Ajker Patrika

সাংবাদিকের ওপর হামলা ও আইনশৃঙ্খলা বাহিনীর অসহযোগিতায় ডিইউজের উদ্বেগ

সাংবাদিকের ওপর হামলা ও আইনশৃঙ্খলা বাহিনীর অসহযোগিতায় ডিইউজের উদ্বেগ

সংবাদ সংগ্রহের সময়ে সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও গাড়ি ভাঙচুর এবং আইনশৃঙ্খলা বাহিনীর অসহযোগিতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

আজ মঙ্গলবার ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে এ হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চিকিৎসা সেবার নামে প্রতারণা করে সাধারণ মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় প্রতিবেদন করতে গিয়ে রাজধানীর কামরাঙ্গীরচরে এসপিএ মেডিকেল সেন্টারের মালিক নামধারী কতিপয় সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেনডেন্ট টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান মেজবাহ ও ভিডিও গ্রাফার সাজু মিয়া। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ক্যামেরা ও গাড়ি ভাঙচুর চালায় হামলাকারীরা। ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা পাওয়া যায়নি। উপরন্তু একজন পেশাদার সাংবাদিককে নিরাপত্তার বদলে হামলাকারীদের উসকে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি হামলাকারীদের পক্ষ নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানান নেতৃবৃন্দ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত