিত করা মিথ্যাকে প্রতিষ্ঠিত করার সমান বলে মনে করি। সহায়ক ভূমিকা পালন করে। দেশের নাগরিক হিসেবে তার (পররাষ্ট্রমন্ত্রী) বক্তব্য আমরা ক্ষুব্ধ ও লজ্জিত।
সংবাদ সম্মেলনে থেকে সরকারের কাছে চার দাবি জানান হয়-সংখ্যালঘু সুরক্ষা আইন ও কমিশন গঠন করতে হবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশ জুড়ে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক সময়ে ভয়াবহতম সাম্প্রদায়িক আক্রমণের বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনালকে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করতে হবে। আর মন্দির ও বসত বাড়ি সরকারি খরচে পুন:স্থাপন করতে হবে। নিহত পরিবারকে ৫০ লাখ এবং আহত পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতি পূরণ দিতে হবে।
সাম্প্রতিক সময়ের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়ে আপনাদের তদন্ত কমিটির রিপোর্টে কাদের সংশ্লিষ্টতা পেয়েছেন এমন এক প্রশ্নের জবাবে তারা বলেন, সংখ্যালঘু নির্যাতনের সময় বাংলাদেশের সকল রাজনৈতিক দল এক হয়ে যায়। তবে এর মধ্যে সরকার দলীয় লোকজনের প্রভাব থাকে বেশি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে