Ajker Patrika

মেজর মান্নানের বিরুদ্ধে আরও এক মামলার অনুমোদন দুদকের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ মে ২০২৩, ০০: ১০
মেজর মান্নানের বিরুদ্ধে আরও এক মামলার অনুমোদন দুদকের 

বিকল্প ধারার বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান ও তাঁর স্ত্রী উম্মে কুলসুমসহ ১২ জনের বিরুদ্ধে আরও একটি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার সংস্থাটির প্রধান কার্যালয় থেকে এ মামলার অনুমোদন দেওয়া হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. শফিউল্লাহ আদনান এ তথ্য নিশ্চিত করেছেন।
 
শফিউল্লাহ আদনান জানান, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সিয়াল কোম্পানির (বিআইএফসি) ৩৩ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মেজর মান্নানসহ ১২ ব্যক্তির বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে কমিশন।

মামলা অভিযোগে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ১২ ব্যক্তি প্রতারণার উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে বিআইএফসি থেকে ১৫ লাখ ৭০ হাজার টাকা ঋণ উত্তোলন করেন। পরে সেটি পরিশোধ না করে বকেয়া হিসেবে পাওনা মোট ৩৩ কোটি ৬৫ লাখ ৫ হাজার টাকা আত্মসাৎ করেন।

মেজর মান্নান ও তাঁর স্ত্রী ছাড়া মামলার অন্য আসামিরা হলেন—মেসার্স রহমতউল্লাহর স্বত্বাধিকারী মো. আক্তার হোসেন, বিআইএফসির পরিচালনা পর্ষদের পরিচালক এএনএম জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন আহমেদ, রোকেয়া ফেরদৌস, ম্যাক্সনেট অনলাইনের স্বত্বাধিকারী রইস উদ্দিন আহমেদ, বিআইএফসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদ মালিক, সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ইনামুর রহমান, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ফখরে ফয়সাল, সাবেক এভিপি মো. আওলাদ হোসেন ও সাবেক সিনিয়র অফিসার মোহাম্মদ নিজাম উদ্দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত