নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ শুক্রবার বইমেলার তৃতীয় দিন হলেও এ যেন মেলায় শিশুদের প্রথম দিন। আজ শুক্রবার বেলা ১১টায় মেলার প্রথম প্রহরেই মেলা প্রাঙ্গণ নানা বয়সী শিশুর পদচারণে মুখর হয়ে ওঠে। বেলা তিনটায় মেলায় শিশুদের অন্যতম আকর্ষণ ‘শিশুপ্রহর’-এর উদ্বোধন করেন কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল ও বাংলা একাডেমির সদস্যসচিব ড. মুজাহিদুল ইসলাম।
শিশুপ্রহর উদ্বোধনী অনুষ্ঠানে জাফর ইকবাল বলেন, ‘বাচ্চাদের হাতে মোবাইল নয়, বই দিন।’
জাফর ইকবাল বলেন, ‘সবাইকে বই পড়তে উৎসাহিত করতে হবে। অভিভাবকদের প্রতি অনুরোধ, অনেকেই খাওয়ার সময় বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে রাখেন। মোবাইল দেবেন না। তাদের হাতে বই দিন। তাদের বই পড়ে শোনান, তাহলে তারা যখন পড়তে শিখবে, তখন নিজেরাই বই পড়বে।’
উদ্বোধনের আগে ড. জাফর ইকবাল সাংবাদিকদের বলেন, ‘আমাদের দেশে বড়রা বই পড়ে না, বই যারা পড়ে তারা প্রধানত তরুণ। তরুণেরা যদি বই পড়ার অভ্যাসটা রাখে, তাহলে বড় হয়ে তারা বই পড়বে। তরুণদের বই পড়াটা যদি শেখাতে হয়, তাহলে খুব ছোটবেলা থেকেই শেখাতে হবে। আমাদের খুব ভালো লাগছে দেখে যে, বইমেলায় শিশুদের জন্য আলাদা একটি চত্বর আছে। মূলধারার প্রকাশনীগুলোতেও বাচ্চাদের অনেক বই আছে। সেগুলোও এখানে থাকলে বই বেশি থাকত। শিশুদের জন্য এমন নির্ধারিত একটি জায়গার উদ্যোগ বেশ চমৎকার।’
‘পড়ি বই, জানতে জানতে বড় হই’ স্লোগানে বইমেলায় শিশুপ্রহরের আয়োজন করেছে সিসিমপুর। এই আয়োজনে সিসিমপুরের হালুম, টুকটুকি, শিকু, ইকরিসহ সিসিমপুরের চরিত্ররা শিশুদের সঙ্গে মেলার আনন্দ ভাগাভাগি করবে।
সিসিমপুর স্টলের ইনচার্জ সজীব আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতি শুক্র ও শনিবার বেলা সাড়ে ১১টা, বেলা সাড়ে ৩টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় মোট তিনটি প্রহর হবে। শিশুদের জন্য সিসিমপুরের চরিত্র যেমন হালুম, ইকরি ও টুকটুকি থাকবে। এ ছাড়া শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলা, কুইজ, চিত্রাঙ্কন থাকবে।’
মেলায় আসা শিশু নাবাহা নুঝাত রাইফা আজকের পত্রিকাকে বলে, ‘সকালে মেলায় এসেছি। ড্রইং করেছি, খেলাধুলা করেছি আর বই কিনেছি। মেলায় অনেক ভালো লাগছে।’
আরেক শিশু রাইয়ান সাম্য আজকের পত্রিকাকে বলে, ‘এখানে হাতি, হাঁস, পাখির অনেক গল্পের বই আছে। ওই দিকে অনেক খেলা করেছি।’
নার্সারি পড়ুয়া তানভীর রাকিন আজকের পত্রিকাকে বলে, ‘সিসিমপুর দেখার জন্য এসেছি। টুকটুকি, হালুম, ইকরি, শিকু দেখতে এসেছি। শিকুর সঙ্গে খেলব, শিকু আমার সবচেয়ে প্রিয়।’
শিশুপ্রহরের উদ্বোধনী অনুষ্ঠানে বইমেলার সদস্যসচিব ড. মুজাহিদ বলেন, ‘আমি মনে করি, ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজন করতে পারব। আগে পরিসর ছোট থাকায় শিশুরা কম জায়গা পেত। এবার আমরা শিশু প্রাঙ্গণটাকে প্রাধান্য দিয়েছি। অভিভাবকদের প্রতি আহ্বান, আপনারা শিশুদের মেলায় নিয়ে আসবেন।’
আজ শুক্রবার বইমেলার তৃতীয় দিন হলেও এ যেন মেলায় শিশুদের প্রথম দিন। আজ শুক্রবার বেলা ১১টায় মেলার প্রথম প্রহরেই মেলা প্রাঙ্গণ নানা বয়সী শিশুর পদচারণে মুখর হয়ে ওঠে। বেলা তিনটায় মেলায় শিশুদের অন্যতম আকর্ষণ ‘শিশুপ্রহর’-এর উদ্বোধন করেন কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল ও বাংলা একাডেমির সদস্যসচিব ড. মুজাহিদুল ইসলাম।
শিশুপ্রহর উদ্বোধনী অনুষ্ঠানে জাফর ইকবাল বলেন, ‘বাচ্চাদের হাতে মোবাইল নয়, বই দিন।’
জাফর ইকবাল বলেন, ‘সবাইকে বই পড়তে উৎসাহিত করতে হবে। অভিভাবকদের প্রতি অনুরোধ, অনেকেই খাওয়ার সময় বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে রাখেন। মোবাইল দেবেন না। তাদের হাতে বই দিন। তাদের বই পড়ে শোনান, তাহলে তারা যখন পড়তে শিখবে, তখন নিজেরাই বই পড়বে।’
উদ্বোধনের আগে ড. জাফর ইকবাল সাংবাদিকদের বলেন, ‘আমাদের দেশে বড়রা বই পড়ে না, বই যারা পড়ে তারা প্রধানত তরুণ। তরুণেরা যদি বই পড়ার অভ্যাসটা রাখে, তাহলে বড় হয়ে তারা বই পড়বে। তরুণদের বই পড়াটা যদি শেখাতে হয়, তাহলে খুব ছোটবেলা থেকেই শেখাতে হবে। আমাদের খুব ভালো লাগছে দেখে যে, বইমেলায় শিশুদের জন্য আলাদা একটি চত্বর আছে। মূলধারার প্রকাশনীগুলোতেও বাচ্চাদের অনেক বই আছে। সেগুলোও এখানে থাকলে বই বেশি থাকত। শিশুদের জন্য এমন নির্ধারিত একটি জায়গার উদ্যোগ বেশ চমৎকার।’
‘পড়ি বই, জানতে জানতে বড় হই’ স্লোগানে বইমেলায় শিশুপ্রহরের আয়োজন করেছে সিসিমপুর। এই আয়োজনে সিসিমপুরের হালুম, টুকটুকি, শিকু, ইকরিসহ সিসিমপুরের চরিত্ররা শিশুদের সঙ্গে মেলার আনন্দ ভাগাভাগি করবে।
সিসিমপুর স্টলের ইনচার্জ সজীব আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতি শুক্র ও শনিবার বেলা সাড়ে ১১টা, বেলা সাড়ে ৩টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় মোট তিনটি প্রহর হবে। শিশুদের জন্য সিসিমপুরের চরিত্র যেমন হালুম, ইকরি ও টুকটুকি থাকবে। এ ছাড়া শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলা, কুইজ, চিত্রাঙ্কন থাকবে।’
মেলায় আসা শিশু নাবাহা নুঝাত রাইফা আজকের পত্রিকাকে বলে, ‘সকালে মেলায় এসেছি। ড্রইং করেছি, খেলাধুলা করেছি আর বই কিনেছি। মেলায় অনেক ভালো লাগছে।’
আরেক শিশু রাইয়ান সাম্য আজকের পত্রিকাকে বলে, ‘এখানে হাতি, হাঁস, পাখির অনেক গল্পের বই আছে। ওই দিকে অনেক খেলা করেছি।’
নার্সারি পড়ুয়া তানভীর রাকিন আজকের পত্রিকাকে বলে, ‘সিসিমপুর দেখার জন্য এসেছি। টুকটুকি, হালুম, ইকরি, শিকু দেখতে এসেছি। শিকুর সঙ্গে খেলব, শিকু আমার সবচেয়ে প্রিয়।’
শিশুপ্রহরের উদ্বোধনী অনুষ্ঠানে বইমেলার সদস্যসচিব ড. মুজাহিদ বলেন, ‘আমি মনে করি, ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজন করতে পারব। আগে পরিসর ছোট থাকায় শিশুরা কম জায়গা পেত। এবার আমরা শিশু প্রাঙ্গণটাকে প্রাধান্য দিয়েছি। অভিভাবকদের প্রতি আহ্বান, আপনারা শিশুদের মেলায় নিয়ে আসবেন।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৪ দিন আগে