Ajker Patrika

হুমায়ুন আজাদ হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৩: ৫২
হুমায়ুন আজাদ হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক ও লেখক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আল-মামুন এই রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শুরা সদস্য মিজানুর রহমান ওরফে মিনহাজ মিজান ওরফে শাওন ওরফে সাকিব, আনোয়ার আলম ওরফে আনোয়ার, সালেহীন ওরফে সালাহউদ্দিন ও নুর মোহাম্মদ ওরফে শামীম। 

সালেহীন ওরফে সালাহউদ্দিন ও নুর মোহাম্মদ পলাতক থাকায় তাঁরা গ্রেপ্তার হওয়ার পর অথবা কোনো আদালতে আত্মসমর্পণের পর এই রায় কার্যকর হবে। 

আদালত রায়ে উল্লেখ করেছেন, আসামিদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। তবে দণ্ড কার্যকরের আগে ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী হাইকোর্টের অনুমোদন (ডেথ রেফারেন্স) নিতে হবে। আদালত মামলার নথি দ্রুত হাইকোর্টে পাঠানোর জন্য আদালতের সংশ্লিষ্টদের নির্দেশ দেন। 

রায় ঘোষণার আগে কারাগারে থাকা আসামি মিজানুর রহমান ওরফে শাওন ও আনোয়ার আলমকে আদালতে হাজির করা হয়। 

রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে গত ২৭ মার্চ রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। 

২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে বইমেলা থেকে ফেরার পথে হুমায়ুন আজাদকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরদিন তাঁর ভাই মঞ্জুর কবির রমনা থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। বিদেশে উন্নত চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হওয়ার পর ওই বছরের ৮ আগস্ট তিনি জার্মানিতে যান। পরে ১১ আগস্ট রাতে তিনি মারা যান। ১২ আগস্ট হুমায়ুন আজাদের মৃতদেহ উদ্ধার করেন জার্মানি পুলিশ। এরপর হত্যাচেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা এ মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা (খুন) সংযুক্ত করার আবেদন জানান। আদালত তা মঞ্জুর করলে, এটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। 

২০০৭ সালের ১৪ জানুয়ারি পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। ওই বছরই অভিযোগ গঠন করা হয়। অপর আসামি রকিবুল হাসান ওরফে হাফিজ মাহমুদ মারা যাওয়ায় তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

এই সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত