ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কেন্দ্রে শিক্ষকদের জোরে কথা বলা, নাশতা খাওয়া এবং ফোনে কথা বলা নিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন এক শিক্ষার্থী।
অভিযোগকারী মতিউর রহমান সরকার দুখু ঢাবির দর্শন বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী। পরীক্ষাকেন্দ্রের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী ও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ী বরাবর অভিযোগ দিয়েছেন তিনি।
লিখিত অভিযোগে দুখু উল্লেখ করেছেন, ‘১৩ আগস্ট ষষ্ঠ সেমিস্টার ফাইনাল পরীক্ষার ৩০৫ কোর্স নম্বরের পরীক্ষা কলাভবনের পঞ্চম তলায় বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় আমি কেন্দ্রের সামনের দিকে দ্বিতীয় বেঞ্চে বসি, পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথে সামনে বসা শিক্ষকেরা নিজেদের মধ্যে উচ্চ স্বরে আলাপ শুরু করেন। শিক্ষকদের আলাপের কারণে পরীক্ষার খাতায় মনোযোগ দিতে অসুবিধা হওয়ায় আমি একজন শিক্ষককে আমার সমস্যার কথা জানাই। তিনি তখন আমাকে পরীক্ষাকেন্দ্রের শেষের দিকের বেঞ্চে চলে যেতে বলেন।’
দুখু আরও উল্লেখ করেন, ‘কেন্দ্রের শেষের দিকের বেঞ্চে বসার কিছুক্ষণ পর আরেকজন শিক্ষক আমার পেছনে এসে বসে একটি ইংরেজি আর্টিকেল উচ্চ স্বরে পড়া শুরু করেন। প্রায় এক ঘণ্টা যাবৎ তিনি আর্টিকেল পড়েন। তা ছাড়া কেন্দ্রে মোবাইল সম্পূর্ণ নিষিদ্ধ হলেও শিক্ষকেরা পরীক্ষা চলাকালীন কেন্দ্রের অভ্যন্তরে উচ্চ স্বরে মোবাইলে কথা বলেন।’
পরীক্ষা চলাকালে শিক্ষকদের নাশতা খাওয়া ও উচ্চ স্বরে হাসাহাসি করার কারণে পরীক্ষার হলের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হয়—বলে অভিযোগ করেন দুখু।
দুখুর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে লিখিত অভিযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। শিক্ষকদের কথাবার্তার কারণে তাঁর বারবার মনোযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে সেদিনের পরীক্ষা ভালো হয়নি বলেও উল্লেখ করেন।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীকে ফোনকল করা হলে তিনি রিসিভ করেননি। পরে দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি দেখছি এবং এ বিষয়ে শিক্ষকদের সতর্কতা অবলম্বন করার জন্য বলে দিয়েছি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কেন্দ্রে শিক্ষকদের জোরে কথা বলা, নাশতা খাওয়া এবং ফোনে কথা বলা নিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন এক শিক্ষার্থী।
অভিযোগকারী মতিউর রহমান সরকার দুখু ঢাবির দর্শন বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী। পরীক্ষাকেন্দ্রের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী ও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ী বরাবর অভিযোগ দিয়েছেন তিনি।
লিখিত অভিযোগে দুখু উল্লেখ করেছেন, ‘১৩ আগস্ট ষষ্ঠ সেমিস্টার ফাইনাল পরীক্ষার ৩০৫ কোর্স নম্বরের পরীক্ষা কলাভবনের পঞ্চম তলায় বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় আমি কেন্দ্রের সামনের দিকে দ্বিতীয় বেঞ্চে বসি, পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথে সামনে বসা শিক্ষকেরা নিজেদের মধ্যে উচ্চ স্বরে আলাপ শুরু করেন। শিক্ষকদের আলাপের কারণে পরীক্ষার খাতায় মনোযোগ দিতে অসুবিধা হওয়ায় আমি একজন শিক্ষককে আমার সমস্যার কথা জানাই। তিনি তখন আমাকে পরীক্ষাকেন্দ্রের শেষের দিকের বেঞ্চে চলে যেতে বলেন।’
দুখু আরও উল্লেখ করেন, ‘কেন্দ্রের শেষের দিকের বেঞ্চে বসার কিছুক্ষণ পর আরেকজন শিক্ষক আমার পেছনে এসে বসে একটি ইংরেজি আর্টিকেল উচ্চ স্বরে পড়া শুরু করেন। প্রায় এক ঘণ্টা যাবৎ তিনি আর্টিকেল পড়েন। তা ছাড়া কেন্দ্রে মোবাইল সম্পূর্ণ নিষিদ্ধ হলেও শিক্ষকেরা পরীক্ষা চলাকালীন কেন্দ্রের অভ্যন্তরে উচ্চ স্বরে মোবাইলে কথা বলেন।’
পরীক্ষা চলাকালে শিক্ষকদের নাশতা খাওয়া ও উচ্চ স্বরে হাসাহাসি করার কারণে পরীক্ষার হলের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হয়—বলে অভিযোগ করেন দুখু।
দুখুর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে লিখিত অভিযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। শিক্ষকদের কথাবার্তার কারণে তাঁর বারবার মনোযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে সেদিনের পরীক্ষা ভালো হয়নি বলেও উল্লেখ করেন।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীকে ফোনকল করা হলে তিনি রিসিভ করেননি। পরে দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি দেখছি এবং এ বিষয়ে শিক্ষকদের সতর্কতা অবলম্বন করার জন্য বলে দিয়েছি।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫