Ajker Patrika

জাহাঙ্গীরনগরে গবেষণা বিষয়ক কর্মশালা সম্পন্ন

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগরে গবেষণা বিষয়ক কর্মশালা সম্পন্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে গবেষণা বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে ‘ডাটা অ্যানালাইসিস, সায়েন্টিফিক রাইটিং অ্যান্ড পাবলিকেশন’ শীর্ষক এই কর্মশালা শুরু হয়। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চতর গবেষণা কর্মসূচির আওতায় এই আয়োজন শেষ হয়।

কর্মশালার আয়োজক কিটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাত্রদের গবেষণায় মনোযোগী করতে, গবেষণা প্রবন্ধ লিখতে এবং পাবলিকেশন এর দক্ষতা বৃদ্ধি করার উদ্দেশ্য নিয়ে আমাদের এই কর্মশালা সম্পন্ন হয়েছে।’

কর্মশালার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মঞ্জুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুল জাব্বার হাওলাদার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ এবং প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মনিরুল হাসান খান।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার জুলফিকার রহমান, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর সহকারী অধ্যাপক তালহা বিন ইমরান ও জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শাহিদুজ্জামান সোহেল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত