জবি প্রতিনিধি
দু’দিন আগে আত্মহত্যার চেষ্টা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই শিক্ষার্থীর নাম মো. আহাদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৪ তম আবর্তনের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী।
আজ বুধবার রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহাদ মারা যান। তাঁর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে।
আহাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক আজকের পত্রিকা’কে বলেন, মো. আহাদ দু’দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ মারা যায়। কিডনি ও মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। এই দু’দিন বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ শিক্ষার্থীর বিভাগ নিয়মিত হাসপাতালে যোগাযোগ রাখছিল। আমাদের শিক্ষার্থীর এমন মৃত্যুতে আমরা মর্মাহত।
প্রক্টর তাজাম্মুল হক আরও বলেন, আত্মহত্যা প্রতিরোধে আমরা খুব দ্রুত কাউন্সেলিং সেন্টার ও বিভাগের ছাত্র উপদেষ্টাদের নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করব।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি সূত্রাপুরে মেসে গলায় গামছা বেঁধে আত্মহত্যার চেষ্টা করেন মো. আহাদ। তাঁকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে ম্যাক্সওয়েল প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে আইসিইউতে রাখা হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজধানীর পপুলার হাসপাতালে পাঠানো হয়।
ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বায়েজিদ আলী বলেন, ‘গত ১৭ ফেব্রুয়ারি আহাদের ব্যাচের পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালীন সে হঠাৎ দাঁড়িয়ে বলে, ‘আমি তিন দিন ঘুমাইনি, অসুস্থ বোধ করছি’। তখন আমাদের ছাত্র উপদেষ্টা ও অন্য শিক্ষকেরা তাঁকে অন্য রুমে নিয়ে গিয়ে সোফায় বসায়। এ সময় শ্বাস নিতে কষ্ট হলে তাকে আমরা কিছু ব্যায়াম শিখিয়ে দিই। কিছুক্ষণ পর সে কিছুটা সুস্থ হয়ে, পরীক্ষা দেয় ও পরে সে তার কোর্স শিক্ষককে কল দিয়ে ধন্যবাদও জানায়। পরে সেদিন সন্ধ্যায় হঠাৎ তার আত্মহত্যা চেষ্টার খবর শুনি।’
দু’দিন আগে আত্মহত্যার চেষ্টা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই শিক্ষার্থীর নাম মো. আহাদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৪ তম আবর্তনের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী।
আজ বুধবার রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহাদ মারা যান। তাঁর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে।
আহাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক আজকের পত্রিকা’কে বলেন, মো. আহাদ দু’দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ মারা যায়। কিডনি ও মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। এই দু’দিন বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ শিক্ষার্থীর বিভাগ নিয়মিত হাসপাতালে যোগাযোগ রাখছিল। আমাদের শিক্ষার্থীর এমন মৃত্যুতে আমরা মর্মাহত।
প্রক্টর তাজাম্মুল হক আরও বলেন, আত্মহত্যা প্রতিরোধে আমরা খুব দ্রুত কাউন্সেলিং সেন্টার ও বিভাগের ছাত্র উপদেষ্টাদের নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করব।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি সূত্রাপুরে মেসে গলায় গামছা বেঁধে আত্মহত্যার চেষ্টা করেন মো. আহাদ। তাঁকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে ম্যাক্সওয়েল প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে আইসিইউতে রাখা হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজধানীর পপুলার হাসপাতালে পাঠানো হয়।
ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বায়েজিদ আলী বলেন, ‘গত ১৭ ফেব্রুয়ারি আহাদের ব্যাচের পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালীন সে হঠাৎ দাঁড়িয়ে বলে, ‘আমি তিন দিন ঘুমাইনি, অসুস্থ বোধ করছি’। তখন আমাদের ছাত্র উপদেষ্টা ও অন্য শিক্ষকেরা তাঁকে অন্য রুমে নিয়ে গিয়ে সোফায় বসায়। এ সময় শ্বাস নিতে কষ্ট হলে তাকে আমরা কিছু ব্যায়াম শিখিয়ে দিই। কিছুক্ষণ পর সে কিছুটা সুস্থ হয়ে, পরীক্ষা দেয় ও পরে সে তার কোর্স শিক্ষককে কল দিয়ে ধন্যবাদও জানায়। পরে সেদিন সন্ধ্যায় হঠাৎ তার আত্মহত্যা চেষ্টার খবর শুনি।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে