সাভার (ঢাকা) প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় আর্থিক লেনদেনকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে এক ব্যক্তিকে মারধর করে তাঁর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক দম্পতিসহ তাঁদের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়। গতকাল রোববার রাতে দম্পতিকে এবং আজ দুপুরে তাঁদের সহযোগীকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা-পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন আশুলিয়ার চিত্রশাইল এলাকার সোহরাব শেখের ছেলে সুমন শেখ (৪৫), তাঁর স্ত্রী মোছা. রত্না বেগম (৩৮) ও তাঁদের সহযোগী রাইতুল ইসলাম মুন্সী (২২)।
এ ঘটনায় ভুক্তভোগী হলেন নান্নু মিয়া (২৫)। তাঁর বাড়ি দিনাজপুরে। তিনি গাজীপুরের কাশিমপুর থানাধীন পানিশাইল এলাকায় ভাড়া থেকে আশুলিয়ার একটি ক্যাপ কারখানায় চাকরি করেন। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা করেছেন ভুক্তভোগীর ভাই রাজু আহমেদ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বর্তমান কারখানায় চাকরি পাওয়ার আগে বেশ কিছুদিন কর্মহীন ছিলেন ভুক্তভোগী নান্নু মিয়া। এ সময় সুমন শেখের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে শত্রুতা তৈরি হয়। এরই জেরে গতকাল রোববার নান্নু মিয়াকে কৌশলে নিজের বাসায় ডেকে নেন সুমন শেখ। দুই দফা মারধর করার পর সুমন শেখ তাঁর স্ত্রীকে নান্নুর পুরুষাঙ্গ কাটতে বলেন। পরে গ্রেপ্তার হওয়া রাইতুল নান্নুর পা চেপে ধরে রাখেন এবং রত্না বেগম নান্নুর পুরুষাঙ্গ কেটে দেন।
একপর্যায়ে অবস্থা বেগতিক দেখে নান্নু মিয়াকে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন সুমন শেখ। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নূর খান আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে অভিযান চালিয়ে প্রথমে স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। স্ত্রী প্রাথমিকভাবে স্বীকার করেছেন, তিনি স্বামীর নির্দেশে নান্নুর পুরুষাঙ্গ কেটেছেন।
ওসি আরও বলেন, আজ সকালে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত রাইতুল মুন্সীকেও গ্রেপ্তার করা হয়েছে। তিনিও স্বীকার করেছেন, পুরুষাঙ্গ কাটার সময় তিনি পা ধরে রেখেছিলেন। তাঁদের তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
সাভারের আশুলিয়ায় আর্থিক লেনদেনকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে এক ব্যক্তিকে মারধর করে তাঁর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক দম্পতিসহ তাঁদের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়। গতকাল রোববার রাতে দম্পতিকে এবং আজ দুপুরে তাঁদের সহযোগীকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা-পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন আশুলিয়ার চিত্রশাইল এলাকার সোহরাব শেখের ছেলে সুমন শেখ (৪৫), তাঁর স্ত্রী মোছা. রত্না বেগম (৩৮) ও তাঁদের সহযোগী রাইতুল ইসলাম মুন্সী (২২)।
এ ঘটনায় ভুক্তভোগী হলেন নান্নু মিয়া (২৫)। তাঁর বাড়ি দিনাজপুরে। তিনি গাজীপুরের কাশিমপুর থানাধীন পানিশাইল এলাকায় ভাড়া থেকে আশুলিয়ার একটি ক্যাপ কারখানায় চাকরি করেন। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা করেছেন ভুক্তভোগীর ভাই রাজু আহমেদ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বর্তমান কারখানায় চাকরি পাওয়ার আগে বেশ কিছুদিন কর্মহীন ছিলেন ভুক্তভোগী নান্নু মিয়া। এ সময় সুমন শেখের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে শত্রুতা তৈরি হয়। এরই জেরে গতকাল রোববার নান্নু মিয়াকে কৌশলে নিজের বাসায় ডেকে নেন সুমন শেখ। দুই দফা মারধর করার পর সুমন শেখ তাঁর স্ত্রীকে নান্নুর পুরুষাঙ্গ কাটতে বলেন। পরে গ্রেপ্তার হওয়া রাইতুল নান্নুর পা চেপে ধরে রাখেন এবং রত্না বেগম নান্নুর পুরুষাঙ্গ কেটে দেন।
একপর্যায়ে অবস্থা বেগতিক দেখে নান্নু মিয়াকে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন সুমন শেখ। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নূর খান আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে অভিযান চালিয়ে প্রথমে স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। স্ত্রী প্রাথমিকভাবে স্বীকার করেছেন, তিনি স্বামীর নির্দেশে নান্নুর পুরুষাঙ্গ কেটেছেন।
ওসি আরও বলেন, আজ সকালে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত রাইতুল মুন্সীকেও গ্রেপ্তার করা হয়েছে। তিনিও স্বীকার করেছেন, পুরুষাঙ্গ কাটার সময় তিনি পা ধরে রেখেছিলেন। তাঁদের তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫