নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জনসংখ্যার ৪০ শতাংশেরই স্বাস্থ্যকর ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণ করার সামর্থ্য নেই বলে জানিয়েছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি. সিম্পসন। আজ মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এএফওর ৩৬তম আঞ্চলিক সম্মেলনের প্রথম দিনে সচিব পর্যায়ের ও সিনিয়র কর্মকর্তাদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রবার্ট ডি. সিম্পসনস বলেন, ‘এই সম্মেলনে আমরা রিভিউ করেছি গত কয়েক বছরে কী কী কাজ করেছি। আগামী পাঁচ বছরে আমরা কী কাজ করব, সেটাও এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারব।’
সংবাদ সম্মেলনে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাসানুজ্জামান কল্লোল বলেন, ‘কৃষি খাতে বাংলাদেশের অবস্থান যে যথেষ্ট সম্মানের জায়গায় গিয়েছে, এই সম্মেলনের মাধ্যমে তা বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে। আমরা বিশ্বে ধান উৎপাদনে তৃতীয় হয়েছি। পেঁয়াজসহ বিভিন্ন জিনিসপত্র উৎপাদনে বিশাল ইতিবাচক উন্নয়ন বিশ্বব্যাপী প্রসংসিত হয়। ফলে গত বছর নেপালে সিদ্ধান্ত হয় যে, এই সম্মেলন বাংলাদেশে হবে। এটি বাংলাদেশের জন্য গর্বের। এই সম্মেলনের মধ্য দিয়ে কৃষিতেও যে বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না, তা প্রমাণিতত হবে। পাশাপাশি কৃষিতে বাংলাদেশের উন্নয়ন এই সম্মেলনের মাধ্যমে সারা বিশ্বের মানুষ জানবে।’
কৃষি খাতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব কেমন পড়বে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘এই যুদ্ধের কারণে বিভিন্ন দেশে কৃষিপণ্যের দাম বেড়েছে। আমাদের কৃষি খাতেও এর প্রভাব পড়তে পারে। বাংলাদেশ বেলারুশ ও রাশিয়া থেকে সার আমদানি করে থাকে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই সম্মেলনে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে রয়েছে প্রধান পুষ্টি সমস্যাগুলো মোকাবিলা করা। জলবায়ু সংকটের জন্য চলমান ব্যাঘাতের ফলে প্রাণী ও ফসলের রোগ এবং খাদ্য ও কৃষি উৎপাদনের জন্য হুমকিগুলোও বৃদ্ধি পাবে। তাই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে উন্নত বাস্তুতন্ত্রের প্রতিক্রিয়াও সম্মেলনের আরেকটি মূল বিষয়। বিশ্বের বৃহত্তম এবং ক্ষুধার্ত অঞ্চলে কৃষি খাদ্য ব্যবস্থার রূপান্তরকে সাহায্য করার জন্য উদ্ভাবন, বিজ্ঞান এবং ডিজিটালাইজেশন প্রয়োগের অগ্রগতি বিবেচনাও এই সম্মেলনের প্রধান বিষয়গুলোর একটি।
জানা গেছে, ভার্চুয়ালি ও সশরীরে আয়োজিত চার দিনব্যাপী এই সম্মেলনে ৪২টি দেশ ও এসব দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী পর্যায়ের ৪২ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। এর মধ্যে ১২ জন মন্ত্রী সশরীরে অংশগ্রহণ করবেন। এ ছাড়া সদস্য রাষ্ট্র, এফএওর মহাপরিচালক, জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, এনজিও ও সিভিল সোসাইটির প্রায় ৮৮৫ জন নিবন্ধন করেছেন, যা এপিআরসি সম্মেলনে অংশগ্রহণের সর্বোচ্চ রেকর্ড।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জনসংখ্যার ৪০ শতাংশেরই স্বাস্থ্যকর ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণ করার সামর্থ্য নেই বলে জানিয়েছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি. সিম্পসন। আজ মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এএফওর ৩৬তম আঞ্চলিক সম্মেলনের প্রথম দিনে সচিব পর্যায়ের ও সিনিয়র কর্মকর্তাদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রবার্ট ডি. সিম্পসনস বলেন, ‘এই সম্মেলনে আমরা রিভিউ করেছি গত কয়েক বছরে কী কী কাজ করেছি। আগামী পাঁচ বছরে আমরা কী কাজ করব, সেটাও এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারব।’
সংবাদ সম্মেলনে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাসানুজ্জামান কল্লোল বলেন, ‘কৃষি খাতে বাংলাদেশের অবস্থান যে যথেষ্ট সম্মানের জায়গায় গিয়েছে, এই সম্মেলনের মাধ্যমে তা বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে। আমরা বিশ্বে ধান উৎপাদনে তৃতীয় হয়েছি। পেঁয়াজসহ বিভিন্ন জিনিসপত্র উৎপাদনে বিশাল ইতিবাচক উন্নয়ন বিশ্বব্যাপী প্রসংসিত হয়। ফলে গত বছর নেপালে সিদ্ধান্ত হয় যে, এই সম্মেলন বাংলাদেশে হবে। এটি বাংলাদেশের জন্য গর্বের। এই সম্মেলনের মধ্য দিয়ে কৃষিতেও যে বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না, তা প্রমাণিতত হবে। পাশাপাশি কৃষিতে বাংলাদেশের উন্নয়ন এই সম্মেলনের মাধ্যমে সারা বিশ্বের মানুষ জানবে।’
কৃষি খাতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব কেমন পড়বে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘এই যুদ্ধের কারণে বিভিন্ন দেশে কৃষিপণ্যের দাম বেড়েছে। আমাদের কৃষি খাতেও এর প্রভাব পড়তে পারে। বাংলাদেশ বেলারুশ ও রাশিয়া থেকে সার আমদানি করে থাকে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই সম্মেলনে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে রয়েছে প্রধান পুষ্টি সমস্যাগুলো মোকাবিলা করা। জলবায়ু সংকটের জন্য চলমান ব্যাঘাতের ফলে প্রাণী ও ফসলের রোগ এবং খাদ্য ও কৃষি উৎপাদনের জন্য হুমকিগুলোও বৃদ্ধি পাবে। তাই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে উন্নত বাস্তুতন্ত্রের প্রতিক্রিয়াও সম্মেলনের আরেকটি মূল বিষয়। বিশ্বের বৃহত্তম এবং ক্ষুধার্ত অঞ্চলে কৃষি খাদ্য ব্যবস্থার রূপান্তরকে সাহায্য করার জন্য উদ্ভাবন, বিজ্ঞান এবং ডিজিটালাইজেশন প্রয়োগের অগ্রগতি বিবেচনাও এই সম্মেলনের প্রধান বিষয়গুলোর একটি।
জানা গেছে, ভার্চুয়ালি ও সশরীরে আয়োজিত চার দিনব্যাপী এই সম্মেলনে ৪২টি দেশ ও এসব দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী পর্যায়ের ৪২ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। এর মধ্যে ১২ জন মন্ত্রী সশরীরে অংশগ্রহণ করবেন। এ ছাড়া সদস্য রাষ্ট্র, এফএওর মহাপরিচালক, জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, এনজিও ও সিভিল সোসাইটির প্রায় ৮৮৫ জন নিবন্ধন করেছেন, যা এপিআরসি সম্মেলনে অংশগ্রহণের সর্বোচ্চ রেকর্ড।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫