নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের কয়েকটি অঞ্চলে প্রচণ্ড তাপপ্রবাহ বইছে। গরমে অসুস্থ হয়ে পড়ছে মানুষ। আজ রোববার রাজধানীর দুটি হাসপাতাল ঘুরে দেখা গেছে, গরমের কারণে অসুস্থ হয়েছে—এমন রোগীর সংখ্যা বেড়েছে। তুলনামূলক বেশি অসুস্থ হচ্ছে শিশুরা। রোগীর চাপ বাড়ায় সবাইকে ভর্তি রাখাও কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট কর্তৃপক্ষ।
ঢাকার আগারগাঁওয়ে শিশু হাসপাতালে রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক দিনে শ্বাসকষ্ট নিয়ে অনেক রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকার বাসিন্দা ফাতেমা বেগম তাঁর তিন বছর বয়সী মেয়ে জান্নাতুল ফেরদাউসকে ভর্তি করিয়েছেন শিশু হাসপাতালের নিউমোনিয়া ওয়ার্ডে। ফাতেমা বলেন, গরমের কারণে তাঁর মেয়ের শরীর দুর্বল হয়ে গেছে। শ্বাস নিতে অসুবিধা হয়। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করিয়েছেন।
ফরিদপুরের সুমি বেগমের সন্তান সাফওয়ান শেখ (৯ মাস) শিশু হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ভর্তি রয়েছে। সুমি বলেন, কয়েক দিন ধরে বাচ্চার জ্বর ছিল। গরম বাড়ার সঙ্গে শ্বাস কষ্টও বেড়েছে। ফুসফুস নাকি পুরো ব্লক হয়ে গেছে। অক্সিজেন খুললেই আধা ঘণ্টার মধ্যেই শ্বাস কষ্ট বেড়ে যায়।
শিশু হাসপাতালের তথ্য অনুসারে, সাধারণত প্রতিদিন বহির্বিভাগে এক হাজারের মতো রোগী চিকিৎসাসেবা নিলেও দুই-তিন দিন ধরে রোগীর সংখ্যা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ হয়ে যাচ্ছে।
শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, গত বছরের তুলনায় এ সময় নিউমোনিয়া রোগী ৩০-৪০ শতাংশ বেড়েছে। ডায়রিয়া আক্রান্ত রোগী আউটডোরে পাচ্ছি, কিন্তু ভর্তি করানো লাগছে না। এই মুহূর্তে হাসপাতালে ৮৫ জন নিউমোনিয়া রোগী ভর্তি আছে। কিন্তু ডায়রিয়া রোগী ভর্তি আছে মাত্র ছয়জন। তিনি বলেন, ‘গরমের রোগীর চাপ বেড়েছে। বেড সংকটের কারণে আমরা সব রোগী ভর্তি করতে পারি না। গত দুই দিন আগে থেকে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ রোগী সেবা নিচ্ছে। গতকালও আমাদের হাসপাতালে ১২৬ রোগী ভর্তি হয়েছে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা গেছে, সেবা নিতে আসা রোগীরা গরমে হাঁসফাঁস করছে। অনেক রোগীর হাতে প্লাস্টিকের হাতপাখা দেখা গেছে। খালি গায়ে শুয়ে ছিল কেউ কেউ। তবে গরমে অসুস্থ হয়েছে—এমন রোগীর ভিড় বেশি দেখা গেছে হাসপাতালের মেডিসিন বিভাগে। আনসার সদস্যের বাধার কারণে রোগীদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
মেডিসিন বিভাগের বহির্বিভাগে কর্মরত ডা. রফিকুল ইসলাম বলেন, প্রচণ্ড তাপদাহের কারণে ভাইরাল ফিভারে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। নিউমোনিয়া, জ্বর ও কাশিতে ভুগছে—এমন রোগীও অনেক। স্বাভাবিক সময়ের চেয়ে এখন বহির্বিভাগে দ্বিগুণ রোগীর চাপ রয়েছে।
তবে গরমের কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু রোগী বাড়েনি বলে জানিয়েছেন শিশু বিভাগের প্রধান অধ্যাপক ইফফাত আরা শামসাদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, গরমে রোগী বেড়েছে এমন কোনো বিষয় নেই। সাধারণত শিশু বিভাগের বহির্বিভাগে প্রতিদিন ৩০০-৪০০ রোগী আসে। এর মধ্যে ৫০-৬০ জন রোগী ভর্তি হয়। গরমের কারণে এখনো বাড়তি রোগীর চাপ নেই।
দেশের কয়েকটি অঞ্চলে প্রচণ্ড তাপপ্রবাহ বইছে। গরমে অসুস্থ হয়ে পড়ছে মানুষ। আজ রোববার রাজধানীর দুটি হাসপাতাল ঘুরে দেখা গেছে, গরমের কারণে অসুস্থ হয়েছে—এমন রোগীর সংখ্যা বেড়েছে। তুলনামূলক বেশি অসুস্থ হচ্ছে শিশুরা। রোগীর চাপ বাড়ায় সবাইকে ভর্তি রাখাও কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট কর্তৃপক্ষ।
ঢাকার আগারগাঁওয়ে শিশু হাসপাতালে রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক দিনে শ্বাসকষ্ট নিয়ে অনেক রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকার বাসিন্দা ফাতেমা বেগম তাঁর তিন বছর বয়সী মেয়ে জান্নাতুল ফেরদাউসকে ভর্তি করিয়েছেন শিশু হাসপাতালের নিউমোনিয়া ওয়ার্ডে। ফাতেমা বলেন, গরমের কারণে তাঁর মেয়ের শরীর দুর্বল হয়ে গেছে। শ্বাস নিতে অসুবিধা হয়। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করিয়েছেন।
ফরিদপুরের সুমি বেগমের সন্তান সাফওয়ান শেখ (৯ মাস) শিশু হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ভর্তি রয়েছে। সুমি বলেন, কয়েক দিন ধরে বাচ্চার জ্বর ছিল। গরম বাড়ার সঙ্গে শ্বাস কষ্টও বেড়েছে। ফুসফুস নাকি পুরো ব্লক হয়ে গেছে। অক্সিজেন খুললেই আধা ঘণ্টার মধ্যেই শ্বাস কষ্ট বেড়ে যায়।
শিশু হাসপাতালের তথ্য অনুসারে, সাধারণত প্রতিদিন বহির্বিভাগে এক হাজারের মতো রোগী চিকিৎসাসেবা নিলেও দুই-তিন দিন ধরে রোগীর সংখ্যা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ হয়ে যাচ্ছে।
শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, গত বছরের তুলনায় এ সময় নিউমোনিয়া রোগী ৩০-৪০ শতাংশ বেড়েছে। ডায়রিয়া আক্রান্ত রোগী আউটডোরে পাচ্ছি, কিন্তু ভর্তি করানো লাগছে না। এই মুহূর্তে হাসপাতালে ৮৫ জন নিউমোনিয়া রোগী ভর্তি আছে। কিন্তু ডায়রিয়া রোগী ভর্তি আছে মাত্র ছয়জন। তিনি বলেন, ‘গরমের রোগীর চাপ বেড়েছে। বেড সংকটের কারণে আমরা সব রোগী ভর্তি করতে পারি না। গত দুই দিন আগে থেকে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ রোগী সেবা নিচ্ছে। গতকালও আমাদের হাসপাতালে ১২৬ রোগী ভর্তি হয়েছে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা গেছে, সেবা নিতে আসা রোগীরা গরমে হাঁসফাঁস করছে। অনেক রোগীর হাতে প্লাস্টিকের হাতপাখা দেখা গেছে। খালি গায়ে শুয়ে ছিল কেউ কেউ। তবে গরমে অসুস্থ হয়েছে—এমন রোগীর ভিড় বেশি দেখা গেছে হাসপাতালের মেডিসিন বিভাগে। আনসার সদস্যের বাধার কারণে রোগীদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
মেডিসিন বিভাগের বহির্বিভাগে কর্মরত ডা. রফিকুল ইসলাম বলেন, প্রচণ্ড তাপদাহের কারণে ভাইরাল ফিভারে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। নিউমোনিয়া, জ্বর ও কাশিতে ভুগছে—এমন রোগীও অনেক। স্বাভাবিক সময়ের চেয়ে এখন বহির্বিভাগে দ্বিগুণ রোগীর চাপ রয়েছে।
তবে গরমের কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু রোগী বাড়েনি বলে জানিয়েছেন শিশু বিভাগের প্রধান অধ্যাপক ইফফাত আরা শামসাদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, গরমে রোগী বেড়েছে এমন কোনো বিষয় নেই। সাধারণত শিশু বিভাগের বহির্বিভাগে প্রতিদিন ৩০০-৪০০ রোগী আসে। এর মধ্যে ৫০-৬০ জন রোগী ভর্তি হয়। গরমের কারণে এখনো বাড়তি রোগীর চাপ নেই।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫