নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পয়লা ডিসেম্বর থেকে চালু হওয়ার কথা থাকলেও বাসমালিকদের অসহযোগিতার কারণে ঢাকা নগর পরিবহন চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। এর পরিবর্তে আগামী ২৬ ডিসেম্বর এটি চালু করা হবে বলে জানিয়েছেন মেয়র।
আজ রোববার নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৯তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএসসিসি মেয়র। এ সময় ঢাকা উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
মেয়র তাপস বলেন, ‘আমরা পয়লা ডিসেম্বর থেকে চালু করতে চাইলেও পরিবহনমালিকদের অসহযোগিতার কারণে এটি চালু করতে পারছি না। তাঁরা বাস দেবেন বলেও সময়মতো আমাদের বাস দেননি। তবে আমরা বিআরটিসির বাসের মাধ্যমে আগামী ২৬ ডিসেম্বর থেকে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত পাইলট প্রকল্প হিসেবে এটি চালু করব।’
ঘাটারচর থেকে কাঁচপুর নতুন এ রুটে কোনো পুরোনো বাস চলবে না জানিয়ে মেয়র তাপস বলেন, ‘এখন এই রুটে যে বাসগুলো চলছে, সেগুলোর মধ্যে ২০১৯ সালের ১ জানুয়ারির পর কেনা বাসগুলো থাকবে। বাকি বাসগুলো উঠিয়ে নেওয়া হবে। এর সঙ্গে নতুন বাস যোগ হবে। আমাদের এই পরিকল্পনার বিষয়ে পরিবহনমালিকেরা সম্মতি দিয়েছেন।’
শেখ তাপস বলেন, ‘বিআরটিসি ৩০টি বাস এই সার্ভিসের জন্য দিচ্ছে। আমাদের আরও বাস লাগার কারণে বিষয়টিকে ওপেন করে দিচ্ছি। এখানে মালিক একাধিক হতে পারে। যাঁরা নাম জমা দেবেন, তাঁদের রুট পারমিটের বিষয়টি নিশ্চিত করা হবে। তবে সব শর্ত তাঁদের মানতে হবে।’
উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘কিছু অসহযোগিতার কারণে পূর্বনির্ধারিত সময়ে এই গণপরিবহন চালু করা সম্ভব হচ্ছে না। তবে আজকের দেওয়া তারিখে যেভাবেই হোক এই সার্ভিসটি চালু করা হবে।’
আতিকুল ইসলাম বলেন, ‘আমরা যে পরিমাণ বাসমালিকদের সাড়া পাব বলে আশা করেছিলাম, সেটি পাইনি। মাত্র ছয়টি পরিবহন তাদের নাম জমা দিয়েছিল। তাই এখন বিষয়টিকে ওপেন করে দেওয়া হচ্ছে। আমরা বিজ্ঞপ্তির মাধ্যমে এবং গণমাধ্যমের মাধ্যমে উদ্যোক্তা এবং ফ্র্যাঞ্চাইজিদের নিজেদের প্রতিষ্ঠান নাম জমা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’
উল্লেখ্য, এর আগে বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৮তম সভার সিদ্ধান্তমতে, ঘাটারচর থেকে কাঁচপুর রুটে মোট ১২০টি নতুন বাস নিয়ে যাত্রা শুরু করার কথা ছিল নগর পরিবহনের।
পয়লা ডিসেম্বর থেকে চালু হওয়ার কথা থাকলেও বাসমালিকদের অসহযোগিতার কারণে ঢাকা নগর পরিবহন চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। এর পরিবর্তে আগামী ২৬ ডিসেম্বর এটি চালু করা হবে বলে জানিয়েছেন মেয়র।
আজ রোববার নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৯তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএসসিসি মেয়র। এ সময় ঢাকা উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
মেয়র তাপস বলেন, ‘আমরা পয়লা ডিসেম্বর থেকে চালু করতে চাইলেও পরিবহনমালিকদের অসহযোগিতার কারণে এটি চালু করতে পারছি না। তাঁরা বাস দেবেন বলেও সময়মতো আমাদের বাস দেননি। তবে আমরা বিআরটিসির বাসের মাধ্যমে আগামী ২৬ ডিসেম্বর থেকে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত পাইলট প্রকল্প হিসেবে এটি চালু করব।’
ঘাটারচর থেকে কাঁচপুর নতুন এ রুটে কোনো পুরোনো বাস চলবে না জানিয়ে মেয়র তাপস বলেন, ‘এখন এই রুটে যে বাসগুলো চলছে, সেগুলোর মধ্যে ২০১৯ সালের ১ জানুয়ারির পর কেনা বাসগুলো থাকবে। বাকি বাসগুলো উঠিয়ে নেওয়া হবে। এর সঙ্গে নতুন বাস যোগ হবে। আমাদের এই পরিকল্পনার বিষয়ে পরিবহনমালিকেরা সম্মতি দিয়েছেন।’
শেখ তাপস বলেন, ‘বিআরটিসি ৩০টি বাস এই সার্ভিসের জন্য দিচ্ছে। আমাদের আরও বাস লাগার কারণে বিষয়টিকে ওপেন করে দিচ্ছি। এখানে মালিক একাধিক হতে পারে। যাঁরা নাম জমা দেবেন, তাঁদের রুট পারমিটের বিষয়টি নিশ্চিত করা হবে। তবে সব শর্ত তাঁদের মানতে হবে।’
উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘কিছু অসহযোগিতার কারণে পূর্বনির্ধারিত সময়ে এই গণপরিবহন চালু করা সম্ভব হচ্ছে না। তবে আজকের দেওয়া তারিখে যেভাবেই হোক এই সার্ভিসটি চালু করা হবে।’
আতিকুল ইসলাম বলেন, ‘আমরা যে পরিমাণ বাসমালিকদের সাড়া পাব বলে আশা করেছিলাম, সেটি পাইনি। মাত্র ছয়টি পরিবহন তাদের নাম জমা দিয়েছিল। তাই এখন বিষয়টিকে ওপেন করে দেওয়া হচ্ছে। আমরা বিজ্ঞপ্তির মাধ্যমে এবং গণমাধ্যমের মাধ্যমে উদ্যোক্তা এবং ফ্র্যাঞ্চাইজিদের নিজেদের প্রতিষ্ঠান নাম জমা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’
উল্লেখ্য, এর আগে বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৮তম সভার সিদ্ধান্তমতে, ঘাটারচর থেকে কাঁচপুর রুটে মোট ১২০টি নতুন বাস নিয়ে যাত্রা শুরু করার কথা ছিল নগর পরিবহনের।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫