সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় দুর্ঘটনায় গ্রেপ্তার বাসচালকের ডোপ টেস্ট করা হয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন বিষয়টি ধরা পড়েছে।
আজ রোববার (২৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের অতিরিক্ত ডিআইজি ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া। হাইওয়ে থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলেন তিনি বলেন, দুর্ঘটনায় দায় চালক, মালিক, কেউ এড়াতে পারে না। ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাতনামা আরও অনেক আসামি রয়েছে। যাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় দক্ষিণ কেরানীগঞ্জে ব্যাপারী পরিবহনের ধাক্কায় একই পরিবারের চারজনসহ ছয়জন নিহত হয়। এ ঘটনায় বেপারী পরিবহনের মালিক মো. ডাবলু ব্যাপারীকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁকে মাদারীপুরের শিবচর থেকে গ্রেপ্তার করা হয়।
ডাবলু ব্যাপারী মাদারীপুরের শিবচরের বাসিন্দা। এর আগে গত শুক্রবার (২৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় বাসটির চালক মো. নুরুদ্দিনকে (২৯)।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বাসটির ফিটনেস ছিল না। দুর্ঘটনা ঘটার আগের দিন বাসটি ঠিকঠাক (মেরামত) করে রাস্তায় নামানো হয়েছিল। এক বছর আগেই মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তারা তা নবায়ন করেনি। এ ছাড়া বাসচালকের ড্রাইভিং লাইসেন্সও নেই।
বাসটি ৬০ জন যাত্রী নিয়ে সকাল সোয়া ১০টার দিকে ঢাকার সায়েদাবাদ থেকে পটুয়াখালীর উদ্দেশে যাত্রা শুরু করে। গন্তব্যস্থলে দ্রুত পৌঁছাতে শুরু থেকেই বেপরোয়াভাবে বাসটি চালানো হচ্ছিল। বেলা সোয়া ১১টার দিকে ধলেশ্বরী টোল প্লাজায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার ও মোটরসাইকেলের ওপর উঠিয়ে দেয়। পরে বাসটির চালক ও সহকারী কৌশলে পালিয়ে যান। শুক্রবার চালককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর চালকের ডোপ টেস্ট করা হয়েছে। তিনি মাদক সেবন করতেন। চালকের ড্রাইভিং লাইসেন্স ছিল না।
বাসচাপায় নিহতরা হলেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের নন্দনকোনা গ্রামের প্রয়াত সুমন খানের মেয়ে আমেনা আক্তার (৪০), তাঁর বড় মেয়ে ইসরাত জাহান (২৪), ছোট মেয়ে রিহা মনি (১১), ইসরাত জাহানের ছেলে আইয়াজ হোসেন (২), মোটরসাইকেলের চালক সুমন মিয়ার স্ত্রী রেশমা আক্তার (২৬) ও তাঁর ছেলে মো. আবদুল্লাহ (৭)।
এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন প্রাইভেট কারের মালিক সোহান (২৮), তাঁর বোন ফাহমিদা আক্তার (১৭), স্ত্রী আনামিকা আক্তার (২০) ও মোটরসাইকেলের চালক সুমন মিয়া (৪২)।
এ ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যায় নিহত আমেনা আক্তারে বড় ভাই মো. নরুল আমিন বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন। মামলায় বাসমালিক, চালক, চালকের সহকারীকে আসামি করা হয়।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় দুর্ঘটনায় গ্রেপ্তার বাসচালকের ডোপ টেস্ট করা হয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন বিষয়টি ধরা পড়েছে।
আজ রোববার (২৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের অতিরিক্ত ডিআইজি ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া। হাইওয়ে থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলেন তিনি বলেন, দুর্ঘটনায় দায় চালক, মালিক, কেউ এড়াতে পারে না। ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাতনামা আরও অনেক আসামি রয়েছে। যাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় দক্ষিণ কেরানীগঞ্জে ব্যাপারী পরিবহনের ধাক্কায় একই পরিবারের চারজনসহ ছয়জন নিহত হয়। এ ঘটনায় বেপারী পরিবহনের মালিক মো. ডাবলু ব্যাপারীকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁকে মাদারীপুরের শিবচর থেকে গ্রেপ্তার করা হয়।
ডাবলু ব্যাপারী মাদারীপুরের শিবচরের বাসিন্দা। এর আগে গত শুক্রবার (২৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় বাসটির চালক মো. নুরুদ্দিনকে (২৯)।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বাসটির ফিটনেস ছিল না। দুর্ঘটনা ঘটার আগের দিন বাসটি ঠিকঠাক (মেরামত) করে রাস্তায় নামানো হয়েছিল। এক বছর আগেই মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তারা তা নবায়ন করেনি। এ ছাড়া বাসচালকের ড্রাইভিং লাইসেন্সও নেই।
বাসটি ৬০ জন যাত্রী নিয়ে সকাল সোয়া ১০টার দিকে ঢাকার সায়েদাবাদ থেকে পটুয়াখালীর উদ্দেশে যাত্রা শুরু করে। গন্তব্যস্থলে দ্রুত পৌঁছাতে শুরু থেকেই বেপরোয়াভাবে বাসটি চালানো হচ্ছিল। বেলা সোয়া ১১টার দিকে ধলেশ্বরী টোল প্লাজায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার ও মোটরসাইকেলের ওপর উঠিয়ে দেয়। পরে বাসটির চালক ও সহকারী কৌশলে পালিয়ে যান। শুক্রবার চালককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর চালকের ডোপ টেস্ট করা হয়েছে। তিনি মাদক সেবন করতেন। চালকের ড্রাইভিং লাইসেন্স ছিল না।
বাসচাপায় নিহতরা হলেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের নন্দনকোনা গ্রামের প্রয়াত সুমন খানের মেয়ে আমেনা আক্তার (৪০), তাঁর বড় মেয়ে ইসরাত জাহান (২৪), ছোট মেয়ে রিহা মনি (১১), ইসরাত জাহানের ছেলে আইয়াজ হোসেন (২), মোটরসাইকেলের চালক সুমন মিয়ার স্ত্রী রেশমা আক্তার (২৬) ও তাঁর ছেলে মো. আবদুল্লাহ (৭)।
এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন প্রাইভেট কারের মালিক সোহান (২৮), তাঁর বোন ফাহমিদা আক্তার (১৭), স্ত্রী আনামিকা আক্তার (২০) ও মোটরসাইকেলের চালক সুমন মিয়া (৪২)।
এ ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যায় নিহত আমেনা আক্তারে বড় ভাই মো. নরুল আমিন বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন। মামলায় বাসমালিক, চালক, চালকের সহকারীকে আসামি করা হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২১ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২১ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২১ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২১ দিন আগে