জবি প্রতিনিধি
টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো স্থান পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। তালিকায় দেখা যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৫০১ +। আজ বুধবার টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশিত হয়।
জানা যায়, টাইমস হায়ার এডুকেশন নিজস্ব পদ্ধতিতে সংগৃহীত তথ্য বিচার-বিশ্লেষণের মাধ্যমে র্যাঙ্কিং নির্ধারণ করে থাকে। মূলত পাঁচটি ক্যাটাগরিতে এ র্যাঙ্কিং নির্ধারণ করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রি থেকে আয় ও নতুন জ্ঞান উৎপাদন; আন্তর্জাতিকতা অর্থাৎ আন্তর্জাতিক ও দেশীয় ছাত্র, শিক্ষক ও গবেষকের অনুপাত; শিক্ষা ও গবেষণার সুযোগ, মান ও পরিবেশ; গবেষণার সুনাম, আয় ও গবেষণা প্রবন্ধের গুণগত মান, ইমপ্যাক্ট ফেক্টর জার্নালে প্রকাশের হার এবং গবেষণা প্রবন্ধের সাইটেশন ও প্রভাব সমূহ বিশ্ববিদ্যালয়গুলোকে র্যাঙ্কিংয়ের জন্য বিচার-বিশ্লেষণ করে থাকে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা জানান, এই র্যাঙ্কিংয়ের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিকভাবে নতুনভাবে পরিচিতি লাভ করল, যা বিদেশে উচ্চশিক্ষা লাভের জন্য যাওয়া আমাদের শিক্ষার্থীদের আলাদা মর্যাদা দেবে। আন্তর্জাতিক বিভিন্ন স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রেও র্যাঙ্কিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর আগে তৎকালীন উপাচার্যের নেতৃত্বে গত ১৮ জানুয়ারিতে ৫ সদস্যের একটি র্যাঙ্কিং কমিটি গঠন হয়। কমিটিতে সাবেক উপাচার্যের নেতৃত্বে ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. মুহাম্মদ জুলফিকার মাহমুদ, আইন বিভাগের শিক্ষক মুনিরা জাহান সুমী, সহযোগী অধ্যাপক আমিনুল ইসলাম ও সহকারী অধ্যাপক আরিফুল আবেদ।
কমিটিটির সদস্য শাহ মো. আরিফুল আবেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্বের মর্যাদাপূর্ণ র্যাঙ্কিং হিসেবে বিবেচনা করা হয় টাইমস হায়ার এডুকেশনকে। আমরা প্রায় দুই বছর আগে থেকে বিশ্বমানের মর্যাদাপূর্ণ র্যাঙ্কিংয়ে আসার প্রয়াস চালিয়ে আসছিলাম। ২০২৫ সালের জন্য প্রকাশিত টাইমস হায়ার এডুকেশনের র্যাঙ্কিংয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো তালিকাভুক্ত হয়েছে; এটি নিঃসন্দেহে আমাদের জন্য গৌরবের ও সম্মানের।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ মাশরিক হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বর্তমান এবং পূর্ববর্তী কমিটির সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই, যারা বিশ্ববিদ্যালয়কে প্রথমবারের মতো টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আমরা এই মাইলফলকটিকে বাস্তবে পরিণত করার জন্য আমাদের সম্মানিত শিক্ষক এবং প্রিয় ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।’
তিনি আরও বলেন, ‘এই র্যাঙ্কিংয়ের মাধ্যমে আমাদের একাডেমিক উৎকর্ষ সাধনের পরিবেশ ও সুযোগ হবে, যেখানে শিক্ষার্থী-শিক্ষকদের যৌথ প্রয়াসে বিশ্ববিদ্যালয়কে প্রতি বছর আরও সামনে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আন্তর্জাতিক র্যাঙ্কিং এ স্থান পাওয়া একটি চমৎকার অনুভূতি। র্যাঙ্কিংয়ে স্থান পেতে শিক্ষকেরা তাদের গবেষণা দিয়ে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছেন। শিক্ষার্থীদেরও অবদান রয়েছে। র্যাঙ্কিংয়ে যাতে আরও উন্নতি করতে পারি সবাই মিলে কাজ করব।’
টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো স্থান পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। তালিকায় দেখা যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৫০১ +। আজ বুধবার টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশিত হয়।
জানা যায়, টাইমস হায়ার এডুকেশন নিজস্ব পদ্ধতিতে সংগৃহীত তথ্য বিচার-বিশ্লেষণের মাধ্যমে র্যাঙ্কিং নির্ধারণ করে থাকে। মূলত পাঁচটি ক্যাটাগরিতে এ র্যাঙ্কিং নির্ধারণ করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রি থেকে আয় ও নতুন জ্ঞান উৎপাদন; আন্তর্জাতিকতা অর্থাৎ আন্তর্জাতিক ও দেশীয় ছাত্র, শিক্ষক ও গবেষকের অনুপাত; শিক্ষা ও গবেষণার সুযোগ, মান ও পরিবেশ; গবেষণার সুনাম, আয় ও গবেষণা প্রবন্ধের গুণগত মান, ইমপ্যাক্ট ফেক্টর জার্নালে প্রকাশের হার এবং গবেষণা প্রবন্ধের সাইটেশন ও প্রভাব সমূহ বিশ্ববিদ্যালয়গুলোকে র্যাঙ্কিংয়ের জন্য বিচার-বিশ্লেষণ করে থাকে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা জানান, এই র্যাঙ্কিংয়ের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিকভাবে নতুনভাবে পরিচিতি লাভ করল, যা বিদেশে উচ্চশিক্ষা লাভের জন্য যাওয়া আমাদের শিক্ষার্থীদের আলাদা মর্যাদা দেবে। আন্তর্জাতিক বিভিন্ন স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রেও র্যাঙ্কিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর আগে তৎকালীন উপাচার্যের নেতৃত্বে গত ১৮ জানুয়ারিতে ৫ সদস্যের একটি র্যাঙ্কিং কমিটি গঠন হয়। কমিটিতে সাবেক উপাচার্যের নেতৃত্বে ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. মুহাম্মদ জুলফিকার মাহমুদ, আইন বিভাগের শিক্ষক মুনিরা জাহান সুমী, সহযোগী অধ্যাপক আমিনুল ইসলাম ও সহকারী অধ্যাপক আরিফুল আবেদ।
কমিটিটির সদস্য শাহ মো. আরিফুল আবেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্বের মর্যাদাপূর্ণ র্যাঙ্কিং হিসেবে বিবেচনা করা হয় টাইমস হায়ার এডুকেশনকে। আমরা প্রায় দুই বছর আগে থেকে বিশ্বমানের মর্যাদাপূর্ণ র্যাঙ্কিংয়ে আসার প্রয়াস চালিয়ে আসছিলাম। ২০২৫ সালের জন্য প্রকাশিত টাইমস হায়ার এডুকেশনের র্যাঙ্কিংয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো তালিকাভুক্ত হয়েছে; এটি নিঃসন্দেহে আমাদের জন্য গৌরবের ও সম্মানের।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ মাশরিক হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বর্তমান এবং পূর্ববর্তী কমিটির সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই, যারা বিশ্ববিদ্যালয়কে প্রথমবারের মতো টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আমরা এই মাইলফলকটিকে বাস্তবে পরিণত করার জন্য আমাদের সম্মানিত শিক্ষক এবং প্রিয় ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।’
তিনি আরও বলেন, ‘এই র্যাঙ্কিংয়ের মাধ্যমে আমাদের একাডেমিক উৎকর্ষ সাধনের পরিবেশ ও সুযোগ হবে, যেখানে শিক্ষার্থী-শিক্ষকদের যৌথ প্রয়াসে বিশ্ববিদ্যালয়কে প্রতি বছর আরও সামনে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আন্তর্জাতিক র্যাঙ্কিং এ স্থান পাওয়া একটি চমৎকার অনুভূতি। র্যাঙ্কিংয়ে স্থান পেতে শিক্ষকেরা তাদের গবেষণা দিয়ে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছেন। শিক্ষার্থীদেরও অবদান রয়েছে। র্যাঙ্কিংয়ে যাতে আরও উন্নতি করতে পারি সবাই মিলে কাজ করব।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫