Ajker Patrika

 ৩০ শতাংশ ঝুঁকি ভাতাসহ নার্সদের ৫ দফা দাবি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ৩০ শতাংশ ঝুঁকি ভাতাসহ নার্সদের ৫ দফা দাবি 

মূল বেতনের ৩০ শতাংশ ঝুঁকি ভাতা নিশ্চিত করাসহ ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন। আজ রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনের নেতারা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব মইনুল হাসান। তাদের দাবির মধ্যে রয়েছে—স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোজিস্টদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের প্রজ্ঞাপন বাতিল করার পাশাপাশি, ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি কোর্সকে স্নাতক ডিগ্রিতে রূপান্তর করা, গ্র্যাজুয়েট নার্সদের জন্য স্পেশাল ক্যাডার সার্ভিস চালু করা ও প্রথম শ্রেণির শূন্য পদে নিয়োগের ব্যবস্থা করা, মূল বেতনের ৩০ শতাংশ ঝুঁকি ভাতা দেওয়া, ইন্টার্নশিপ ভাতা ২০ হাজার টাকা করা এবং নীতিমালা অনুসরণ না করে গড়ে ওঠা নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করা। 

আগামী ৩০ মের মধ্যে এসব দাবি পালন না হলে সারা দেশে মানববন্ধন পালনের ঘোষণাও দেন সংগঠনের নেতারা। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি খান মো. গোলাম মোর্শেদ, মহাসচিব ইসরাইল হোসেন, লিগ্যাল অ্যাডভাইজার হোসাইন আহমেদ শিপনসহ সংগঠনের নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত