Ajker Patrika

স্বাস্থ্যবিধি মানাতে মেয়র আতিকের অ্যাকশন

নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্যবিধি মানাতে মেয়র আতিকের অ্যাকশন

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মার্কেটে অভিযান চালিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। এসময় স্বাস্থ্যবিধি না মানায় তিনি বিভিন্ন দোকান বন্ধ করে দেন।

আজ বুধবার বিকেলে গুলশান-১ এলাকার বিভিন্ন বিপণিবিতান ও দোকানে স্বাস্থ্যবিধি পালন করা হচ্ছে কি-না সরেজমিনে দেখতে এ অভিযানে যান মেয়র।

এসময় মেয়রের সঙ্গে গুলশান শপিং সেন্টারে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট। অভিযানকালে এমএম ট্রেডিং সেন্টার, গুলশান হার্ডওয়্যারসহ তিনটি দোকানে মাস্ক ছাড়া ক্রেতা থাকায় দোকানগুলো বন্ধ করার নির্দেশ দেন মেয়র।

পাশাপাশি একটি দোকানে ৫০০ টাকা জরিমানা ও অনাদায়ে দোকান মালিককে এক মাসের জেল দেওয়া হয়।

মেয়র বলেন, নিজেদের নিরাপত্তার স্বার্থে আপনারা মাস্ক পরুন। আমি আবারও হুঁশিয়ার করে যাচ্ছি। কোথাও এমন অনিয়ম হলে, স্বাস্থ্যবিধি পালন না হলে সেই মার্কেট বা দোকান আমরা বন্ধ করে দেব। আমরা চাই না যে ঈদের আগে কারও দোকান বন্ধ হোক।

তিনি বলেন, ব্যবসায়ীরা দোকান খোলার আগে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে একটা মুচলেকা দিয়েছিল। কিন্তু বাস্তবে সেটি হচ্ছে না। আমাকে দেখে অনেকেই মাস্ক পরেছেন কিন্তু এটা শুধু আমাকে দেখে করলে হবে না। সরকারের স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা অবশ্যই সবাইকে মেনে চলতে হবে।

এ সময় যাদের মুখে মাস্ক ছিল তাঁদেরকে মাস্ক উপহার দেন তিনি।

অভিযানে মেয়রের সঙ্গে ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহা. আমিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত