নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকার চলমান বিধিনিষেধ শিথিল করায় আগামী ১১ আগস্ট বুধবার থেকে চালু হচ্ছে যাত্রীবাহী আন্তনগর ও লোকাল ট্রেন। ফলে আজ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল ৮টা থেকে টিকিট বিক্রির কথা থাকলেও সার্ভার জটিলতার কারণে এক ঘণ্টা দেরিতে সকাল ৯টা থেকে কমলাপুর রেল স্টেশনের কাউন্টারে টিকেট বিক্রি শুরু হয়েছে।
সোমবার ৯ আগস্ট সকাল থেকেই সারা দেশের স্টেশনের কাউন্টারে ও অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রতিটি ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করা হচ্ছে। ট্রেনের ৫০ শতাংশ টিকিট স্টেশনের কাউন্টারে এবং বাকি ৫০ শতাংশ টিকিট রেল সেবা অ্যাপস ও রেলের ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করা হবে। অনলাইনে টিকিট কাটতে ও সাধারণ মানুষকে খুব একটা বেগ পেতে হচ্ছে না বলে জানা গেছে।
অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, 'সকালে সার্ভার জটিলতার কারণে এক ঘণ্টা টিকিট বিক্রি করা যায়নি। সকাল ৯টা থেকে টিকিট বিক্রি শুরু করেছি। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও যাত্রীরা টিকিট কাটতে পারছেন। যাত্রার পাঁচদিন আগে অগ্রিম টিকিট কাটা যাবে। কমলাপুর স্টেশনের আটটি কাউন্টার টিকিট বিক্রির জন্য খুলে দেওয়া হয়েছে। বুধবার থেকে ৩৮ জোড়া আন্তনগর ও ২০ জোড়া লোকাল কমিউটার ট্রেন চলাচল করবে।'
এদিকে, টিকিট বিক্রির খবরে অনেকেই সকালে কমলাপুর রেলস্টেশনে আসেন। সার্ভার জটিলতার কারণে কাউন্টারে দাঁড়িয়ে থাকলেও টিকিট দেওয়া হয়নি। ফলে দীর্ঘ লাইন তৈরি হয় টিকিটের জন্য। দাঁড়ানো যাত্রীদের মধ্যে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। ৩ ফুট দূরত্বে দাঁড়িয়ে থাকার কথা বলা হলেও একজন আরেকজনের সঙ্গে গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে ছিল। এ বিষয়ে রেল কর্তৃপক্ষের নজরদারিও কিছুটা কম লক্ষ্য করা গেছে।
টিকিট কাটতে আসা যাত্রী জমির উদ্দিন বলেন, 'টিকিট কাটার জন্য সকাল সাতটায় স্টেশনের আসি। আটটার সময় টিকিট দেওয়ার কথা থাকলেও দিতে পারেনি। পরে এক ঘণ্টা দেরিতে টিকিট দেওয়া শুরু করেছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে কিছুটা ভোগান্তি হয়েছে। প্রথম দিনে কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় কিছুটা সমস্যা ছিল ফলে আমাদের কিছুটা কষ্ট হচ্ছে।'
রবিবার ট্রেন চালু হওয়ার বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে জানিয়েছিল, আন্তনগর ট্রেনে দাঁড়িয়ে যাত্রী নেওয়া হবে না। বিক্রি করা হবে না স্ট্যান্ডিং টিকিট। তা ছাড়া ট্রেন চালানোর ক্ষেত্রে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা হবে।
সরকার চলমান বিধিনিষেধ শিথিল করায় আগামী ১১ আগস্ট বুধবার থেকে চালু হচ্ছে যাত্রীবাহী আন্তনগর ও লোকাল ট্রেন। ফলে আজ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল ৮টা থেকে টিকিট বিক্রির কথা থাকলেও সার্ভার জটিলতার কারণে এক ঘণ্টা দেরিতে সকাল ৯টা থেকে কমলাপুর রেল স্টেশনের কাউন্টারে টিকেট বিক্রি শুরু হয়েছে।
সোমবার ৯ আগস্ট সকাল থেকেই সারা দেশের স্টেশনের কাউন্টারে ও অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রতিটি ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করা হচ্ছে। ট্রেনের ৫০ শতাংশ টিকিট স্টেশনের কাউন্টারে এবং বাকি ৫০ শতাংশ টিকিট রেল সেবা অ্যাপস ও রেলের ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করা হবে। অনলাইনে টিকিট কাটতে ও সাধারণ মানুষকে খুব একটা বেগ পেতে হচ্ছে না বলে জানা গেছে।
অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, 'সকালে সার্ভার জটিলতার কারণে এক ঘণ্টা টিকিট বিক্রি করা যায়নি। সকাল ৯টা থেকে টিকিট বিক্রি শুরু করেছি। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও যাত্রীরা টিকিট কাটতে পারছেন। যাত্রার পাঁচদিন আগে অগ্রিম টিকিট কাটা যাবে। কমলাপুর স্টেশনের আটটি কাউন্টার টিকিট বিক্রির জন্য খুলে দেওয়া হয়েছে। বুধবার থেকে ৩৮ জোড়া আন্তনগর ও ২০ জোড়া লোকাল কমিউটার ট্রেন চলাচল করবে।'
এদিকে, টিকিট বিক্রির খবরে অনেকেই সকালে কমলাপুর রেলস্টেশনে আসেন। সার্ভার জটিলতার কারণে কাউন্টারে দাঁড়িয়ে থাকলেও টিকিট দেওয়া হয়নি। ফলে দীর্ঘ লাইন তৈরি হয় টিকিটের জন্য। দাঁড়ানো যাত্রীদের মধ্যে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। ৩ ফুট দূরত্বে দাঁড়িয়ে থাকার কথা বলা হলেও একজন আরেকজনের সঙ্গে গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে ছিল। এ বিষয়ে রেল কর্তৃপক্ষের নজরদারিও কিছুটা কম লক্ষ্য করা গেছে।
টিকিট কাটতে আসা যাত্রী জমির উদ্দিন বলেন, 'টিকিট কাটার জন্য সকাল সাতটায় স্টেশনের আসি। আটটার সময় টিকিট দেওয়ার কথা থাকলেও দিতে পারেনি। পরে এক ঘণ্টা দেরিতে টিকিট দেওয়া শুরু করেছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে কিছুটা ভোগান্তি হয়েছে। প্রথম দিনে কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় কিছুটা সমস্যা ছিল ফলে আমাদের কিছুটা কষ্ট হচ্ছে।'
রবিবার ট্রেন চালু হওয়ার বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে জানিয়েছিল, আন্তনগর ট্রেনে দাঁড়িয়ে যাত্রী নেওয়া হবে না। বিক্রি করা হবে না স্ট্যান্ডিং টিকিট। তা ছাড়া ট্রেন চালানোর ক্ষেত্রে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২২ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২২ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২২ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২২ দিন আগে