জবি প্রতিনিধি
সম্প্রতি রাজধানীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহসমন্বয়ক পরিচয় দিয়ে এক যুবক একটি বাসের হেলপারকে মারধর করছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফলে সমালোচনার শিকার হচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া জবির সমন্বয়কেরা।
গতকাল সোমবার রাতেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক ছড়িয়ে পড়তে দেখা যায়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, বাসের হেলপারকে মারধর করার সময় ওই যুবক বলছেন, ‘আমারে চিনস, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহসমন্বয়ক।’
এক মিনিট সাত সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় যুবকটি হেলপারকে বেশ কয়েকবার থাপ্পড় দিয়েছেন। তা ছাড়া পুরোটা সময় ওই যুবক মারমুখী অবস্থায় ছিলেন।
জানা যায়, হেলপারকে মারধর করা যুবকের নাম তোসেফ শাকিল। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের রসায়ন বিভাগের শিক্ষার্থী।
শাকিলের পরিচয় নিশ্চিত করে রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সে (শাকিল) ২০১৮-১৯ সেশনের ১৪তম আবর্তনের শিক্ষার্থী, তবে রিঅ্যাড নিয়ে ১৫ ব্যাচের সঙ্গে ক্লাস করে।’
এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সহসমন্বয়ক নামে কখনোই কোনো পদ ছিল না বলে জানিয়েছেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া একাধিক সমন্বয়ক। গত ২৯ জুলাই ২৭ সদস্যবিশিষ্ট যে সমন্বয়ক পরিষদ গঠন করা হয়, তাতেও এই শাকিলের নাম নেই।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দেওয়া নূর নবী আজকের পত্রিকাকে বলেন, ‘সে (শাকিল) এমন কর্মকাণ্ডের মাধ্যমে জাতির কাছে আমাদের ব্যানারটিকে প্রশ্নবিদ্ধ করেছে। সহসমন্বয়ক বলতে আমাদের এখানে কোনো পদ ছিল না। সাধারণ জনগণ এতক্ষণে বুঝে গেছে, যারা নতুনভাবে দেশ স্বাধীনের সঙ্গে ছিল, তাদের আচরণ এমন হতে পারে না। সে যদি দ্রুত তার ভুল স্বীকার করে জাতির উদ্দেশে ক্ষমা না চায়, ওই হেলপারের কাছে ক্ষমা না চায়, আর সে যে সহসমন্বয়ক ছিল না, এটা যদি না স্বীকার করে তাহলে আমরা আইনি পদক্ষেপ নেব।’
নূর নবী আরও বলেন, ‘শাকিলের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার যে বিষয়টি আসছে, এ বিষয়ে আমরা এখনো সে রকম প্রমাণ পাইনি। তবে সে ছাত্রলীগ করুক আর না করুক, সে যে দুটি কর্মকাণ্ড করেছে, তার জন্য অবশ্যই তাকে ক্ষমা চাইতে হবে।’
সম্প্রতি রাজধানীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহসমন্বয়ক পরিচয় দিয়ে এক যুবক একটি বাসের হেলপারকে মারধর করছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফলে সমালোচনার শিকার হচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া জবির সমন্বয়কেরা।
গতকাল সোমবার রাতেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক ছড়িয়ে পড়তে দেখা যায়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, বাসের হেলপারকে মারধর করার সময় ওই যুবক বলছেন, ‘আমারে চিনস, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহসমন্বয়ক।’
এক মিনিট সাত সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় যুবকটি হেলপারকে বেশ কয়েকবার থাপ্পড় দিয়েছেন। তা ছাড়া পুরোটা সময় ওই যুবক মারমুখী অবস্থায় ছিলেন।
জানা যায়, হেলপারকে মারধর করা যুবকের নাম তোসেফ শাকিল। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের রসায়ন বিভাগের শিক্ষার্থী।
শাকিলের পরিচয় নিশ্চিত করে রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সে (শাকিল) ২০১৮-১৯ সেশনের ১৪তম আবর্তনের শিক্ষার্থী, তবে রিঅ্যাড নিয়ে ১৫ ব্যাচের সঙ্গে ক্লাস করে।’
এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সহসমন্বয়ক নামে কখনোই কোনো পদ ছিল না বলে জানিয়েছেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া একাধিক সমন্বয়ক। গত ২৯ জুলাই ২৭ সদস্যবিশিষ্ট যে সমন্বয়ক পরিষদ গঠন করা হয়, তাতেও এই শাকিলের নাম নেই।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দেওয়া নূর নবী আজকের পত্রিকাকে বলেন, ‘সে (শাকিল) এমন কর্মকাণ্ডের মাধ্যমে জাতির কাছে আমাদের ব্যানারটিকে প্রশ্নবিদ্ধ করেছে। সহসমন্বয়ক বলতে আমাদের এখানে কোনো পদ ছিল না। সাধারণ জনগণ এতক্ষণে বুঝে গেছে, যারা নতুনভাবে দেশ স্বাধীনের সঙ্গে ছিল, তাদের আচরণ এমন হতে পারে না। সে যদি দ্রুত তার ভুল স্বীকার করে জাতির উদ্দেশে ক্ষমা না চায়, ওই হেলপারের কাছে ক্ষমা না চায়, আর সে যে সহসমন্বয়ক ছিল না, এটা যদি না স্বীকার করে তাহলে আমরা আইনি পদক্ষেপ নেব।’
নূর নবী আরও বলেন, ‘শাকিলের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার যে বিষয়টি আসছে, এ বিষয়ে আমরা এখনো সে রকম প্রমাণ পাইনি। তবে সে ছাত্রলীগ করুক আর না করুক, সে যে দুটি কর্মকাণ্ড করেছে, তার জন্য অবশ্যই তাকে ক্ষমা চাইতে হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে