প্রতিনিধি
ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা ২০ মে পর্যন্ত বন্ধ রাখার বিষয়ে পদক্ষেপ নিতে বলেছেন হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনকে এ বিষয়ে মৌখিকভাবে বলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আজ মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।
সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা ও দোকান নির্মাণ কার্যক্রমে আদালত অবমাননা হচ্ছে। এই মর্মে গত রোববার দুই আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ হাইকোর্টে একটি আবেদন করেন। আবেদনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মো. শামিম আখতার ও প্রধান স্থপতি মীর মনজুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলা হয়। সেই সঙ্গে উদ্যানে গাছ কাটা ও রেস্তোরাঁ বা দোকান নির্মাণের কার্যক্রমের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনাও চাওয়া হয়।
আজ আবেদনটি শুনানির জন্য ওঠে। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনের উদ্দেশে আদালত বলেন, ২০ মে আবেদনটি শুনানির জন্য আসবে। আপনি মৌখিকভাবে বলে দেবেন এসময় পর্যন্ত যেন গাছ না কাটে। আপাতত যেন গাছ না কাটে।
প্রসঙ্গত, হাঁটার পথ ও রেস্তোরাঁ নির্মাণের জন্য সোহরাওয়ার্দী উদ্যানের বেশ কিছু গাছ কাটা হয়েছে। কাটার জন্য আরও কিছু গাছে ক্রসচিহ্ন দেওয়া হয়েছে। সচেতন নাগরিকরা এর প্রতিবাদ করছেন।
রিটকারী আইনজীবীর ভাষ্যমতে, সোহরাওয়ার্দী উদ্যানের বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা সংরক্ষণের নির্দেশনা চেয়ে ২০০৯ সালে রিট করা হয়। রিটের পরিপ্রেক্ষিতে ওই বছরের ৬ জুলাই হাইকোর্ট ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের স্থান এবং ১৬ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানের স্থান সংরক্ষণ করাসহ কয়েকটি নির্দেশনা দেন। অন্যসব স্থাপনা অবিলম্বে অপসারণ করতেও বলা হয়। গাছ আবেদনে বলা হয়েছে, গাছ কেটে উদ্যানের মধ্যে ব্যবসায়িক স্বার্থে রেস্টুরেন্ট বা দোকান নির্মাণ শুধু আদালতের রায়ই নয়, বরং পরিবেশ সংরক্ষণ আইনেরও পরিপন্থী।
ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা ২০ মে পর্যন্ত বন্ধ রাখার বিষয়ে পদক্ষেপ নিতে বলেছেন হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনকে এ বিষয়ে মৌখিকভাবে বলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আজ মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।
সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা ও দোকান নির্মাণ কার্যক্রমে আদালত অবমাননা হচ্ছে। এই মর্মে গত রোববার দুই আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ হাইকোর্টে একটি আবেদন করেন। আবেদনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মো. শামিম আখতার ও প্রধান স্থপতি মীর মনজুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলা হয়। সেই সঙ্গে উদ্যানে গাছ কাটা ও রেস্তোরাঁ বা দোকান নির্মাণের কার্যক্রমের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনাও চাওয়া হয়।
আজ আবেদনটি শুনানির জন্য ওঠে। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনের উদ্দেশে আদালত বলেন, ২০ মে আবেদনটি শুনানির জন্য আসবে। আপনি মৌখিকভাবে বলে দেবেন এসময় পর্যন্ত যেন গাছ না কাটে। আপাতত যেন গাছ না কাটে।
প্রসঙ্গত, হাঁটার পথ ও রেস্তোরাঁ নির্মাণের জন্য সোহরাওয়ার্দী উদ্যানের বেশ কিছু গাছ কাটা হয়েছে। কাটার জন্য আরও কিছু গাছে ক্রসচিহ্ন দেওয়া হয়েছে। সচেতন নাগরিকরা এর প্রতিবাদ করছেন।
রিটকারী আইনজীবীর ভাষ্যমতে, সোহরাওয়ার্দী উদ্যানের বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা সংরক্ষণের নির্দেশনা চেয়ে ২০০৯ সালে রিট করা হয়। রিটের পরিপ্রেক্ষিতে ওই বছরের ৬ জুলাই হাইকোর্ট ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের স্থান এবং ১৬ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানের স্থান সংরক্ষণ করাসহ কয়েকটি নির্দেশনা দেন। অন্যসব স্থাপনা অবিলম্বে অপসারণ করতেও বলা হয়। গাছ আবেদনে বলা হয়েছে, গাছ কেটে উদ্যানের মধ্যে ব্যবসায়িক স্বার্থে রেস্টুরেন্ট বা দোকান নির্মাণ শুধু আদালতের রায়ই নয়, বরং পরিবেশ সংরক্ষণ আইনেরও পরিপন্থী।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫