ঢামেক প্রতিবেদক
রাজধানীর বংশালে আল জামিয়া মদিনাতুল উলুম ফোরকানিয়া মাদ্রাসায় বিরিয়ানি খেয়ে শিক্ষক, শিক্ষার্থী, স্টাফসহ অর্ধশত লোক অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আজ শনিবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে তাঁরা চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। তাঁরা সবাই বংশাল আল জামিয়া মদিনাতুল উলুম ফোরকানিয়া মাদ্রাসার নাজেরানা, কিতাবখানা, হেফজ ও নূরানি বিভাগের শিক্ষার্থী। এ ছাড়া শিক্ষক ও কর্মচারীও রয়েছেন।
মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, মাদ্রাসাটিতে ১৭০ জন শিক্ষার্থী রয়েছে। যাদের অধিকাংশই শিশু। গতকাল শুক্রবার দুপুরে মাদ্রাসায় মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করা হয়। দুপুরে সব শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফ সেই বিরিয়ানি খায়। একই সময়ে কোনো ব্যক্তি বা সংগঠন থেকে রান্না করা গরুর বিরিয়ানি দিয়ে যায়। যেহেতু তাঁরা দুপুরের খাবার খেয়ে ফেলেছেন, সে জন্য সেই গরুর বিরিয়ানি রেখে দেন রাতের জন্য। রাতে সবাই একত্রেই সেই গরুর বিরিয়ানি খান। এরপর শনিবার সকালে ঘুম থেকে উঠেই একেক জন অসুস্থতা বোধ করতে থাকেন।
সারা দিন অসুস্থ বোধ করার পর সন্ধ্যার পরে তাদের মিটফোর্ড হাসপাতাল ও ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। গরুর মাংসের বিরিয়ানি কারা রান্না করে দিয়ে গেছে সেটি তিনি জানেন না।
অসুস্থ বাবুর্চি সৈয়দ আবুল হোসেন জানান, গতকাল দুপুরের মুরগির বিরিয়ানি তিনি নিজে রান্না করেছিলেন। তবে দুপুরে গরুর যে বিরিয়ানিটি দিয়ে যাওয়া হয়েছিল, সেটি কারা রান্না করেছেন এবং কারা দিয়ে গেছেন সেটি তিনিও জানেন না। তাঁর ধারণা, রাতে সেই গরুর বিরিয়ানি খাওয়ার কারণেই তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন।
এদিকে মাদ্রাসার একাধিক শিক্ষার্থী জানান, রাতে খাবার খেয়ে যখন তাঁরা ঘুমিয়ে পড়েন তখনো কোনো সমস্যা হয়নি। তবে সকালে ঘুম থেকে উঠেই তাঁরা শরীর খারাপ অনুভব করেন। পাতলা পায়খানা, বমি, মাথা ব্যথা ও পেট ব্যথা শুরু হয়।
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মেডিকেল অফিসার বলেন, ধারণা করা হচ্ছে ফুড পয়জনিং হয়েছে তাঁদের। সবাইকে মেডিসিন বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হয়ে বলা যাবে।
রাজধানীর বংশালে আল জামিয়া মদিনাতুল উলুম ফোরকানিয়া মাদ্রাসায় বিরিয়ানি খেয়ে শিক্ষক, শিক্ষার্থী, স্টাফসহ অর্ধশত লোক অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আজ শনিবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে তাঁরা চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। তাঁরা সবাই বংশাল আল জামিয়া মদিনাতুল উলুম ফোরকানিয়া মাদ্রাসার নাজেরানা, কিতাবখানা, হেফজ ও নূরানি বিভাগের শিক্ষার্থী। এ ছাড়া শিক্ষক ও কর্মচারীও রয়েছেন।
মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, মাদ্রাসাটিতে ১৭০ জন শিক্ষার্থী রয়েছে। যাদের অধিকাংশই শিশু। গতকাল শুক্রবার দুপুরে মাদ্রাসায় মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করা হয়। দুপুরে সব শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফ সেই বিরিয়ানি খায়। একই সময়ে কোনো ব্যক্তি বা সংগঠন থেকে রান্না করা গরুর বিরিয়ানি দিয়ে যায়। যেহেতু তাঁরা দুপুরের খাবার খেয়ে ফেলেছেন, সে জন্য সেই গরুর বিরিয়ানি রেখে দেন রাতের জন্য। রাতে সবাই একত্রেই সেই গরুর বিরিয়ানি খান। এরপর শনিবার সকালে ঘুম থেকে উঠেই একেক জন অসুস্থতা বোধ করতে থাকেন।
সারা দিন অসুস্থ বোধ করার পর সন্ধ্যার পরে তাদের মিটফোর্ড হাসপাতাল ও ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। গরুর মাংসের বিরিয়ানি কারা রান্না করে দিয়ে গেছে সেটি তিনি জানেন না।
অসুস্থ বাবুর্চি সৈয়দ আবুল হোসেন জানান, গতকাল দুপুরের মুরগির বিরিয়ানি তিনি নিজে রান্না করেছিলেন। তবে দুপুরে গরুর যে বিরিয়ানিটি দিয়ে যাওয়া হয়েছিল, সেটি কারা রান্না করেছেন এবং কারা দিয়ে গেছেন সেটি তিনিও জানেন না। তাঁর ধারণা, রাতে সেই গরুর বিরিয়ানি খাওয়ার কারণেই তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন।
এদিকে মাদ্রাসার একাধিক শিক্ষার্থী জানান, রাতে খাবার খেয়ে যখন তাঁরা ঘুমিয়ে পড়েন তখনো কোনো সমস্যা হয়নি। তবে সকালে ঘুম থেকে উঠেই তাঁরা শরীর খারাপ অনুভব করেন। পাতলা পায়খানা, বমি, মাথা ব্যথা ও পেট ব্যথা শুরু হয়।
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মেডিকেল অফিসার বলেন, ধারণা করা হচ্ছে ফুড পয়জনিং হয়েছে তাঁদের। সবাইকে মেডিসিন বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হয়ে বলা যাবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে