সাভার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার সাভারে একটি পোশাক কারখানায় সরকার নির্ধারিত বর্ধিত মজুরি না পাওয়ায় মহাসড়কে নেমে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা থেকে নবীনগর-চন্দ্রা মহসড়কের গাজীপুর নবী টেক্সটাইল এলাকায় এ বিক্ষোভ করেন ডরিন গার্মেন্টসের শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১১ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকেরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়।
শ্রমিকেরা জানান, সম্প্রতি শ্রমিক আন্দোলনের পর সরকার বেতন বৃদ্ধির ঘোষণা দিলেও সে অনুযায়ী বেতন পাননি শ্রমিকেরা। এ ছাড়া শ্রমিকেরা তিন দিনের ছুটি দাবি করলে তা নাকচ করেন কারখানা কর্তৃপক্ষ।
এ নিয়ে আজ দুপুরের পর কারখানার ভেতর শ্রমিকদের মধ্যে উত্তাপ সৃষ্টি হয়। এর একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা দলবদ্ধ হয়ে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন।
শ্রমিকদের অবরোধে ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী সড়কে আশুলিয়ার নবীনগর থেকে জিরানী বাসস্ট্যান্ড পর্যন্ত ১১ কিলোমিটার, ঢাকামুখী সড়কে বাড়ইপাড়া নন্দন পার্ক থেকে জিরানী পর্যন্ত ৫ কিলোমিটার, মোজারমিল থেকে বাইপাইল পর্যন্ত ৪ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এর চাপ পড়ে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক ও ঢাকা-আরিচা মহাসড়কেও।
এতে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর প্রান্তিক গেট থেকে নবীনগরমুখী সড়কে ৩ কিলোমিটার জটের সৃষ্টি হয়। খবর পেয়ে গাজীপুর শিল্পপুলিশ ২, কাশিমপুর থানা–পুলিশ, আশুলিয়া থানা–পুলিশ, সাভার হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে আগামীকাল শুক্রবার, শনি ও রোববার জাতীয় নির্বাচনের সাধারণ ছুটিকে কেন্দ্র করে ঢাকা ছেড়েছেন অনেকেই। এতে এই সড়ক ব্যবহারকারী উত্তরবঙ্গের যাত্রীরাও পড়েন চরম বিপাকে।
সাভার হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) শেখ আবুল হাসান বলেন, শ্রমিকেরা সরকার ঘোষিত মজুরির দাবিতে সড়ক অবরোধ করে রাখেন। শিল্প পুলিশ, কাশিমপুর ও আশুলিয়া থানার পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিলে রাত সাড়ে ৯টার দিকে যান চলাচল শুরু হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক জানান, শ্রমিক অসন্তোষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঢাকার সাভারে একটি পোশাক কারখানায় সরকার নির্ধারিত বর্ধিত মজুরি না পাওয়ায় মহাসড়কে নেমে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা থেকে নবীনগর-চন্দ্রা মহসড়কের গাজীপুর নবী টেক্সটাইল এলাকায় এ বিক্ষোভ করেন ডরিন গার্মেন্টসের শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১১ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকেরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়।
শ্রমিকেরা জানান, সম্প্রতি শ্রমিক আন্দোলনের পর সরকার বেতন বৃদ্ধির ঘোষণা দিলেও সে অনুযায়ী বেতন পাননি শ্রমিকেরা। এ ছাড়া শ্রমিকেরা তিন দিনের ছুটি দাবি করলে তা নাকচ করেন কারখানা কর্তৃপক্ষ।
এ নিয়ে আজ দুপুরের পর কারখানার ভেতর শ্রমিকদের মধ্যে উত্তাপ সৃষ্টি হয়। এর একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা দলবদ্ধ হয়ে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন।
শ্রমিকদের অবরোধে ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী সড়কে আশুলিয়ার নবীনগর থেকে জিরানী বাসস্ট্যান্ড পর্যন্ত ১১ কিলোমিটার, ঢাকামুখী সড়কে বাড়ইপাড়া নন্দন পার্ক থেকে জিরানী পর্যন্ত ৫ কিলোমিটার, মোজারমিল থেকে বাইপাইল পর্যন্ত ৪ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এর চাপ পড়ে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক ও ঢাকা-আরিচা মহাসড়কেও।
এতে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর প্রান্তিক গেট থেকে নবীনগরমুখী সড়কে ৩ কিলোমিটার জটের সৃষ্টি হয়। খবর পেয়ে গাজীপুর শিল্পপুলিশ ২, কাশিমপুর থানা–পুলিশ, আশুলিয়া থানা–পুলিশ, সাভার হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে আগামীকাল শুক্রবার, শনি ও রোববার জাতীয় নির্বাচনের সাধারণ ছুটিকে কেন্দ্র করে ঢাকা ছেড়েছেন অনেকেই। এতে এই সড়ক ব্যবহারকারী উত্তরবঙ্গের যাত্রীরাও পড়েন চরম বিপাকে।
সাভার হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) শেখ আবুল হাসান বলেন, শ্রমিকেরা সরকার ঘোষিত মজুরির দাবিতে সড়ক অবরোধ করে রাখেন। শিল্প পুলিশ, কাশিমপুর ও আশুলিয়া থানার পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিলে রাত সাড়ে ৯টার দিকে যান চলাচল শুরু হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক জানান, শ্রমিক অসন্তোষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫