নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর গুলিস্তানে বাসচাপায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ও এক মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমদাদুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। ইমদাদ ওই সময় বাসটির চালকের আসনে ছিলেন।
ঘটনার পরপর তাঁকে হেফাজতে নেয় পল্টন থানা। আজ শুক্রবার বাদী হয়ে পল্টন থানায় মামলা করেছেন নিহত তুষারের বাবা কামাল হোসেন। পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে শ্রাবণ পরিবহনের একটি গাড়ি ওয়ারি থানার এক পুলিশ সদস্যকে চাপা দেয়। বাসটির চালক ও সহকারী পালিয়ে যান। এ ঘটনার পরে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সে কর্মরত এএসআই ইমদাদুল হক গাড়িটি চালিয়ে রাস্তা থেকে সরাতে গিয়ে ট্রেড সেন্টারের সামনে সড়ক দ্বীপের রেলিংয়ে উঠিয়ে দেন। এতে রাস্তার বিপরীত পাশে থাকা রিকশা ও মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন। ঘটনাস্থলেই নিহত হন যুক্তরাষ্ট্রপ্রবাসী শুককুর মাহমুদ বাবুল। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তুষার (৩৫) নামে একজন মারা যান। বর্তমানে আহত দুজন চিকিৎসাধীন।
আজ মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন, ‘শ্রাবণ পরিবহনের দুটি ঘটনা ঘটেছে। প্রথম ঘটনাটি ওয়ারি থানা এলাকায় একজন পুলিশ সদস্যকে চাপা দেন বাসটির মূল চালক। তাঁরা রাস্তায় গাড়িটি ফেলে পালিয়ে যান। পরে রাস্তা থেকে গাড়ি সরাতে গিয়ে আবারও দুর্ঘটনা ঘটে। এ সময় চালকের আসনে ছিলেন সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের এএসআই এমদাদুল হক। ঘটনার পর তিনি পল্টন থানা হেফাজতে ছিলেন। পরে নিহত তুষারের বাবা সড়ক পরিবহন আইনে মামলা করায় এমদাদকে আদালতে পাঠানো হয়েছে।’
কনস্টেবলকে চাপা দেওয়ার ঘটনায় শ্রাবণ পরিবহনের মূল চালকের পরিচয় জানা গেছে কি-না জানতে চাইলে ওসি সালাউদ্দিন মিয়া বলেন, ‘প্রথম ঘটনাটি ওয়ারি থানার আওতায় পড়েছে। এ বিষয়টি তাঁরা দেখবেন।’
পুলিশ সদস্যকে চাপা দেওয়ার ঘটনায় কোনো মামলা হয়েছে কি-না জানতে চাইলে ওয়ারি থানার ওসি কবির হাওলাদার বলেন, ‘এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। আহত পুলিশ সদস্য চিকিৎসাধীন রয়েছেন। তিনি যদি অভিযোগ দেন তখন বিষয়টি তদন্ত করা হবে।’
এ দিকে রাজধানীর বনানীতে গভীর রাতে পোরশে ব্র্যান্ডের বিলাসবহুল একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনার পর চালক গাড়ি নিয়ে চলে যান। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বনানীর ১১ নম্বর সড়কে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গভীর রাতের গাড়িটি এসে ফুটপাতের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। এ ঘটনায় গাড়ির ডান পাশ দুমড়ে-মুচড়ে যায়।
বনানী থানার ওসি নূরে আজম বলেন, ‘এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। গাড়িটিও জব্দ করা হয়নি। দুর্ঘটনার পরে যার গাড়ি তিনি নিয়ে চলে গেছেন। এ ঘটনায় তেমন কোনো ক্ষতি হয়নি।’
রাজধানীর গুলিস্তানে বাসচাপায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ও এক মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমদাদুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। ইমদাদ ওই সময় বাসটির চালকের আসনে ছিলেন।
ঘটনার পরপর তাঁকে হেফাজতে নেয় পল্টন থানা। আজ শুক্রবার বাদী হয়ে পল্টন থানায় মামলা করেছেন নিহত তুষারের বাবা কামাল হোসেন। পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে শ্রাবণ পরিবহনের একটি গাড়ি ওয়ারি থানার এক পুলিশ সদস্যকে চাপা দেয়। বাসটির চালক ও সহকারী পালিয়ে যান। এ ঘটনার পরে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সে কর্মরত এএসআই ইমদাদুল হক গাড়িটি চালিয়ে রাস্তা থেকে সরাতে গিয়ে ট্রেড সেন্টারের সামনে সড়ক দ্বীপের রেলিংয়ে উঠিয়ে দেন। এতে রাস্তার বিপরীত পাশে থাকা রিকশা ও মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন। ঘটনাস্থলেই নিহত হন যুক্তরাষ্ট্রপ্রবাসী শুককুর মাহমুদ বাবুল। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তুষার (৩৫) নামে একজন মারা যান। বর্তমানে আহত দুজন চিকিৎসাধীন।
আজ মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন, ‘শ্রাবণ পরিবহনের দুটি ঘটনা ঘটেছে। প্রথম ঘটনাটি ওয়ারি থানা এলাকায় একজন পুলিশ সদস্যকে চাপা দেন বাসটির মূল চালক। তাঁরা রাস্তায় গাড়িটি ফেলে পালিয়ে যান। পরে রাস্তা থেকে গাড়ি সরাতে গিয়ে আবারও দুর্ঘটনা ঘটে। এ সময় চালকের আসনে ছিলেন সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের এএসআই এমদাদুল হক। ঘটনার পর তিনি পল্টন থানা হেফাজতে ছিলেন। পরে নিহত তুষারের বাবা সড়ক পরিবহন আইনে মামলা করায় এমদাদকে আদালতে পাঠানো হয়েছে।’
কনস্টেবলকে চাপা দেওয়ার ঘটনায় শ্রাবণ পরিবহনের মূল চালকের পরিচয় জানা গেছে কি-না জানতে চাইলে ওসি সালাউদ্দিন মিয়া বলেন, ‘প্রথম ঘটনাটি ওয়ারি থানার আওতায় পড়েছে। এ বিষয়টি তাঁরা দেখবেন।’
পুলিশ সদস্যকে চাপা দেওয়ার ঘটনায় কোনো মামলা হয়েছে কি-না জানতে চাইলে ওয়ারি থানার ওসি কবির হাওলাদার বলেন, ‘এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। আহত পুলিশ সদস্য চিকিৎসাধীন রয়েছেন। তিনি যদি অভিযোগ দেন তখন বিষয়টি তদন্ত করা হবে।’
এ দিকে রাজধানীর বনানীতে গভীর রাতে পোরশে ব্র্যান্ডের বিলাসবহুল একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনার পর চালক গাড়ি নিয়ে চলে যান। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বনানীর ১১ নম্বর সড়কে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গভীর রাতের গাড়িটি এসে ফুটপাতের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। এ ঘটনায় গাড়ির ডান পাশ দুমড়ে-মুচড়ে যায়।
বনানী থানার ওসি নূরে আজম বলেন, ‘এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। গাড়িটিও জব্দ করা হয়নি। দুর্ঘটনার পরে যার গাড়ি তিনি নিয়ে চলে গেছেন। এ ঘটনায় তেমন কোনো ক্ষতি হয়নি।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২২ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২২ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২২ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২২ দিন আগে