অরূপ রায়, সাভার (ঢাকা)
রাজধানীর অদূরে সাভারের সব চেয়ে বড় বিপণিবিতান সিটিসেন্টার। এই বিপণিবিতানে পোশাক ও প্রসাধনীসহ প্রায় সব রকমের দ্রব্য থাকলেও ক্রেতাদের ভিড় নেই। ক্রেতার অভাবে ব্যবসার ভরা মৌসুমে অনেক দোকানিকে অলস সময় কাটাতে হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে কর্মচারীদের বেতন ও ঈদ বোনাস দেওয়াই কষ্টকর হয়ে পড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান, সিটিসেন্টার বেশ চালু মার্কেট। মূলত মধ্যবিত্ত ক্রেতারাই এই মার্কেটে কেনাকাটা করে থাকেন। তার পরেও আগের বছরগুলোতে পাঁচ রোজার পর থেকেই পুরোদমে বিক্রি শুরু হয়ে যেতো। কিন্তু এবারের চিত্র অনেকটাই ভিন্ন। গতবারের তুলনায় বিক্রি অর্ধেকে নেমে এসেছে।
সিটিসেন্টারের নিচ তলার থ্রিপিস হাউসের ব্যবস্থাপক সোহাগ মিলন বলেন, ‘গতবারের চেয়ে এবার ভারতের থ্রিপিসের দাম বেড়েছে ১ হাজার থেকে দেড় হাজার টাকা। আর দেশীয় থ্রিপিসের দাম বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা। এ কারণে দু-চারজন ক্রেতা এলেও অধিকাংশ ক্রেতাই দরদাম করে চলে যান।’
একই মার্কেটের ‘রেডরোজ কসমেটিকসের’ ব্যবস্থাপক শাহাদত হোসেন বলেন, ‘গত রোজার ঈদে প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০ হাজার টাকা বিক্রি হতো। এবার ১৫ থেকে ২০ হাজার টাকার উপড়ে বিক্রি উঠছে না।’
তৈরি পোশাকের দোকান মঞ্জু স্টোরে বাচ্চাদের ফ্রক দেখছিলেন গৃহবধূ রেহেনা বেগম। বেশ কিছুক্ষণ যাচাইবাছাই করে ফ্রক না কিনেই দোকান থেকে বেড় হয়ে পড়েন। জানতে চাইলে তিনি বলেন, ‘এই দোকানে বাইরের পোশাক পাওয়া যায়। কয়েক বছর ধরে বাচ্চাদের জন্য এখান থেকেই কেনাকাটা করে থাকি। কিন্তু এবার বাজেটের তুলনায় পোশাকের দাম বেশি হওয়ায় কিনতে পারিনি।’
পাশেই হবি প্লাজা। আজ শনিবার ওই মার্কেটের ‘ড্রেসআপ’ নামের একটি পোশাকের দোকানে গেলে মালিক হৃদয় হোসেন বলেন, ‘এবার বেচাবিক্রি খুবই খারাপ। আজ বেলা ১২টা পর্যন্ত কোনো বিক্রি হয়নি। গতকাল (শুক্রবার) ৮ হাজার টাকার মতো বিক্রি হয়েছিল। অথচ গতবার ১০ রোজার পর থেকেই প্রতিদিন গড়ে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা বিক্রি করেছি।’
সাভার বাসস্ট্যান্ড এলাকার আরও একটি বড় বিপণিবিতান রাজ্জাক প্লাজার ইমিটেশনের গয়নার দোকান কংকা জুয়েলার্সের মালিক অসিম চক্রবর্তী বলেন, ‘আমার ১৮ বছরের ব্যবসায়িক জীবনে এবারের মতো খারাপ বেচাকেনা আর দেখিনি।’
একই মার্কেটের পর্দার দোকান জেএইচ পর্দা গ্যালারি ব্যবস্থাপক ননি গোপাল গোস্বামী বলেন, ‘অন্যান্য বছরের রমজান মাসের তুলনায় এবারের বিক্রি খুবই খারাপ। মার্কেটে কাস্টমারই নেই।’
রমজান এলেই ধারদেনা করে লুঙ্গি ও গামছা মজুত করেন পৌর এলাকার আড়াপাড়া মহল্লার ব্যবসায়ী দ্বিলীপ চক্রবর্তী। পুরো রমজান জুড়ে ওয়াবদা রোডের ফুটপাতে বসে তা বিক্রি করে লাভের পাশাপাশি দেনা পরিশোধ করেন। কিন্তু এবার লাভতো দূরের কথা চালান বেড় করাই সম্ভব হবে না বলে জানান তিনি।
ক্রেতাবিহীন দোকানে বসে ফেসবুক ঘেঁটে অলস সময় পার করছিলেন ওয়াবদা রোডের ইনান কসমেটিকসের মালিক এনামুল হক। তিনি বলেন, ‘দিনে ২ হাজার থেকে ৩ হাজারের বেশি বিক্রি হয় না, যা গত বারের রমজানের তুলনায় কয়েক গুণ কম। এই অবস্থা চলতে থাকলে নিজেদের ঈদের কেনাকাটাও সম্ভব হবে না।’
সিটিসেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি বলেন, ‘সব রকম দ্রব্যের দাম বেড়ে গেছে। সেই তুলনায় মানুষের আয় বাড়েনি। এ কারণে ক্রেতা কমে গেছে। ক্রেতা কমে যাওয়ায় বিক্রিও কমে গেছে।’
রাজধানীর অদূরে সাভারের সব চেয়ে বড় বিপণিবিতান সিটিসেন্টার। এই বিপণিবিতানে পোশাক ও প্রসাধনীসহ প্রায় সব রকমের দ্রব্য থাকলেও ক্রেতাদের ভিড় নেই। ক্রেতার অভাবে ব্যবসার ভরা মৌসুমে অনেক দোকানিকে অলস সময় কাটাতে হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে কর্মচারীদের বেতন ও ঈদ বোনাস দেওয়াই কষ্টকর হয়ে পড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান, সিটিসেন্টার বেশ চালু মার্কেট। মূলত মধ্যবিত্ত ক্রেতারাই এই মার্কেটে কেনাকাটা করে থাকেন। তার পরেও আগের বছরগুলোতে পাঁচ রোজার পর থেকেই পুরোদমে বিক্রি শুরু হয়ে যেতো। কিন্তু এবারের চিত্র অনেকটাই ভিন্ন। গতবারের তুলনায় বিক্রি অর্ধেকে নেমে এসেছে।
সিটিসেন্টারের নিচ তলার থ্রিপিস হাউসের ব্যবস্থাপক সোহাগ মিলন বলেন, ‘গতবারের চেয়ে এবার ভারতের থ্রিপিসের দাম বেড়েছে ১ হাজার থেকে দেড় হাজার টাকা। আর দেশীয় থ্রিপিসের দাম বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা। এ কারণে দু-চারজন ক্রেতা এলেও অধিকাংশ ক্রেতাই দরদাম করে চলে যান।’
একই মার্কেটের ‘রেডরোজ কসমেটিকসের’ ব্যবস্থাপক শাহাদত হোসেন বলেন, ‘গত রোজার ঈদে প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০ হাজার টাকা বিক্রি হতো। এবার ১৫ থেকে ২০ হাজার টাকার উপড়ে বিক্রি উঠছে না।’
তৈরি পোশাকের দোকান মঞ্জু স্টোরে বাচ্চাদের ফ্রক দেখছিলেন গৃহবধূ রেহেনা বেগম। বেশ কিছুক্ষণ যাচাইবাছাই করে ফ্রক না কিনেই দোকান থেকে বেড় হয়ে পড়েন। জানতে চাইলে তিনি বলেন, ‘এই দোকানে বাইরের পোশাক পাওয়া যায়। কয়েক বছর ধরে বাচ্চাদের জন্য এখান থেকেই কেনাকাটা করে থাকি। কিন্তু এবার বাজেটের তুলনায় পোশাকের দাম বেশি হওয়ায় কিনতে পারিনি।’
পাশেই হবি প্লাজা। আজ শনিবার ওই মার্কেটের ‘ড্রেসআপ’ নামের একটি পোশাকের দোকানে গেলে মালিক হৃদয় হোসেন বলেন, ‘এবার বেচাবিক্রি খুবই খারাপ। আজ বেলা ১২টা পর্যন্ত কোনো বিক্রি হয়নি। গতকাল (শুক্রবার) ৮ হাজার টাকার মতো বিক্রি হয়েছিল। অথচ গতবার ১০ রোজার পর থেকেই প্রতিদিন গড়ে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা বিক্রি করেছি।’
সাভার বাসস্ট্যান্ড এলাকার আরও একটি বড় বিপণিবিতান রাজ্জাক প্লাজার ইমিটেশনের গয়নার দোকান কংকা জুয়েলার্সের মালিক অসিম চক্রবর্তী বলেন, ‘আমার ১৮ বছরের ব্যবসায়িক জীবনে এবারের মতো খারাপ বেচাকেনা আর দেখিনি।’
একই মার্কেটের পর্দার দোকান জেএইচ পর্দা গ্যালারি ব্যবস্থাপক ননি গোপাল গোস্বামী বলেন, ‘অন্যান্য বছরের রমজান মাসের তুলনায় এবারের বিক্রি খুবই খারাপ। মার্কেটে কাস্টমারই নেই।’
রমজান এলেই ধারদেনা করে লুঙ্গি ও গামছা মজুত করেন পৌর এলাকার আড়াপাড়া মহল্লার ব্যবসায়ী দ্বিলীপ চক্রবর্তী। পুরো রমজান জুড়ে ওয়াবদা রোডের ফুটপাতে বসে তা বিক্রি করে লাভের পাশাপাশি দেনা পরিশোধ করেন। কিন্তু এবার লাভতো দূরের কথা চালান বেড় করাই সম্ভব হবে না বলে জানান তিনি।
ক্রেতাবিহীন দোকানে বসে ফেসবুক ঘেঁটে অলস সময় পার করছিলেন ওয়াবদা রোডের ইনান কসমেটিকসের মালিক এনামুল হক। তিনি বলেন, ‘দিনে ২ হাজার থেকে ৩ হাজারের বেশি বিক্রি হয় না, যা গত বারের রমজানের তুলনায় কয়েক গুণ কম। এই অবস্থা চলতে থাকলে নিজেদের ঈদের কেনাকাটাও সম্ভব হবে না।’
সিটিসেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি বলেন, ‘সব রকম দ্রব্যের দাম বেড়ে গেছে। সেই তুলনায় মানুষের আয় বাড়েনি। এ কারণে ক্রেতা কমে গেছে। ক্রেতা কমে যাওয়ায় বিক্রিও কমে গেছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫