Ajker Patrika

ডেঙ্গুতে নতুন ভর্তি ২১০ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডেঙ্গুতে নতুন ভর্তি ২১০ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ এখনো কমছে না। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২১০ জন। এদের মধ্যে ঢাকার ১৮১ জন। এর আগেরদিন রোগী ছিল ২২৪ জন। 

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে ৯ দিনে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৯৫ জন। গত রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত মোট রোগী ভর্তি হয় ২১০ জন। গত এক সপ্তাহ ধরেই রোগী শনাক্ত দৈনিক দুই শতাধিক হচ্ছে। এতে চলতি মাসের ৯ দিনে রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৯৫ জন। 
 
গত রোববার থেকে গতকাল সোমবার সকাল আটটা পর্যন্ত রাজধানীর মিটফোর্ড হাসপাতালে নতুন রোগী ভর্তি হন ৩৪ জন, শিশু হাসপাতালে ১৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১২ জন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একজন রোগী ভর্তি হয়েছেন। সরকারি হাসপাতালে মোট ৬০ জন রোগী ভর্তি হন। অবশিষ্ট ১২১ জন রোগী বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২৯ জন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি হন ৪ হাজার ৭৫৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ হাজার ৮০৮ জন। দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৯৩১ জন। আর রাজধানীর ৪১টি সরকারি–বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৮৬৩ জন এবং ঢাকার বাইরে ভর্তি রয়েছেন ৬৮ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত