নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মার্কিন সাম্রাজ্যবাদের ছত্রচ্ছায়ায় ইরানের ওপর ইসরায়েলের অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়ার নিন্দা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। এই হামলাকে ‘যুদ্ধবাদী গুন্ডা রাষ্ট্রের বর্বরতা’ হিসেবে অভিহিত করেছেন দলটির নেতারা।
আজ রোববার বিকেলে এক যৌথ বিবৃতিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুল এ নিন্দা জানান।
বিবৃতিতে এই দুই নেতা বলেন, বর্তমান সময়ে মার্কিন সাম্রাজ্যবাদ ও তার বেপরোয়া মিত্র ইসরায়েল বিশ্বের বিভিন্ন অঞ্চলে আগ্রাসী যুদ্ধনীতির মাধ্যমে দখলদারি প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠেছে।
ইহুদিবাদী ইসরায়েল মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে সংঘাত ও সংকটের বিস্তার ঘটিয়ে চলেছে। সিরিয়া, লিবিয়া, মিসর, লেবানন, সুদান ও ইরাককে ধ্বংস করার পর এখন ইরানকে নিশানা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইরান যখন তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরোধ গড়ে তুলছে, ঠিক সেই সময় দেশটি মার্কিন-ইহুদি লবির ষড়যন্ত্রের শিকার হচ্ছে। এই অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়ে ইরানের রাজনৈতিক ও সামরিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে।
ওয়ার্কার্স পার্টির নেতারা বলেন, ‘ইসরায়েলের বিমান হামলায় ইরানের শ্রেষ্ঠ সন্তানদের প্রাণহানি আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। এই নির্মম হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। শিশু, নারী ও নিরীহ নাগরিকদের ওপর হামলা মানবতাবিরোধী অপরাধ।’
বিবৃতিতে বিশ্বের শান্তিকামী ও গণতন্ত্রকামী মানুষের প্রতি মার্কিন সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ইরানের সংগ্রামী জনগণের পাশে থাকার আহ্বান জানায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
মার্কিন সাম্রাজ্যবাদের ছত্রচ্ছায়ায় ইরানের ওপর ইসরায়েলের অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়ার নিন্দা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। এই হামলাকে ‘যুদ্ধবাদী গুন্ডা রাষ্ট্রের বর্বরতা’ হিসেবে অভিহিত করেছেন দলটির নেতারা।
আজ রোববার বিকেলে এক যৌথ বিবৃতিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুল এ নিন্দা জানান।
বিবৃতিতে এই দুই নেতা বলেন, বর্তমান সময়ে মার্কিন সাম্রাজ্যবাদ ও তার বেপরোয়া মিত্র ইসরায়েল বিশ্বের বিভিন্ন অঞ্চলে আগ্রাসী যুদ্ধনীতির মাধ্যমে দখলদারি প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠেছে।
ইহুদিবাদী ইসরায়েল মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে সংঘাত ও সংকটের বিস্তার ঘটিয়ে চলেছে। সিরিয়া, লিবিয়া, মিসর, লেবানন, সুদান ও ইরাককে ধ্বংস করার পর এখন ইরানকে নিশানা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইরান যখন তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরোধ গড়ে তুলছে, ঠিক সেই সময় দেশটি মার্কিন-ইহুদি লবির ষড়যন্ত্রের শিকার হচ্ছে। এই অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়ে ইরানের রাজনৈতিক ও সামরিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে।
ওয়ার্কার্স পার্টির নেতারা বলেন, ‘ইসরায়েলের বিমান হামলায় ইরানের শ্রেষ্ঠ সন্তানদের প্রাণহানি আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। এই নির্মম হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। শিশু, নারী ও নিরীহ নাগরিকদের ওপর হামলা মানবতাবিরোধী অপরাধ।’
বিবৃতিতে বিশ্বের শান্তিকামী ও গণতন্ত্রকামী মানুষের প্রতি মার্কিন সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ইরানের সংগ্রামী জনগণের পাশে থাকার আহ্বান জানায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে