নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্রীড়াঙ্গনেও পরিবর্তনের ছোঁয়া লেগেছে। আজ পদত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করবেন বলে আলোচনা হচ্ছে। তবে হাজার কোটি টাকার ‘পূর্বাচল শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম’ প্রকল্পের কী হবে, এ ব্যাপারেও তৈরি হয়েছে জটিলতা।
নির্মাণ প্রকল্পে আন্তর্জাতিক পরামর্শক অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান পপুলাসকে দায়িত্ব দিয়েছিল বিসিবি। স্টেডিয়ামের নকশা প্রণয়ন ও প্রকল্প বাস্তবায়নে আন্তর্জাতিক ঠিকাদার নিয়োগপ্রক্রিয়াও চূড়ান্ত হয়ে গিয়েছিল।
এই স্টেডিয়াম নির্মাণে নতুন সরকার কী চিন্তা-ভাবনা করছে সেটি এখন গুরুত্বপূর্ণ। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী আজ মিরপুরে সংবাদমাধ্যমকে শেখ হাসিনা স্টেডিয়াম প্রসঙ্গে বলেছেন, ‘এটা একটা চিন্তার বিষয়। আপনারা দেখেছেন এটা সম্পর্কে বিভিন্ন কর্মকর্তারা বা যারা এসেছিলেন বিরোধিতা করেছেন। তাদের অন্যতম একটা বিষয় ছিল এটা। এটা আমরা অবগত করেছি এবং সম্ভবত আগামী বোর্ড সভায় এই ব্যাপারে একটা সিদ্ধান্ত পাব আমরা।’
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে ইতিবাচক আভাস দিয়েছে বিসিবি। দেশের বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন অনেকটা অনিশ্চয়তার মুখে। আগামীকালের মধ্যে চূড়ান্ত জানাতে হবে আইসিসিকে। নিজাম উদ্দিন বলেছেন, ‘আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী, সঠিক সময়ের মাঝে আমরা করতে পারব। তারপরও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার কাজ করছেন। এই সরকার দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদের ডাকা হয়েছিল বিশ্বকাপ নিয়ে আলোচনা করতে। বাংলাদেশ সেনাবাহিনী থেকেও আমাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। দুটি বিষয়ই আইসিসিকে আমরা অবহিত করেছি। প্রস্তুতি নিয়ে আমরা খুশি।’
অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করেছে। এটা একটা সমস্যা দেখছেন নিজাম উদ্দিন। বিসিবির প্রধান নির্বাহী বললেন, ‘বিভিন্ন দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করেছে। ভিসা নিষেধাজ্ঞা না হলেও এটিই বিশ্বকাপ আয়োজনে সবচেয়ে বড় বাধা, মনে করছে বিসিবি। এটা ভিসা নিষেধাজ্ঞা না। ভ্রমণ পরামর্শে সতর্কতা আছে। এই বিষয়ে সরকার কাজ করছে।’
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বিষয়টি এখন রাষ্ট্রীয় বললেন তিনি, ‘এটা ক্রিকেট বোর্ড বা আইসিসি পর্যায়ে সমাধানযোগ্য নয়। এটা রাষ্ট্রীয় পর্যায়ের বিষয়। অগ্রগতি হলে সিদ্ধান্ত দেখেই বুঝতে পারবেন। আমরা আমাদের সিদ্ধান্ত নিয়ে রেখেছি। বাকি বিষয়গুলো কিন্তু সংস্থা বা রাষ্ট্র বুঝবে। আমাদের সক্ষমতা বা অভিজ্ঞতা নিয়ে ওদের কোনো সন্দেহ নেই।’
আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্রীড়াঙ্গনেও পরিবর্তনের ছোঁয়া লেগেছে। আজ পদত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করবেন বলে আলোচনা হচ্ছে। তবে হাজার কোটি টাকার ‘পূর্বাচল শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম’ প্রকল্পের কী হবে, এ ব্যাপারেও তৈরি হয়েছে জটিলতা।
নির্মাণ প্রকল্পে আন্তর্জাতিক পরামর্শক অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান পপুলাসকে দায়িত্ব দিয়েছিল বিসিবি। স্টেডিয়ামের নকশা প্রণয়ন ও প্রকল্প বাস্তবায়নে আন্তর্জাতিক ঠিকাদার নিয়োগপ্রক্রিয়াও চূড়ান্ত হয়ে গিয়েছিল।
এই স্টেডিয়াম নির্মাণে নতুন সরকার কী চিন্তা-ভাবনা করছে সেটি এখন গুরুত্বপূর্ণ। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী আজ মিরপুরে সংবাদমাধ্যমকে শেখ হাসিনা স্টেডিয়াম প্রসঙ্গে বলেছেন, ‘এটা একটা চিন্তার বিষয়। আপনারা দেখেছেন এটা সম্পর্কে বিভিন্ন কর্মকর্তারা বা যারা এসেছিলেন বিরোধিতা করেছেন। তাদের অন্যতম একটা বিষয় ছিল এটা। এটা আমরা অবগত করেছি এবং সম্ভবত আগামী বোর্ড সভায় এই ব্যাপারে একটা সিদ্ধান্ত পাব আমরা।’
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে ইতিবাচক আভাস দিয়েছে বিসিবি। দেশের বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন অনেকটা অনিশ্চয়তার মুখে। আগামীকালের মধ্যে চূড়ান্ত জানাতে হবে আইসিসিকে। নিজাম উদ্দিন বলেছেন, ‘আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী, সঠিক সময়ের মাঝে আমরা করতে পারব। তারপরও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার কাজ করছেন। এই সরকার দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদের ডাকা হয়েছিল বিশ্বকাপ নিয়ে আলোচনা করতে। বাংলাদেশ সেনাবাহিনী থেকেও আমাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। দুটি বিষয়ই আইসিসিকে আমরা অবহিত করেছি। প্রস্তুতি নিয়ে আমরা খুশি।’
অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করেছে। এটা একটা সমস্যা দেখছেন নিজাম উদ্দিন। বিসিবির প্রধান নির্বাহী বললেন, ‘বিভিন্ন দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করেছে। ভিসা নিষেধাজ্ঞা না হলেও এটিই বিশ্বকাপ আয়োজনে সবচেয়ে বড় বাধা, মনে করছে বিসিবি। এটা ভিসা নিষেধাজ্ঞা না। ভ্রমণ পরামর্শে সতর্কতা আছে। এই বিষয়ে সরকার কাজ করছে।’
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বিষয়টি এখন রাষ্ট্রীয় বললেন তিনি, ‘এটা ক্রিকেট বোর্ড বা আইসিসি পর্যায়ে সমাধানযোগ্য নয়। এটা রাষ্ট্রীয় পর্যায়ের বিষয়। অগ্রগতি হলে সিদ্ধান্ত দেখেই বুঝতে পারবেন। আমরা আমাদের সিদ্ধান্ত নিয়ে রেখেছি। বাকি বিষয়গুলো কিন্তু সংস্থা বা রাষ্ট্র বুঝবে। আমাদের সক্ষমতা বা অভিজ্ঞতা নিয়ে ওদের কোনো সন্দেহ নেই।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে