সাভার (ঢাকা) প্রতিনিধি
সাদা কাগজে স্বাক্ষর ও তারিখ লিখে বাসের টিকিট বলে বিক্রি করত একটি চক্র। দূরপাল্লার বাসস্ট্যান্ডে ঘুরে ঘুরে সহজ-সরল যাত্রীদের টার্গেট করে এভাবে ফাঁদে ফেলত চক্রটি। পরে কৌশলে পালিয়ে যেত তারা। ওই চক্রের দুই সদস্যকে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার রাত ১১টার দিকে আশুলিয়ায় উত্তরবঙ্গমুখী বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুরের শিবচর এলাকার লিটন খান ওরফে লুটু মুন্সী (৩৭) ও পিরোজপুর সদর থানার মো. সেন্টু (২৯)। তাঁরা আশুলিয়া ও এর আশপাশের এলাকায় থাকতেন।
ভুক্তভোগী রাজু মিয়া প্রামাণিক পেশায় একজন পোশাকশ্রমিক। থাকেন আশুলিয়ার বাইপাইল পশ্চিমপাড়া এলাকায়। গ্রামের বাড়ি জামালপুরে যাওয়ার সময় প্রতারণার স্বীকার হন তিনি।
মামলার বিবরণে জানা গেছে, বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় লিটন খান ও সেন্টু ভুক্তভোগীকে কৌশলে জিজ্ঞেস করেন তিনি কোথায় যাবেন। জামালপুর বলার পরে তাঁরা জানান, তাঁদের কাছে টিকিট আছে। তিনি চাইলে ২০০ টাকায় নিতে পারবেন। পরে রাজি হলে তাঁরা সাদা কাগজে স্বাক্ষর করে সেটিকেই টিকিট বলে ভুক্তভোগীর হাতে ধরিয়ে দেন। পরে প্রতারণা বুঝতে পেরে টাকা ফেরত চান ভুক্তভোগী। টাকা ফেরত না দিলে র্যাবের টহল টিমকে জানান তিনি। পরে র্যাব আটক করে তাঁদের।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র্যাব জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ধরনের অপকর্ম করে আসছিলেন। তাঁদের কাছে সাদা কাগজের টিকিটসদৃশ কয়েকটি বান্ডেল পাওয়া গেছে।
র্যাব ৪ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আসামিরা। তাঁদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। ভুক্তভোগী ব্যক্তি তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
সাদা কাগজে স্বাক্ষর ও তারিখ লিখে বাসের টিকিট বলে বিক্রি করত একটি চক্র। দূরপাল্লার বাসস্ট্যান্ডে ঘুরে ঘুরে সহজ-সরল যাত্রীদের টার্গেট করে এভাবে ফাঁদে ফেলত চক্রটি। পরে কৌশলে পালিয়ে যেত তারা। ওই চক্রের দুই সদস্যকে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার রাত ১১টার দিকে আশুলিয়ায় উত্তরবঙ্গমুখী বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুরের শিবচর এলাকার লিটন খান ওরফে লুটু মুন্সী (৩৭) ও পিরোজপুর সদর থানার মো. সেন্টু (২৯)। তাঁরা আশুলিয়া ও এর আশপাশের এলাকায় থাকতেন।
ভুক্তভোগী রাজু মিয়া প্রামাণিক পেশায় একজন পোশাকশ্রমিক। থাকেন আশুলিয়ার বাইপাইল পশ্চিমপাড়া এলাকায়। গ্রামের বাড়ি জামালপুরে যাওয়ার সময় প্রতারণার স্বীকার হন তিনি।
মামলার বিবরণে জানা গেছে, বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় লিটন খান ও সেন্টু ভুক্তভোগীকে কৌশলে জিজ্ঞেস করেন তিনি কোথায় যাবেন। জামালপুর বলার পরে তাঁরা জানান, তাঁদের কাছে টিকিট আছে। তিনি চাইলে ২০০ টাকায় নিতে পারবেন। পরে রাজি হলে তাঁরা সাদা কাগজে স্বাক্ষর করে সেটিকেই টিকিট বলে ভুক্তভোগীর হাতে ধরিয়ে দেন। পরে প্রতারণা বুঝতে পেরে টাকা ফেরত চান ভুক্তভোগী। টাকা ফেরত না দিলে র্যাবের টহল টিমকে জানান তিনি। পরে র্যাব আটক করে তাঁদের।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র্যাব জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ধরনের অপকর্ম করে আসছিলেন। তাঁদের কাছে সাদা কাগজের টিকিটসদৃশ কয়েকটি বান্ডেল পাওয়া গেছে।
র্যাব ৪ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আসামিরা। তাঁদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। ভুক্তভোগী ব্যক্তি তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫