হারুনুর রশিদ, ঢাকা
রমজান উপলক্ষে প্রতিবছরের মত এবারও পুরান ঢাকার চকবাজারে জমে উঠেছে ইফতারের বাজার। করোনার জন্য গত দুই বছর এত জমজমাট ছিল না চকবাজার। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পূর্বের মত জমে উঠেছে চকবাজারের ইফতার বাজার। পূর্বের মত আবার শুরু হয়েছে ‘বড় বাপের পোলায় খায়, ঠোঙায় ভরে নিয়ে যায়’ হাঁকডাক।
আজ সোমবার রমজানের দ্বিতীয় দিনে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজার চকবাজারকে পুনরায় জমজমাট দেখা যায়। সরেজমিনে দেখা যায়, দুপুর থেকেই বাহারি ইফতারি খাবারের পসরা নিয়ে বসেন দোকানিরা। তবে দুপুর গড়িয়ে যতোই বিকেল হতে থাকে ততই চকবাজারে ভিড় বাড়তে থাকে। ঐতিহ্যবাহী সকল খাবারের দোকানের সামনে পড়ে যায় রীতিমতো লম্বা লাইন।
চকবাজারে নানা ধরনের বাহারী ও ঐতিহ্যবাহী ইফতার পাওয়া যায়। এর মধ্যে রয়েছে ফালুদা প্রতি বাক্স ২০০ টাকা, বড় সাইজের ফিন্নি প্রতি বাক্স ১০০ টাকা, ১ লিটার মাঠার বোতল ৮০ টাকা, ২ লিটার পেস্তা বাদাম শরবতের বোতল ২০০ টাকা। জিলাপি প্রতি পিস ৫-১০ টাকা, ছোলা বুট প্রতি কেজি ১০০ টাকা, প্রতি পিছ সাসলিক ৭০ টাকা, আস্ত মুরগির গ্রিল ৩৮০ টাকা, চিকেন মুঠি কাবাব ২০ টাকা, সমুচা ১০ টাকা, চিকেন হট ডগ ৫০ টাকা, চিকেন জালি কাবাব ২০ টাকা, চিকেন ফ্রাই ৭০ টাকা, চিকেন রোল প্যাটিস ৪০ টাকা, চিকেন প্যাটিস ৪৫ টাকা, দইয়ের বড়া ১০ টির প্যাকেজ ২০০ টাকা, মুড়ি ১৪০ টাকা কেজি, গরুর প্রতি পিছ কোপ্তা ২০ টাকা, চিকেন কোপ্তা ২০ টাকা, চিনির জিলাপি কেজি ২০০ টাকা।
এ ছাড়া ঢাকায় যুগ যুগ ধরে চলে আসা স্থানীয় খাবার গরুর সুতি কাবাব কেজি ১০০০ টাকা, খাসির সুতি কাবাব কেজি ১২০০ টাকা। কোয়েল পাখি আস্ত ভুনা ৮০ টাকা, বড় বাপের পোলায় খায় কেজি ৬০০ টাকা, হালিম ৪০০ টাকা কেজি। এই আইটেমগুলো কিনতে ভিড় বেশি দেখা যায়। তাই দীর্ঘ লাইন ধরে খাবার কিনতে হয় ক্রেতাদের। তবে এ বছর খাবারের দাম তুলনামূলক বেশি বলে জানান ক্রেতা ও বিক্রেতারা।
চকবাজারে বড় বাপের পোলায় খায় বিক্রেতা জুয়েল বলেন, ‘৭২ বছর ধরে এ খাবার আমরা বিক্রি করে আসছি। মূলত এ খাবার সবাই পছন্দ করে বলেই যুগ যুগ ধরে বিক্রি হয়ে আসছে। এটা ১২টা পদ ও মসলা দ্বারা বানানো হয়। প্রতিদিনের মাল প্রতিদিন শেষ হয়ে যায়। আজ ৫-৭ মন বড় বাপের পোলায় খায়, ১০০ কেজি সুতি কাবাব, আস্ত মুরগি ৪০০ পিচ ও কোয়েল ৬০০ পিচ এনেছি। সবই দুই ঘণ্টার মধ্যে বিক্রি শেষ। গত দুই বছর দোকান বসেনি। এবার বসছে। আশা করছি ভালো লাভবান হবো।’
ইফতার কিনতে আসা নাজিম উদ্দীন বলেন, ‘আমরা সূত্রাপুর মেসে থাকি। মেসের সবাই মিলে এক সাথে ইফতার করবো এ জন্য ইফতার কিনতে এসেছি। এখান থেকে চিকেন জালি কাবাব, চিকেন ফ্রাই, চিকেন প্যাটিস, দইয়ের বড়া ১০ টির প্যাকেজ কিনেছি। তবে এবার পূর্বের তুলনায় দাম একটু বেশি।’
এদিকে চকবাজারে পুরান ঢাকার বাহির থেকেও অনেকে ইফতার কিনতে এসেছেন। গুলশান থেকে চকবাজারে ইফতার কিনতে আসা সাইফুর রহমান শিহাব বলেন, ‘অফিস শেষ করেই ইফতার কিনতে এদিকে চলে এসেছি। হালিম আমাদের পরিবারের খুব প্রিয়। এখানে লাইনে দাঁড়িয়ে হালিম নিয়েছি। এছাড়াও “বড় বাপের পোলায় খায়” কিনে নিলাম। এখন বাসায় সবাই মিলে ইফতার করবো।’
এদিকে চকবাজার এলাকার ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম বলেন, ‘করোনা স্বাভাবিক হলেও বেচাকেনা করার সময় স্বাস্থ্যবিধি পালনে বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে। সীমিত পরিসরে বাজারের আয়োজন করতে বলেছি। সবাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খাবার বিক্রি করছে। রমজান মানে রহমতের মাস। চকবাজারও যেন আমাদের রহমতের জায়গা।’
রমজান উপলক্ষে প্রতিবছরের মত এবারও পুরান ঢাকার চকবাজারে জমে উঠেছে ইফতারের বাজার। করোনার জন্য গত দুই বছর এত জমজমাট ছিল না চকবাজার। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পূর্বের মত জমে উঠেছে চকবাজারের ইফতার বাজার। পূর্বের মত আবার শুরু হয়েছে ‘বড় বাপের পোলায় খায়, ঠোঙায় ভরে নিয়ে যায়’ হাঁকডাক।
আজ সোমবার রমজানের দ্বিতীয় দিনে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজার চকবাজারকে পুনরায় জমজমাট দেখা যায়। সরেজমিনে দেখা যায়, দুপুর থেকেই বাহারি ইফতারি খাবারের পসরা নিয়ে বসেন দোকানিরা। তবে দুপুর গড়িয়ে যতোই বিকেল হতে থাকে ততই চকবাজারে ভিড় বাড়তে থাকে। ঐতিহ্যবাহী সকল খাবারের দোকানের সামনে পড়ে যায় রীতিমতো লম্বা লাইন।
চকবাজারে নানা ধরনের বাহারী ও ঐতিহ্যবাহী ইফতার পাওয়া যায়। এর মধ্যে রয়েছে ফালুদা প্রতি বাক্স ২০০ টাকা, বড় সাইজের ফিন্নি প্রতি বাক্স ১০০ টাকা, ১ লিটার মাঠার বোতল ৮০ টাকা, ২ লিটার পেস্তা বাদাম শরবতের বোতল ২০০ টাকা। জিলাপি প্রতি পিস ৫-১০ টাকা, ছোলা বুট প্রতি কেজি ১০০ টাকা, প্রতি পিছ সাসলিক ৭০ টাকা, আস্ত মুরগির গ্রিল ৩৮০ টাকা, চিকেন মুঠি কাবাব ২০ টাকা, সমুচা ১০ টাকা, চিকেন হট ডগ ৫০ টাকা, চিকেন জালি কাবাব ২০ টাকা, চিকেন ফ্রাই ৭০ টাকা, চিকেন রোল প্যাটিস ৪০ টাকা, চিকেন প্যাটিস ৪৫ টাকা, দইয়ের বড়া ১০ টির প্যাকেজ ২০০ টাকা, মুড়ি ১৪০ টাকা কেজি, গরুর প্রতি পিছ কোপ্তা ২০ টাকা, চিকেন কোপ্তা ২০ টাকা, চিনির জিলাপি কেজি ২০০ টাকা।
এ ছাড়া ঢাকায় যুগ যুগ ধরে চলে আসা স্থানীয় খাবার গরুর সুতি কাবাব কেজি ১০০০ টাকা, খাসির সুতি কাবাব কেজি ১২০০ টাকা। কোয়েল পাখি আস্ত ভুনা ৮০ টাকা, বড় বাপের পোলায় খায় কেজি ৬০০ টাকা, হালিম ৪০০ টাকা কেজি। এই আইটেমগুলো কিনতে ভিড় বেশি দেখা যায়। তাই দীর্ঘ লাইন ধরে খাবার কিনতে হয় ক্রেতাদের। তবে এ বছর খাবারের দাম তুলনামূলক বেশি বলে জানান ক্রেতা ও বিক্রেতারা।
চকবাজারে বড় বাপের পোলায় খায় বিক্রেতা জুয়েল বলেন, ‘৭২ বছর ধরে এ খাবার আমরা বিক্রি করে আসছি। মূলত এ খাবার সবাই পছন্দ করে বলেই যুগ যুগ ধরে বিক্রি হয়ে আসছে। এটা ১২টা পদ ও মসলা দ্বারা বানানো হয়। প্রতিদিনের মাল প্রতিদিন শেষ হয়ে যায়। আজ ৫-৭ মন বড় বাপের পোলায় খায়, ১০০ কেজি সুতি কাবাব, আস্ত মুরগি ৪০০ পিচ ও কোয়েল ৬০০ পিচ এনেছি। সবই দুই ঘণ্টার মধ্যে বিক্রি শেষ। গত দুই বছর দোকান বসেনি। এবার বসছে। আশা করছি ভালো লাভবান হবো।’
ইফতার কিনতে আসা নাজিম উদ্দীন বলেন, ‘আমরা সূত্রাপুর মেসে থাকি। মেসের সবাই মিলে এক সাথে ইফতার করবো এ জন্য ইফতার কিনতে এসেছি। এখান থেকে চিকেন জালি কাবাব, চিকেন ফ্রাই, চিকেন প্যাটিস, দইয়ের বড়া ১০ টির প্যাকেজ কিনেছি। তবে এবার পূর্বের তুলনায় দাম একটু বেশি।’
এদিকে চকবাজারে পুরান ঢাকার বাহির থেকেও অনেকে ইফতার কিনতে এসেছেন। গুলশান থেকে চকবাজারে ইফতার কিনতে আসা সাইফুর রহমান শিহাব বলেন, ‘অফিস শেষ করেই ইফতার কিনতে এদিকে চলে এসেছি। হালিম আমাদের পরিবারের খুব প্রিয়। এখানে লাইনে দাঁড়িয়ে হালিম নিয়েছি। এছাড়াও “বড় বাপের পোলায় খায়” কিনে নিলাম। এখন বাসায় সবাই মিলে ইফতার করবো।’
এদিকে চকবাজার এলাকার ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম বলেন, ‘করোনা স্বাভাবিক হলেও বেচাকেনা করার সময় স্বাস্থ্যবিধি পালনে বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে। সীমিত পরিসরে বাজারের আয়োজন করতে বলেছি। সবাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খাবার বিক্রি করছে। রমজান মানে রহমতের মাস। চকবাজারও যেন আমাদের রহমতের জায়গা।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে