ঢামেক প্রতিবেদক
আজ রোববার বেলা পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দ্বিতীয় তলায় ময়লার স্তূপ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আতঙ্কগ্রস্ত হয়ে রোগী ও রোগীর স্বজনেরা ছোটাছুটি করতে থাকেন। তবে হাসপাতালের স্টাফদের সহায়তায় আগুন নিভিয়ে ফেলা হয়।
জানা যায়, জরুরি বিভাগের ওপরে নিউরোসার্জারি ওয়ার্ডের বেলকুনিতে ময়লার স্তূপ ছিল। সেখানে একটি পরিত্যক্ত পানির ট্যাংক ছিল। আগুনে পানির ট্যাংকের অর্ধেক ও একটি চেয়ার পুড়ে গেছে। ওয়ার্ডজুড়ে ধোঁয়ার সৃষ্টি হয়। জরুরি বিভাগে লোকজনের ভিড়ের সৃষ্টি হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট হাসপাতালে আসে। কিন্তু ততক্ষণে আগুন নিভে যায়।
নিউরোসার্জারি ওয়ার্ডের ওয়ার্ডমাস্টার আবুল হোসেন জানান, ধারণা করা হচ্ছে, কেউ বাথরুমে ঢুকে সিগারেট খেয়ে ময়লার স্তূপে ফেলেছে। এতে আগুনের সৃষ্টি হয় এবং ধোঁয়ায় ওয়ার্ডগুলো অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। পরে হাসপাতালের কর্মীরা অগ্নিনির্বাপণের যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফয়সালুর রহমান জানান, ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের দ্বিতীয় তলায় বারান্দায় ময়লার স্তূপ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুর ১টার দিকে হাসপাতালে যাই। তবে আগেই হাসপাতালের কর্মচারীরা আগুন নিভিয়ে ফেলে। সেখানে পরিত্যক্ত প্লাস্টিকের পানির ট্যাংকসহ অন্যান্য পরিত্যক্ত মালামাল আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, নিক্ষিপ্ত সিগারেট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
হাসপাতালের ২০১ নম্বর ওয়ার্ডের ভর্তি রোগী আব্দুর রশিদের (৬০) স্ত্রী নাজমা বেগম বলেন, ‘আমাদের বাসা বংশালে। এক মাস আগে হাসপাতালে ভর্তি হই। আজকে হাসপাতালের বাইরের দিক থেকে আগুনে পোড়ার গন্ধ পাচ্ছিলাম। কিন্তু আগুন লেগেছে বুঝতে পারিনি। কিছুক্ষণ পর আগুনের ধোঁয়ায় ওয়ার্ড অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে।’
আজ রোববার বেলা পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দ্বিতীয় তলায় ময়লার স্তূপ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আতঙ্কগ্রস্ত হয়ে রোগী ও রোগীর স্বজনেরা ছোটাছুটি করতে থাকেন। তবে হাসপাতালের স্টাফদের সহায়তায় আগুন নিভিয়ে ফেলা হয়।
জানা যায়, জরুরি বিভাগের ওপরে নিউরোসার্জারি ওয়ার্ডের বেলকুনিতে ময়লার স্তূপ ছিল। সেখানে একটি পরিত্যক্ত পানির ট্যাংক ছিল। আগুনে পানির ট্যাংকের অর্ধেক ও একটি চেয়ার পুড়ে গেছে। ওয়ার্ডজুড়ে ধোঁয়ার সৃষ্টি হয়। জরুরি বিভাগে লোকজনের ভিড়ের সৃষ্টি হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট হাসপাতালে আসে। কিন্তু ততক্ষণে আগুন নিভে যায়।
নিউরোসার্জারি ওয়ার্ডের ওয়ার্ডমাস্টার আবুল হোসেন জানান, ধারণা করা হচ্ছে, কেউ বাথরুমে ঢুকে সিগারেট খেয়ে ময়লার স্তূপে ফেলেছে। এতে আগুনের সৃষ্টি হয় এবং ধোঁয়ায় ওয়ার্ডগুলো অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। পরে হাসপাতালের কর্মীরা অগ্নিনির্বাপণের যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফয়সালুর রহমান জানান, ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের দ্বিতীয় তলায় বারান্দায় ময়লার স্তূপ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুর ১টার দিকে হাসপাতালে যাই। তবে আগেই হাসপাতালের কর্মচারীরা আগুন নিভিয়ে ফেলে। সেখানে পরিত্যক্ত প্লাস্টিকের পানির ট্যাংকসহ অন্যান্য পরিত্যক্ত মালামাল আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, নিক্ষিপ্ত সিগারেট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
হাসপাতালের ২০১ নম্বর ওয়ার্ডের ভর্তি রোগী আব্দুর রশিদের (৬০) স্ত্রী নাজমা বেগম বলেন, ‘আমাদের বাসা বংশালে। এক মাস আগে হাসপাতালে ভর্তি হই। আজকে হাসপাতালের বাইরের দিক থেকে আগুনে পোড়ার গন্ধ পাচ্ছিলাম। কিন্তু আগুন লেগেছে বুঝতে পারিনি। কিছুক্ষণ পর আগুনের ধোঁয়ায় ওয়ার্ড অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫